ল্যাটিন আমেরিকায় মার্কিনিদের আগ্রাসন
১৮২৩ সালের ২রা ডিসেম্বর প্রেসিডেন্ট জেমস মনরো কর্তৃক ঘোষিত মনরো ডকট্রিন অনুসারে ল্যাটিন আমেরিকার যেকোনো বিষয়ে ইউরোপের কোনো দেশের যেকোনো ধরনের হস্তক্ষেপ কিংবা উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট অবৈধ হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে এবং এ ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে দেশটি ব্যবস্থা গ্রহণ করবে।
https://en.m.wikipedia.org/wiki/James_Monroe
https://en.m.wikipedia.org/wiki/Monroe_Doctrine#:~:text=The%20Monroe%20Doctrine%20was%20a,act%20against%20the%20United%20States.
বিংশ শতকের শুরুতে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট মনরো ডকট্রিনে আরও কয়েকটি বিষয় যুক্ত করেন, যার ফলে ল্যাটিন আমেরিকার কোনো দেশ যদি মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গিতে ভুল পথে চালিত হয় তবে সেই দেশকে শাসন করার অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের থাকবে!
https://en.m.wikipedia.org/wiki/Roosevelt_Corollary
https://en.m.wikipedia.org/wiki/Monroe_Doctrine#:~:text=The%20Monroe%20Doctrine%20was%20a,act%20against%20the%20United%20States.
১৮৯৮-১৯৯৪ সালের মধ্যে মার্কিন প্রশাসন অন্তত ৪১ বার ল্যাটিন আমেরিকায় আগ্রাসন চালিয়েছিল-
#১৮৪৬ সালে মেক্সিকোর বিরুদ্ধে চাপিয়ে দেয়া যুদ্ধে আমেরিকা ক্যালিফোর্নিয়া, নেভাদা, ওয়াইয়োমিং, ইউটাহ, কলোরাডো, অ্যারিজোনা এবং নিউ মেক্সিকো শহরগুলো দখল করে নেয়। পরে যুক্তরাষ্ট্র মাত্র ১৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে প্রায় ৫ লক্ষ বর্গ মাইলের এই এলাকাগুলো মেক্সিকোর কাছে থেকে ক্রয় করে।
https://en.m.wikipedia.org/wiki/Mexican%E2%80%93American_War
#মার্কিন অভিযাত্রী উইলিয়াম ওয়াকার ১৮৫৫ সালে তার সেনাবাহিনী দ্বারা নিকারাগুয়া দখল করে নিজেকে সেখানকার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।
https://en.m.wikipedia.org/wiki/William_Walker_(filibuster)
#১৮৫৬ সালে কলম্বিয়ার উপনিবেশ পানামার জাতীয়তাবাদীদের হাত থেকে প্রশান্ত-আটলান্টিক রেলপথকে রক্ষা করার জন্য মার্কিন প্রশাসন পানামায় আগ্রাসন চালায়।
https://en.m.wikipedia.org/wiki/Watermelon_Riot
#১৮৯৮ সালের ১৫ ফেব্রুয়ারিতে হাভানা পোতাশ্রয়ে ইউএসএস মাইন বিস্ফোরণের দ্বারা ধ্বংসের ভিত্তিহীন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি তদন্ত কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, উক্ত বিস্ফোরণটি ছিল নিছক দুর্ঘটনা।
https://en.m.wikipedia.org/wiki/Spanish%E2%80%93American_War
স্পেনের সাথে যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্র গুয়াম, পুয়ের্তোরিকো, ফিলিপাইন ও হাওয়াই দ্বীপপুঞ্জ দখল করে নেয়।
#১৯০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার ব্যাপারে নিজের একচ্ছত্র অধিকার ঘোষণা করে। পানামা খালের উপর আধিপত্য বিস্তারের লক্ষ্যে ১৯০৩ সালে যুক্তরাষ্ট্র কলম্বিয়ার কাছ থেকে পানামার স্বাধীনতা অর্জনের পক্ষে অবস্থান গ্রহণ করে। কলম্বিয়ার সাথে আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র পানামার স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করার জন্য দশটি যুদ্ধ জাহাজ পানামায় পাঠায়, যার মূল উদ্দেশ্য ছিল পানামা খালের কর্তৃত্ব অর্জন করা।
https://en.m.wikipedia.org/wiki/Separation_of_Panama_from_Colombia
#১৯০৫ সালে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে প্রহরীর ভূমিকায় অধিষ্ঠিত হয় এবং ডমিনিকান রিপাবলিককে নিয়ন্ত্রণ করতে শুরু করে।
https://www.u-s-history.com/pages/h946.html
#১৯১২ সালে যুক্তরাষ্ট্রে নিকারাগুয়ায় আক্রমণ চালায় এবং মার্কিন প্রশাসন কিউবায় বর্ণবৈষম্যের প্রতিবাদে আন্দোলনকারীদের দমন করতে হস্তক্ষেপ করে।
https://en.m.wikipedia.org/wiki/United_States_occupation_of_Nicaragua
https://en.m.wikipedia.org/wiki/Negro_Rebellion
#১৯১৪-১৮ সালে মেক্সিকান বিপ্লবের সময় মেক্সিকোর রাজতন্ত্রের পতনের সংগ্রামে অংশ নেয়া পাঞ্চো ভিলা আর এমিলিয়ানো জাপাটার মতো জাতীয়তাবাদী নেতাদের দমনে যুক্তরাষ্ট্র সৈন্য প্রেরণ করে। এসময় যুক্তরাষ্ট্র পোরফিরিও দিয়াজকে সমর্থন জানায়, যে কিনা টানা ৩০ বছর ধরে দেশ শাসন করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সুসম্পর্ক স্থাপন করেছিল। এ সম্পর্ক ধরে রাখার জন্য যুক্তরাষ্ট্র ১৯১৩ সালে ফ্রান্সিসকো মাদেরোর বিরুদ্ধে গোপন সামরিক অভ্যুত্থানের চক্রান্তে সাহায্য করে এবং জেনারেল ভিক্টোরিয়ানো হুয়েরতোকে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত করে।
https://en.m.wikipedia.org/wiki/Mexican_Revolution
https://en.m.wikipedia.org/wiki/Pancho_Villa
https://en.m.wikipedia.org/wiki/Emiliano_Zapata
https://en.m.wikipedia.org/wiki/Porfirio_D%C3%ADaz
https://en.m.wikipedia.org/wiki/Francisco_I._Madero
https://en.m.wikipedia.org/wiki/Victoriano_Huerta
#১৯১৬-২৪ বছরগুলোতে যুক্তরাষ্ট্রে ডমিনিকান রিপাবলিক আক্রমণ করে। এসময় যুক্তরাষ্ট্র স্বৈরশাসক রাফায়েল ট্রুজিলোকে সমর্থন দেয়, যার বিরুদ্ধে হাইতিতে গণহত্যার অভিযোগ ছিল। ডমিনিকান রিপাবলিক যুক্তরাষ্ট্রের আশ্রিত রাষ্ট্রে পরিণত হয়েছিল।
https://2001-2009.state.gov/r/pa/ho/time/wwi/108649.htm#:~:text=Triggered%20by%20concerns%20about%20possible,which%20would%20last%20until%201924.
https://en.m.wikipedia.org/wiki/Rafael_Trujillo
#১৯৫৪ সালে যুক্তরাষ্ট্র গুয়েতেমালার গণতান্ত্রিকভাবে নির্বাচিত বামপন্থী প্রেসিডেন্ট আরবেঞ্জ গুজম্যানকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে সহায়তা করে।
https://en.m.wikipedia.org/wiki/1954_Guatemalan_coup_d%27%C3%A9tat#:~:text=The%201954%20Guatemalan%20coup%20d'%C3%A9tat%2C%20code%2Dnamed%20Operation,Guatemalan%20Revolution%20of%201944%E2%80%931954.
https://en.m.wikipedia.org/wiki/Jacobo_%C3%81rbenz
#১৯৫৯ সালের ১লা জানুয়ারি কিউবান বিপ্লবের মাধ্যমে মার্কিন সমর্থিত ফুলগেনসিও বাতিস্তার স্বৈরশাসন উৎখাত করে কিউবায় ফিদেল কাস্ত্রো ক্ষমতা দখলের পর সিআইএ গোপন নথিতে আশঙ্কা প্রকাশ করে যে, কাস্ত্রোইজম গোটা ল্যাটিন আমেরিকায় ছড়িয়ে পড়তে পারে। এই ভীতি থেকে মার্কিন প্রশাসন সবসময় চেষ্টা করেছে ল্যাটিন আমেরিকায় যেকোনো মূল্যে প্রভাব ধরে রাখার জন্য।
https://en.m.wikipedia.org/wiki/Cuban_Revolution
https://en.m.wikipedia.org/wiki/Fulgencio_Batista
#১৯৬১ সালে ইকুয়েডরে যুক্তরাষ্ট্র সমর্থিত সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত বামপন্থী প্রেসিডেন্ট জোসে মারিয়া ভেলাসকোকে ক্ষমতাচ্যুত করা হয়।
https://en.m.wikipedia.org/wiki/Jos%C3%A9_Mar%C3%ADa_Velasco_Ibarra
#১৯৬৪ সালে ব্রাজিলের প্রেসিডেন্ট বামপন্থী নেতা জোয়াও গোলাল্ট মার্কিন মদদপুষ্ট সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন।
https://en.m.wikipedia.org/wiki/Jo%C3%A3o_Goulart
#১৯৭৩ সালে মার্কিন সমর্থিত সামরিক অভ্যুত্থানের মাধ্যমে চিলির মার্কসবাদী প্রেসিডেন্ট সালভাদর গুইলার্মো আলেন্দে গোসেন্সকে ক্ষমতাচ্যুত করে দেশটিতে সামরিক শাসন জারি করেন আউগুস্তো হোসে রামোন পিনোচে উগার্তে।
https://en.m.wikipedia.org/wiki/Salvador_Allende
https://en.m.wikipedia.org/wiki/Augusto_Pinochet
#মার্কিন প্রশাসন ১৯৮০ সালে এল সালভাদরে সামরিক অভ্যুত্থানে সহায়তা করে।
https://en.m.wikipedia.org/wiki/Salvadoran_Civil_War
#১৯৮১ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান প্রশাসন নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীদের সহায়তা করে, যারা নয় বছরের লড়াইয়ে করে প্রায় ত্রিশ হাজার মানুষকে হত্যা করে।
https://en.m.wikipedia.org/wiki/Contras
#১৯৮৩ সালে যুক্তরাষ্ট্র গ্রানাডায় সামরিক অভিযান পরিচালনা করে।
https://en.m.wikipedia.org/wiki/United_States_invasion_of_Grenada#:~:text=The%20United%20States%20invasion%20of,occupation%20within%20a%20few%20days.
#১৯৮৯ সালে যুক্তরাষ্ট্র মাদকবিরোধী অভিযানের অজুহাতে পানামায় সামরিক বাহিনী প্রেরণ করেছিল।
https://en.m.wikipedia.org/wiki/United_States_invasion_of_Panama#:~:text=The%20United%20States%20Invasion%20of,1989%20and%20late%20January%201990.&text=Following%20the%20operation%2C%20the%20Panama,Endara%20was%20sworn%20into%20office.
#২০০২ সালে যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে জৈব অস্ত্র আধুনিকায়নের অভিযোগ তুলে দেশটিকে কালো তালিকাভুক্ত করেছিল।
https://www.washingtonpost.com/archive/politics/2002/05/07/cuba-seeks-bioweapons-us-says/bfa31f3f-b2e2-4ca3-8459-c5d1ac8faa99/
#২০০৯ সালে হন্ডুরাসের সামরিক অভ্যুত্থানে মার্কিন প্রশাসন সমর্থন দিয়েছিল।
https://en.m.wikipedia.org/wiki/2009_Honduran_coup_d'%C3%A9tat
#২০১২ সালে মার্কিন প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে লক্ষ লক্ষ গোপন মার্কিন নথি ফাঁসকারী উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নেন ইকুয়েডরের বামপন্থী প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া।
https://en.m.wikipedia.org/wiki/Rafael_Correa
https://wikileaks.org/
https://en.m.wikipedia.org/wiki/Julian_Assange
#২০১৫ সালে যুক্তরাষ্ট্র বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শাসিত ভেনিজুয়েলার উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে দেশটিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করে।
https://en.m.wikipedia.org/wiki/International_sanctions_during_the_Venezuelan_crisis
#২০১৬ সালে ব্রাজিলের বামপন্থী নারী প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে বিতর্কিত অভিশংসন প্রক্রিয়ার মাধ্যমে অপসারণ এবং ডানপন্থী নেতা মিশেল তেমারকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে মার্কিন প্রশাসন সহযোগিতা করে।
https://en.m.wikipedia.org/wiki/Michel_Temer
Comments