পশ্চিমাদের চামচারা
https://www.google.com/amp/s/www.aljazeera.com/amp/news/2021/10/7/ukraine-to-produce-turkish-armed-drones-minister
১৯২০-১৯২১ সালের পোলিশ-সোভিয়েত যুদ্ধে পশ্চিম ইউক্রেন পোল্যান্ডের অন্তর্ভুক্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পশ্চিম ইউক্রেন ও ট্রান্সকার্পেথিয়া ইউক্রেনের অন্তর্ভুক্ত হয়। ১৯৯১ সালে ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
https://www.kommersant.ru/doc/5051898
ইউক্রেনের প্রথম রাষ্ট্রপতি লিওনিদ ক্রাভচুক পশ্চিমামুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করেন, ইউক্রেনের দ্বিতীয় রাষ্ট্রপতি লিওনিদ কুচমা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার মধ্যে ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করেন। ২০০৪-২০০৫ সালে ইউক্রেনে সংঘটিত পশ্চিমা সমর্থিত তথাকথিত 'কমলা বিপ্লব' এর ফলে ভিক্তর ইয়ুশ্চেঙ্কো ইউক্রেনের তৃতীয় রাষ্ট্রপতি হন এবং তিনি সম্পূর্ণ পশ্চিমাপন্থী পররাষ্ট্রনীতি অনুসরণ করেন।
https://www.5.ua/ru/ukrayna/vsu-vpervie-prymenyly-bayraktar-tb2-na-vostoke-ukrayni-258733.html
ইউক্রেনের চতুর্থ রাষ্ট্রপতি ভিক্তর ইয়ানুকোভিচ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখার নীতি অনুসরণ করলেও ২০১৩-১৪ সালে ইউক্রেনে সংঘটিত পশ্চিমা সমর্থিত তথাকথিত 'ইউরোমাইদান বিপ্লব' এর ফলে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে তিনি ক্ষমতাচ্যুত হলে ইউক্রেনে প্রবল পশ্চিমাপন্থী ও রুশবিদ্বেষী সরকার ক্ষমতাসীন হয়। ইউক্রেনের পরবর্তী তিন রাষ্ট্রপতি ওলেক্সান্দর তুর্চিনভ, পেত্রো পোরোশেঙ্কো এবং ভলোদিমির জেলেনস্কি সম্পূর্ণ পশ্চিমাপন্থী ও রুশবিরোধী পররাষ্ট্রনীতি অনুসরণ করেন।
https://www.kommersant.ru/doc/5052891
২০১৪ সালের মার্চে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় এবং এপ্রিলে পূর্ব ইউক্রেনে ইউক্রেনীয় সরকার ও সরকারবিরোধীদের মধ্যে যুদ্ধ শুরু হলে রাশিয়া পূর্ব ইউক্রেনীয়দের সহায়তা করতে শুরু করে।
https://www.kommersant.ru/doc/5060197
পূর্ব ইউক্রেনীয়রা পূর্ব ইউক্রেনের দনেৎস্ক ও লুহানস্ক প্রদেশদ্বয়ের অংশবিশেষ দখল করে 'গণপ্রজাতন্ত্রী দনেৎস্ক' ও 'গণপ্রজাতন্ত্রী লুহানস্ক' নামক দু'টি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি করে। দনেৎস্ক, লুহানস্ক ও এর আশেপাশের কয়লাসমৃদ্ধ অঞ্চলগুলো 'দনবাস' নামে পরিচিত। ২০১৪ সালের সেপ্টেম্বরে ইউক্রেন, দনেৎস্ক, লুহানস্ক ও রাশিয়ার মধ্যে 'মিনস্ক প্রোটোকল' স্বাক্ষরিত হয়, কিন্তু ২০১৫ সালের জানুয়ারিতে নতুন করে যুদ্ধ শুরু হয়। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে 'মিনস্ক ২' চুক্তি সম্পাদিত হয়। ইউক্রেনীয় সরকার ইউক্রেনের অভ্যন্তরে ব্যাপক রুশবিরোধী নীতির প্রবর্তন করে। তারা ইউক্রেনের রাষ্ট্রভাষার মর্যাদা থেকে রুশ ভাষাকে অপসারণ করে, রুশ অর্থোডক্স চার্চ থেকে ইউক্রেনীয় অর্থোডক্সদের পৃথক করে স্বতন্ত্র 'ইউক্রেনীয় অর্থোডক্স চার্চ' সৃষ্টি করে, ইউক্রেনীয় ইতিহাসকে নতুনভাবে লিখে ইউক্রেনীয় সভ্যতাকে রুশ সভ্যতা থেকে সম্পূর্ণ পৃথক হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা চালাচ্ছে; তীব্র রুশবিরোধী, উগ্র জাতীয়তাবাদী ও নব্য নাৎসি গ্রুপগুলোকে ইউক্রেনের অভ্যন্তরে স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ দিচ্ছে এবং ইউক্রেনীয় জনসাধারণের রুশপন্থী অংশের ওপর নিপীড়ন শুরু করেছে।
https://www.kommersant.ru/doc/5051315
কিন্তু রাশিয়ার অভ্যন্তরে সেরকমভাবে কোনো ইউক্রেনীয়বিরোধী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
২০২১ সালের ২৬ অক্টোবর ইউক্রেনীয় সৈন্যরা তুরস্ক নির্মিত 'বায়রাক্তার টিবি-২' আনম্যানড কমব্যাট এরিয়াল ভেহিকল (ইউসিএভি) থেকে নিক্ষিপ্ত ক্ষেপনাস্ত্রের আঘাতে দনেৎস্কের সোভিয়েত আমলে নির্মিত ১২২ মিলিমিটারের একটি 'ডি-৩০' হাউইটজার ধ্বংস করে। ১৪৭৫ থেকে ১৭৭৪ সাল পর্যন্ত চেঙ্গিস খানের বংশধরদের দ্বারা শাসিত ও ক্রিমিয়ান তাতার অধ্যুষিত ক্রিমিয়ান খানাত ছিল ওসমানীয়দের 'আশ্রিত রাষ্ট্র' এবং অষ্টাদশ শতাব্দীতে দক্ষিণ ইউক্রেনের অংশবিশেষ ওসমানীয়দের শাসনাধীনে ছিল।
https://www.kommersant.ru/doc/5052162
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গনের পর তুরস্ক ছিল ইউক্রেনকে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্রগুলোর মধ্যে একটি। তুরস্ক বিশেষ করে ক্রিমিয়ায় প্রভাব বিস্তার করতে উৎসাহী ছিল। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করলে তুরস্ক এই পদক্ষেপের বিরোধিতা করে। তারা ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি প্রদান থেকে বিরত থাকলেও বিভিন্ন তুর্কি কোম্পানি ক্রিমিয়ায় অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতে থাকে।
https://www.kommersant.ru/doc/3853435
২০১৫ সালের নভেম্বরে তুর্কিরা তুর্কি–সিরীয় সীমান্তে রুশ সামরিক বিমান ভূপাতিত করে। প্রতিক্রিয়ায় ক্রিমিয়ান সরকার তুরস্কের সঙ্গে অর্থনৈতিক সংযোগ ছিন্ন করে। ইউক্রেন তুরস্ক কর্তৃক রুশ বিমান ভূপাতিত করার সিদ্ধান্তকে জোরালোভাবে সমর্থন করে এবং রাশিয়ার বিরুদ্ধে তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করতে উদ্যোগী হয়। তুর্কিদের দৃষ্টিকোণ থেকে ইউক্রেনের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একদিকে তারা রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে পারবে, অন্যদিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের সম্পর্কোন্নয়ন ঘটাতে পারবে তুরস্ক কর্তৃক রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাপন্থী ইউক্রেনকে সমর্থন প্রদানকে পশ্চিমা বিশ্ব ইতিবাচক হিসেবে বিবেচনা করবে বিধায়।
https://www.kommersant.ru/doc/5052162
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গনের পর তুরস্ক ছিল ইউক্রেনকে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্রগুলোর মধ্যে একটি। তুরস্ক বিশেষ করে ক্রিমিয়ায় প্রভাব বিস্তার করতে উৎসাহী ছিল। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করলে তুরস্ক এই পদক্ষেপের বিরোধিতা করে। তারা ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি প্রদান থেকে বিরত থাকলেও বিভিন্ন তুর্কি কোম্পানি ক্রিমিয়ায় অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতে থাকে।
https://www.kommersant.ru/doc/3853435
২০১৫ সালের নভেম্বরে তুর্কিরা তুর্কি–সিরীয় সীমান্তে রুশ সামরিক বিমান ভূপাতিত করে। প্রতিক্রিয়ায় ক্রিমিয়ান সরকার তুরস্কের সঙ্গে অর্থনৈতিক সংযোগ ছিন্ন করে। ইউক্রেন তুরস্ক কর্তৃক রুশ বিমান ভূপাতিত করার সিদ্ধান্তকে জোরালোভাবে সমর্থন করে এবং রাশিয়ার বিরুদ্ধে তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করতে উদ্যোগী হয়। তুর্কিদের দৃষ্টিকোণ থেকে ইউক্রেনের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একদিকে তারা রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে পারবে, অন্যদিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের সম্পর্কোন্নয়ন ঘটাতে পারবে তুরস্ক কর্তৃক রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাপন্থী ইউক্রেনকে সমর্থন প্রদানকে পশ্চিমা বিশ্ব ইতিবাচক হিসেবে বিবেচনা করবে বিধায়।
মার্কিন ও ইউক্রেনীয় সৈন্যদের যৌথ মহড়া |
তুরস্ক ইউক্রেনকে তাদের ক্রমবর্ধমান সামরিক শিল্পখাতের বাজারে পরিণত করতে চায়। ২০১৯ সালের জানুয়ারিতে তুরস্ক ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী তুরস্ক ৬৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যে ইউক্রেনকে ৬টি 'বায়রাক্তার টিবি-২' ড্রোন, ৩টি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ও ২০০টি 'স্মার্ট অ্যামিউনিশন' সরবরাহ করবে। দুই মাসের মধ্যে তুরস্ক উক্ত সরঞ্জাম ইউক্রেনের কাছে সরবরাহ করে। ২০২১ সালের জুলাইয়ে তুরস্ক ইউক্রেনীয় নৌবাহিনীর নিকট ৬টি 'বায়রাক্তার টিবি-২' সরবরাহ করে এবং এর মধ্য দিয়ে মোট ১২টি তুরস্ক নির্মিত ড্রোন ইউক্রেনীয় নৌ ও বিমানবাহিনীর হস্তগত হয়। ২০২১ সালের সেপ্টেম্বরের শেষদিকে ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রি তারান এবং তুর্কি কোম্পানি 'বায়কার মাকিনা'র প্রধান নির্বাহী কর্মকর্তা হালুক বায়রাক্তার ইউক্রেনীয় ভূখণ্ডে যৌথ ড্রোন প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
২০২১ সালের এপ্রিলে কিয়েভে ইউক্রেনীয় উগ্র জাতীয়তাবাদীদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসীদের 'এসএস' বাহিনীতে অংশগ্রহণকারী ইউক্রেনীয়দের স্মরণে মিছিল |
২০২১ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোলুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণের সময় ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা জানান ইউক্রেন তুর্কি ড্রোন উৎপাদনের জন্য কারখানা স্থাপন করবে এবং যে ভূমিতে কারখানাটি স্থাপিত হবে সেটি ইতোমধ্যে বাছাই করা হয়েছে। বিগত বছরগুলোতে 'পিকেকে'র বিরুদ্ধে আক্রমণ পরিচালনার জন্য তুর্কিরা উক্ত ড্রোন ব্যবহার করে। ২০২০ সালের জানুয়ারি-আগস্টে 'গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যাকর্ডে'র (জিএনএ) সৈন্যরা উক্ত ড্রোন ব্যবহার করে 'লিবিয়ান ন্যাশনাল আর্মি'র সৈন্যদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি সাধন করতে এবং এলএনএর ত্রিপোলি অবরোধ ব্যর্থ করে দিয়ে তাদের পশ্চিম লিবিয়া থেকে পশ্চাৎপসরণে বাধ্য করতে সক্ষম হয়। ২০২০ সালের ফেব্রুয়ারি-মার্চে তুর্কিরা উক্ত ড্রোন ব্যবহার করে ইদলিবে সিরীয় সৈন্য ও ইরান সমর্থিত মিলিশিয়াদের এবং বিশেষত সিরীয় আর্মার্ড বহরের ক্ষয়ক্ষতি সাধন করে। ২০২০ সালের সেপ্টেম্বর-নভেম্বরে তুর্কি ও আজারবাইজানি সৈন্যরা উক্ত ড্রোন ব্যবহার করে আর্মেনিয়া ও আর্তসাখের সশস্ত্রবাহিনীর বিপুল ক্ষয়ক্ষতি সাধন করে এবং তাদের পরাজিত করে আর্তসাখ নিয়ন্ত্রিত ভূখণ্ডের সিংহভাগ অধিকার করে নেয়। লিবিয়ায় রাশিয়া এলএনএকে সমর্থন দিচ্ছে এবং রুশ মার্সেনারি সংগঠন 'ওয়াগনার গ্রুপ' এলএনএর পক্ষে যুদ্ধ করছে, অন্যদিকে তুরস্ক জিএনএর পক্ষে যুদ্ধ করছিল। সিরিয়ায় রুশ সৈন্যরা সরাসরি সিরীয় ও ইরানি সশস্ত্রবাহিনী এবং ইরান সমর্থিত মিলিশিয়াদের পক্ষে যুদ্ধ করছে, অন্যদিকে তুরস্ক 'সিরিয়ান ন্যাশনাল আর্মি'র (এসএনএ) পক্ষে যুদ্ধে লিপ্ত। আর্মেনিয়া রুশ নেতৃত্বাধীন সামরিক জোট 'সিএসটিও'র সদস্য, অন্যদিকে আজারবাইজান তুরস্কের সামরিক মিত্র। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রধান মিত্র রাষ্ট্র এবং ইউক্রেনের পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ নীতির ওপর যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রভাব রয়েছে।
https://www.mk.ru/politics/2021/10/28/voennyy-ekspert-nazval-celi-vozmozhnogo-nastupleniya-vsu-na-donbasse.html
এই পরিস্থিতিতে ইউক্রেন স্পষ্টতই যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ অনুমোদন ছাড়া দনবাসে ড্রোন স্ট্রাইক পরিচালনার সিদ্ধান্ত নেয়নি। ইউক্রেন আক্রমণ পরিচালনার ক্ষেত্রে 'বায়রাক্তার টিবি-২' ড্রোন ব্যবহার করে যা বিশ্বজুড়ে তুর্কি সামরিক শিল্পের প্রতীক হয়ে উঠেছে।
https://www.kp.ru/daily/28349/4495392/
https://www.kp.ru/daily/28349/4495610/
যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতা সত্ত্বেও রাশিয়া ও জার্মানির মধ্যে 'নর্ড স্ট্রিম ২' প্রাকৃতিক গ্যাস পাইপলাইন স্থাপিত হয়। এমতাবস্থায় দনবাসে গুরুতর সঙ্কট সৃষ্টি হলে জার্মানি ইউক্রেনকে সমর্থন করতে বাধ্য হবে এবং 'নর্ড স্ট্রিম ২' এর কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
https://www.atlanticcouncil.org/blogs/ukrainealert/strong-ukraine-turkey-partnership-holds-the-key-to-black-sea-security/
বর্তমান পরিস্থিতিতে ইউক্রেন নিজে থেকে দনবাসে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করতে আগ্রহী নয়। ২০০৮ সালে আমেরিকার প্ররোচনায় জর্জিয়া দক্ষিণ ওসেতিয়ায় পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করেছিল, কিন্তু রাশিয়া দক্ষিণ ওসেতিয়ার পক্ষে যুদ্ধে অবতীর্ণ হলে যুক্তরাষ্ট্র জর্জিয়াকে সরাসরি সহায়তা প্রদান থেকে বিরত থাকে এবং এর ফলে রুশ-জর্জীয় যুদ্ধে জর্জিয়া শোচনীয়ভাবে পরাজিত হয়।
https://www.mk.ru/politics/2021/10/27/situaciya-na-donbasse-rezko-obostrilas-chem-grozyat-udary-tureckikh-bespilotnikov.html
ইউক্রেন কর্তৃক দনবাসে ড্রোন স্ট্রাইক পরিচালনার সিদ্ধান্ত গ্রহণের পশ্চাতে তুরস্কের ভূমিকাও আছে।
https://www.kommersant.ru/doc/5051898
https://www.mk.ru/politics/2021/10/28/smertnyy-prigovor-voennyy-ekspert-nazval-posledstviya-obstrela-donbassa-bayraktarami.html
ইউক্রেনীয় সশস্ত্রবাহিনী কার্যকরভাবে কমব্যাট ড্রোনটি ব্যবহার করতে সক্ষম কিনা, সেটি পরীক্ষা করার প্রয়োজন ছিল। ২০২০ সালে আর্মেনীয়-আজারবাইজানি যুদ্ধে 'বায়রাক্তার টিবি-২' ড্রোনের বিস্তৃত সামরিক সাফল্য তুর্কি সমরশিল্পের জন্য 'বিজ্ঞাপন' হয়ে দাঁড়িয়েছে।
https://www.svoboda.org/amp/povysheniye-stavok-ukrainsky-bayraktar-nanosit-pervy-udar/31532393.html
এই যুদ্ধের পর তুর্কমেনিস্তান, পোল্যান্ড ও মরক্কো তুরস্কের কাছ থেকে 'বায়রাক্তার টিবি-২' ড্রোন ক্রয় করে, কিরগিজস্তান উক্ত ড্রোন ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয় এবং আলবেনিয়া, ইথিওপিয়া, ইরাক, ওমান, কাজাখস্তান, বুলগেরিয়া, লাতভিয়া, সার্বিয়া, সৌদি আরব, হাঙ্গেরি প্রভৃতি রাষ্ট্র উক্ত ড্রোন ক্রয়ের আগ্রহ প্রকাশ করে।
https://ru.krymr.com/amp/bairaktar-donbass-ataka-artilleriya/31534078.html
২০২০ সালের আর্মেনীয়-আজারবাইজানি যুদ্ধে ব্যবহৃত ড্রোনগুলো পরিচালনা করেছিল আজারবাইজানে মোতায়েনকৃত তুর্কি ড্রোন অপারেটররা এবং আজারবাইজানি সশস্ত্রবাহিনী তুরস্কের কাছ থেকে কেবল যে ড্রোন ক্রয় করেছে তা নয়, তুরস্কের সঙ্গে বহু সংখ্যক যৌথ মহড়ায় অংশগ্রহণের মধ্য দিয়ে তারা তুর্কিদের ড্রোনযুদ্ধ সংক্রান্ত রণনীতি আত্মস্থ করেছে।
https://www.mk.ru/politics/2021/10/27/vyyasnilos-pochemu-tureckiy-bespilotnik-ne-byl-sbit-pvo-donbassa.html
https://m.vz.ru/world/2021/10/29/1126737.html
ইউক্রেন উক্ত ড্রোন ব্যবহার করে দনেৎস্কের একটি আর্টিলারি ইউনিট ধ্বংস করতে সক্ষম হয়েছে।
https://m.dw.com/ru/razbor-poleta-bespilotnika-v-donbasse/a-59656234
এর ফলে অন্যান্য রাষ্ট্র তুরস্ক নির্মিত ড্রোন ক্রয় করতে আরো উৎসাহিত হবে। ভবিষ্যতে ইউক্রেনে তুরস্ক ও ইউক্রেন যৌথভাবে উক্ত ড্রোন উৎপাদন শুরু করলে বহির্বিশ্বে ড্রোন রপ্তানির মাধ্যমে তুরস্কের পাশাপাশি ইউক্রেন অর্থনৈতিকভাবে লাভবান হবে।
https://www.mk.ru/politics/2021/10/29/bagdasarov-predostereg-opolchencev-ot-povtoreniya-oshibok-armyan-v-karabakhe.html
বর্তমান পরিস্থিতিতে ইউক্রেন এখনই দনবাসের রুশ সমর্থিত প্রজাতন্ত্রগুলোর বিরুদ্ধে পূর্ণমাত্রায় যুদ্ধ আরম্ভ করতে আগ্রহী নয়। ইউক্রেনীয় সশস্ত্রবাহিনীর সৈন্যদের মনোবল তুলনামূলকভাবে কম, ইতিপূর্বে 'কনস্ক্রিপ্ট' সৈন্য ও নব্য নাৎসি স্বেচ্ছাসেবক সৈন্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং ইউক্রেনীয় তরুণদের সিংহভাগ সশস্ত্রবাহিনীতে যোগ দিতে ও বিশেষ করে পূর্ব ইউক্রেনে চলমান যুদ্ধে অংশ নিতে আগ্রহী নয়।
https://www.kp.ru/daily/28349/4495490/
কিন্তু ইউক্রেনের নানাবিধ অভ্যন্তরীণ সমস্যা থেকে জনসাধারণের দৃষ্টি সরিয়ে রাখার জন্য এবং রুশবিরোধিতার প্রেক্ষাপটে পশ্চিমা বিশ্বের কাছ থেকে নিয়মিত সহায়তা আদায়ের জন্য ইউক্রেনের এতদঞ্চলে যুদ্ধাবস্থা বজায় রাখা প্রয়োজন।
https://www.bbc.com/russian/news-59058932.amp
যুগোস্লাভিয়া, লিবিয়া ও সিরিয়ায় পশ্চিমা বিশ্ব যেরকম স্থল আক্রমণ না চালিয়ে কেবল এয়ারস্ট্রাইকের মাধ্যমে যুদ্ধ করেছে, ইউক্রেন দনবাসে সেরকম রণকৌশল অবলম্বন করার চেষ্টা করছে।
https://www.mk.ru/politics/2021/10/28/strelkov-dal-zhestkiy-prognoz-po-tureckim-bespilotnikam-bayraktar-v-donbasse.html
দনবাসের প্রজাতন্ত্র দু'টির ওপর নিয়মিতভাবে ড্রোন স্ট্রাইক পরিচালনার মাধ্যমে তারা প্রজাতন্ত্র দু'টিকে সার্বক্ষণিক চাপের মধ্যে রাখতে, ইউক্রেনীয় জনসাধারণকে ছোট ছোট কিন্তু বহুসংখ্যক বিজয়ের সংবাদ প্রদান করতে এবং নিজেদের সামরিক ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্য হারে হ্রাস করতে চেষ্টা করছে।
https://m.vz.ru/world/2021/10/27/1126344.html
https://www.kommersant.ru/doc/5052891
২০১৪ সালের এপ্রিলে দনেৎস্ক সৈন্যরা ইউক্রেনের দনেৎস্ক প্রদেশের স্লোভিয়ানস্ক শহর দখল করে নিলেও ইউক্রেনীয় সৈন্যরা শহরটিকে অবরোধ করে ফেলে। প্রায় দেড় মাসব্যাপী এই অবরোধ চলমান ছিল। প্রথমেই ইউক্রেনীয়রা শহরটির অধিবাসীদের জন্য অতি প্রয়োজনীয় সেবাসমূহ বন্ধ করে দেয়।
https://www.kommersant.ru/doc/5060197
এর ফলে অধিবাসীদের ৮৫% শহরটি ত্যাগ করতে বাধ্য হয়। ২০১৪ সালের জুলাইয়ে ইউক্রেনীয় সৈন্যরা শহরটি পুনর্দখল করে।
https://ria.ru/20211028/siriya-1756682432.html
দনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রদ্বয়ের ক্ষেত্রে ইউক্রেন অনুরূপ পদক্ষেপ গ্রহণ করছে। ক্রমাগত ড্রোন স্ট্রাইক চালিয়ে ইউক্রেনীয়রা প্রজাতন্ত্র দু'টির বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ পরিচালনা করছে যাতে এতদঞ্চলের অধিবাসীদের সিংহভাগ নিজেদের বাসস্থান ছেড়ে রাশিয়ায় চলে যেতে বাধ্য হয়।
https://www.kommersant.ru/doc/5052162
অধিকাংশ অধিবাসী এই অঞ্চল ত্যাগ করলে সেটিকে তারা লাভজনক হিসেবে বিবেচনা করবে, কারণ অঞ্চলটি রুশপন্থী ইউক্রেনীয়দের একটি শক্ত ঘাঁটি। ইউক্রেনের কার্যক্রমের মূল উদ্দেশ্য ইউক্রেনীয়দের মধ্যে যুদ্ধ সম্পর্কে উৎসাহ সৃষ্টি। কারাবাখ যুদ্ধে তুর্কি ড্রোন বিশেষ সাফল্য অর্জন করেছে এবং এগুলোর সম্ভাবনাকে প্রদর্শন করার উদ্দেশ্যে ইউক্রেন উক্ত ড্রোন ব্যবহার করেছে। আজারবাইজানের বিজয় ইউক্রেনীয়দের অনুপ্রাণিত করেছে এবং এটিকে তারা দনেৎস্ক ও লুহানস্ক পুনর্দখলের জন্য উদাহরণ হিসেবে বিবেচনা করছে।
আমেরিকার 'জ্যাভেলিন' ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপনাস্ত্র |
ইউক্রেনের বিরোধী দল 'অপোজিশন প্ল্যাটফর্ম ফর লাইফে'র নেতা ভিক্তর মেদভেদচুক রুশ-ইউক্রেনীয় সম্পর্ক স্বাভাবিকীকরণের পক্ষপাতী এবং এজন্য ইউক্রেনীয় সরকার তাকে 'রাষ্ট্রদ্রোহী' আখ্যা দিয়ে গৃহবন্দি করে রেখেছে।
https://www.mk.ru/politics/2021/10/28/voennyy-ekspert-nazval-celi-vozmozhnogo-nastupleniya-vsu-na-donbasse.html
প্রেসিডেন্ট জেলেনস্কি 'মিনস্ক প্রোটোকল' ও 'মিনস্ক ২' চুক্তির শর্তাবলি মেনে চলতে অস্বীকৃতি জানিয়েছেন, বিভিন্ন সময়ে রাশিয়ার বিরুদ্ধে অত্যন্ত কঠোর বক্তব্য প্রদান করেছেন, ইউক্রেনের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন রুশবিরোধী পদক্ষেপ গ্রহণ করেছেন এবং মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট 'ন্যাটো'তে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করার জন্য জোর প্রচেষ্টা চালিয়েছেন।
https://www.kp.ru/daily/28349/4495392/
'কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশিওলজি' কর্তৃক পরিচালিত জরিপ অনুযায়ী, মাত্র ২৪.৭% ইউক্রেনীয় নাগরিক পরবর্তী নির্বাচনে জেলেনস্কিকে ভোট দিতে ইচ্ছুক।
https://www.kp.ru/daily/28349/4495610/
জেলেনস্কি দনবাস সংঘাত নিরসনে ব্যর্থ হয়েছেন, ইউক্রেনের অর্থনৈতিক অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, কোভিড-১৯ মহামারী মোকাবিলার ক্ষেত্রে ইউক্রেনীয় সরকার বিশেষ সাফল্যের পরিচয় দিতে পারেনি এবং সম্প্রতি ইউক্রেন গুরুতর জ্বালানি সঙ্কটের সম্মুখীন হয়েছে।
https://www.atlanticcouncil.org/blogs/ukrainealert/strong-ukraine-turkey-partnership-holds-the-key-to-black-sea-security/
এগুলো জেলেনস্কির জনপ্রিয়তা হ্রাসের মূল কারণ। এমতাবস্থায় তিনি দনবাসে রুশ সমর্থিত প্রজাতন্ত্রগুলোর বিরুদ্ধে কিছু ছোটখাটো সামরিক সাফল্য অর্জন করার মাধ্যমে তার জনপ্রিয়তা বৃদ্ধির চেষ্টা করছেন।
https://www.mk.ru/politics/2021/10/27/situaciya-na-donbasse-rezko-obostrilas-chem-grozyat-udary-tureckikh-bespilotnikov.html
ইউক্রেনীয় সশস্ত্রবাহিনী কর্তৃক একই দিনে দনেৎস্কের ওপর ড্রোন স্ট্রাইক পরিচালনা এবং দনেৎস্কের সীমান্তবর্তী স্তারোমারিয়েভকা গ্রামে আক্রমণ চালানো কাকতালীয় ঘটনা নয়।
https://www.kommersant.ru/doc/5051898
ইউক্রেনীয় জনসাধারণের মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখতে সরকার দনবাসে ড্রোন আক্রমণ চালিয়েছে।
https://www.mk.ru/politics/2021/10/28/smertnyy-prigovor-voennyy-ekspert-nazval-posledstviya-obstrela-donbassa-bayraktarami.html
মার্কিন যুক্তরাষ্ট্র দনবাসে চলমান যুদ্ধে রাশিয়াকে সরাসরি লিপ্ত হতে বাধ্য করার জন্য এই ধরনের পদক্ষেপ নিতে ইউক্রেনকে উৎসাহ দিয়েছে।
https://www.svoboda.org/amp/povysheniye-stavok-ukrainsky-bayraktar-nanosit-pervy-udar/31532393.html
ইউক্রেন দনবাসের রুশ সমর্থিত প্রজাতন্ত্রগুলোর ওপর ব্যাপক হারে ড্রোন আক্রমণ চালাতে শুরু করলে প্রজাতন্ত্রগুলোকে রক্ষা করার জন্য রাশিয়াকে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
https://ru.krymr.com/amp/bairaktar-donbass-ataka-artilleriya/31534078.html
দনবাসে চলমান যুদ্ধে রাশিয়া বেশি সক্রিয়ভাবে জড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব তাদের উপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সুযোগ পাবে, যা 'নর্ড স্ট্রিম ২' প্রকল্পকে বাধাগ্রস্ত করবে।
https://www.mk.ru/politics/2021/10/27/vyyasnilos-pochemu-tureckiy-bespilotnik-ne-byl-sbit-pvo-donbassa.html
ইউরোপীয় রাষ্ট্রগুলোর সিংহভাগ নিজেদের প্রাকৃতিক গ্যাসের চাহিদা পূরণের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল।
https://m.vz.ru/world/2021/10/29/1126737.html
ইউরোপীয় রাষ্ট্রগুলোর কাছে রপ্তানিকৃত রুশ গ্যাসের বৃহদাংশ পাইপলাইনের মাধ্যমে উক্ত রাষ্ট্রগুলোকে সরবরাহ করা হতো এবং এই পাইপলাইনগুলো ইউক্রেনের মধ্য দিয়ে গেছে।
https://m.dw.com/ru/razbor-poleta-bespilotnika-v-donbasse/a-59656234
এজন্য রাশিয়া ইউক্রেনকে বিপুল পরিমাণ 'ট্রানজিট ফি' প্রদান করতো এবং ইউক্রেনের কাছে বাজারমূল্যের চেয়ে অনেক কম মূল্যে গ্যাস বিক্রি করতো।
https://www.mk.ru/politics/2021/10/29/bagdasarov-predostereg-opolchencev-ot-povtoreniya-oshibok-armyan-v-karabakhe.html
কিন্তু ২০১৪ সালে ইউক্রেনে অতি পশ্চিমাপন্থী ও রুশবিরোধী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর রাশিয়া ইউক্রেনের ওপর থেকে নির্ভরশীলতা হ্রাস করার জন্য বিকল্প খুঁজতে শুরু করে।
https://www.kp.ru/daily/28349/4495490/
এই বিকল্প হচ্ছে 'নর্ড স্ট্রিম ২' পাইপলাইন, যেটি রাশিয়া থেকে বাল্টিক সাগর হয়ে জার্মানি পর্যন্ত বিস্তৃত।
https://www.bbc.com/russian/news-59058932.amp
২০২১ সালে উক্ত পাইপলাইনটির নির্মাণকাজ সমাপ্ত হয় এবং এটির মাধ্যমে গ্যাস রপ্তানি শুরু হলে রাশিয়া আর ইউরোপীয় রাষ্ট্রগুলোর কাছে গ্যাস রপ্তানির জন্য ইউক্রেনের মধ্য দিয়ে যাওয়া পাইপলাইনগুলোর ওপর নির্ভরশীল থাকবে না।
https://www.mk.ru/politics/2021/10/28/strelkov-dal-zhestkiy-prognoz-po-tureckim-bespilotnikam-bayraktar-v-donbasse.html
কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউক্রেন এই পাইপলাইন প্রকল্পের তীব্র বিরোধী, কারণ যুক্তরাষ্ট্র ইউরোপীয় রাষ্ট্রগুলোর কাছে তাদের নিজস্ব 'তরলীকৃত প্রাকৃতিক গ্যাস' (এলএনজি) বিক্রি করতে ইচ্ছুক এবং এই পাইপলাইন নির্মাণের ফলে ইউক্রেন বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি সস্তায় রুশ গ্যাস ক্রয়ের সুযোগ হারাবে ও রাশিয়ার ওপর চাপ প্রয়োগের গুরুত্বপূর্ণ হাতিয়ার হারিয়ে ফেলবে।
https://m.vz.ru/world/2021/10/27/1126344.html
যুক্তরাষ্ট্র 'নর্ড স্ট্রিম ২' পাইপলাইন প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল এবং উক্ত পাইপলাইন নির্মাণ বন্ধ করতে জার্মানির ওপর চাপ দিচ্ছিলো।
https://www.kommersant.ru/doc/5052891
কিন্তু জার্মানি নিজেদের জ্বালানি নিরাপত্তার জন্য এই পাইপলাইনকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে মার্কিনিদের চাপ অগ্রাহ্য করে।
https://www.kommersant.ru/doc/5060197
জার্মানির সঙ্গে মিত্রতা বজায় রাখার স্বার্থে যুক্তরাষ্ট্র ২০২১ সালের মে মাসে উক্ত পাইপলাইন প্রকল্পের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। এমতাবস্থায় দনবাসে বিদ্যমান পরিস্থিতির অবনতি ঘটলে এবং দনবাসে অবস্থিত রুশ সমর্থিত প্রজাতন্ত্রগুলোর রক্ষার জন্য রাশিয়া এই যুদ্ধে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করতে বাধ্য হলে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর (বিশেষ করে 'নর্ড স্ট্রিম ২' পাইপলাইনের ওপর) নিষেধাজ্ঞা আরোপ করার অজুহাত পাবে। এরকম পরিস্থিতিতে জার্মানি রাশিয়ার পক্ষ নিতে পারবে না, কারণ সেটা করলে তাদের ইউক্রেনের বিরুদ্ধে 'আগ্রাসন' পরিচালনায় রাশিয়াকে সহায়তা করার দায়ে অভিযুক্ত করা হবে।
https://ria.ru/20211028/siriya-1756682432.html
ইউক্রেন কর্তৃক দনবাসে ড্রোন স্ট্রাইক পরিচালনার পর জার্মানি ও ফ্রান্স ইউক্রেনের এই পদক্ষেপের বিরোধিতা করে ইউক্রেনকে সতর্ক করলেও যুক্তরাষ্ট্র এই ধরনের কোনো বক্তব্য প্রদান করেনি। উল্টো এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের রাশিয়া, ইউক্রেন ও ইউরেশিয়া বিষয়ক উপ সহকারী প্রতিরক্ষামন্ত্রী লরা কুপার ইউক্রেনের নিকট 'প্রতিরক্ষামূলক মারণাস্ত্র' সরবরাহের ওপর যুক্তরাষ্ট্রের মিত্ররা যে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, সেটি তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। দনবাসে পরিচালিত ইউক্রেনীয় ড্রোন স্ট্রাইকের পর রুশ সরকার জানায় যে, তারা ১ নভেম্বর থেকে ইউক্রেনের কাছে কয়লা রপ্তানি করা বন্ধ রাখবে। ইউক্রেনের মজুদকৃত কয়লার পরিমাণ খুবই অল্প এবং তা দিয়ে কয়েক সপ্তাহের বেশি চলবে না। তারা যদি অন্য কোনো দেশ থেকে কয়লা কিনতে চায়, তাদের উচ্চ মূল্য দিয়ে কিনতে হবে, কারণ বর্তমানে বিশ্ব বাজারে কয়লার মূল্য ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রাশিয়া চীনের কাছে বিপুল পরিমাণ কয়লা বিক্রি করছে এবং চীন রাশিয়ার কাছ থেকে আরো কয়লা কিনতে চাচ্ছে।
https://www.kommersant.ru/doc/5052162
সাময়িকভাবে ইউক্রেনীয় বাজার হারালেও রুশ কয়লাশিল্প ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে না।
২০২০ সালে সিরিয়ার ইদলিবে, লিবিয়ার পশ্চিমাঞ্চলে ও আজারবাইজানের নাগর্নো-কারাবাখে 'বায়রাক্তার টিবি-২' কমব্যাট ড্রোন সামরিক সাফল্য অর্জন করেছে ঠিকই, কিন্তু এগুলো অপরাজেয় নয়।
https://www.mk.ru/politics/2021/10/28/voennyy-ekspert-nazval-celi-vozmozhnogo-nastupleniya-vsu-na-donbasse.html
https://www.mk.ru/politics/2021/10/27/situaciya-na-donbasse-rezko-obostrilas-chem-grozyat-udary-tureckikh-bespilotnikov.html
https://www.kommersant.ru/doc/5051898
https://m.dw.com/ru/razbor-poleta-bespilotnika-v-donbasse/a-59656234
https://www.mk.ru/politics/2021/10/29/bagdasarov-predostereg-opolchencev-ot-povtoreniya-oshibok-armyan-v-karabakhe.html
প্রাথমিকভাবে ইদলিবে তুর্কি ড্রোন আক্রমণে সিরীয়রা বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম হারায়, কিন্তু এরপর রুশ নির্মিত এয়ার ডিফেন্স ও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সাহায্যে তারা অন্তত ১২টি তুর্কি কমব্যাট ড্রোন ধ্বংস করতে সক্ষম হয় এবং তুরস্ক ও তাদের নিয়ন্ত্রিত জঙ্গিরা 'অপারেশন স্প্রিং শিল্ডে'র প্রাথমিক পর্যায়ে যে ভূখণ্ড দখল করেছিল, অপারেশনের শেষ পর্যায়ে তারা সেগুলো থেকে পশ্চাৎপসরণ করতে বাধ্য হয়।
https://www.kp.ru/daily/28349/4495490/
https://www.bbc.com/russian/news-59058932.amp
https://www.mk.ru/politics/2021/10/28/strelkov-dal-zhestkiy-prognoz-po-tureckim-bespilotnikam-bayraktar-v-donbasse.html
https://m.vz.ru/world/2021/10/27/1126344.html
অনুরূপভাবে, প্রাথমিকভাবে লিবিয়ায় তুর্কি ড্রোন আক্রমণে 'লিবিয়ান ন্যাশনাল আর্মি'র (এলএনএ) প্রচুর ক্ষয়ক্ষতি হয়, কিন্তু একই সময়ে তারা রুশ নির্মিত এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে অন্তত ১৬টি তুর্কি কমব্যাট ড্রোন ধ্বংস করতে সক্ষম হয় এবং পশ্চিম লিবিয়ায় তুরস্ক সমর্থিত 'গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যাকর্ডে'র আক্রমণাভিযান সফল হলেও মধ্য লিবিয়ায় তাদের আক্রমণাভিযান ব্যর্থ হয়।
https://www.kommersant.ru/doc/5052891
https://www.kommersant.ru/doc/5060197
https://www.kommersant.ru/doc/5052162
২০২০ সালের আর্মেনীয়-আজারবাইজানি যুদ্ধে 'বায়রাক্তার টিবি-২' কমব্যাট ড্রোন বিশেষ সাফল্য অর্জন করে। কিন্তু এসময় আর্মেনীয়রা রুশ নির্মিত এয়ার ডিফেন্স ও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সাহায্যে অন্তত ১৫টি তুরস্ক নির্মিত কমব্যাট ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়।
https://www.atlanticcouncil.org/blogs/ukrainealert/strong-ukraine-turkey-partnership-holds-the-key-to-black-sea-security/
https://www.mk.ru/politics/2021/10/28/strelkov-dal-zhestkiy-prognoz-po-tureckim-bespilotnikam-bayraktar-v-donbasse.html
যুদ্ধে আজারবাইজান বিজয়ী হলেও আর্তসাখকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয় এবং যুদ্ধের শেষে আজারবাইজান আর্তসাখে রুশ সৈন্য মোতায়েনের অনুমতি দেয়।
https://www.rt.com/russia/539181-russia-expands-arsenal-drones/
https://www.rt.com/russia/529734-deadly-attack-drone-variant/
২০২১ সালের ১০ এপ্রিল ইউক্রেনীয় রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির তুরস্ক সফরের সময় জেলেনস্কি ও তুর্কি রাষ্ট্রপতি রেজেপ তাইয়্যিপ এরদোয়ানের মধ্যে ইউক্রেনের নিকট তুর্কি সমরাস্ত্র বিক্রি সংক্রান্ত আলোচনা হয় এবং এরদোয়ান মন্তব্য করেন যে, তুরস্ক কখনো রাশিয়া কর্তৃক ক্রিমিয়া দখলকে স্বীকৃতি প্রদান করবে না।
https://www.rt.com/russia/521246-drones-vital-military-operations/
https://www.rt.com/russia/521246-drones-vital-military-operations/
১২ এপ্রিল রাশিয়া তুরস্ক ও তাঞ্জানিয়ার সঙ্গে বিমান যোগাযোগ প্রায় বন্ধ করে দেয়। এর ফলে ২০২১ সালের আগস্ট পর্যন্ত তুর্কি অর্থনীতি অন্তত ২ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।
https://www.rt.com/russia/539250-yarosh-announced-new-job/
https://www.ukrinform.net/rubric-defense/3344201-verkhovna-rada-dismisses-defense-minister-andriy-taran.html
সম্প্রতি উত্তর সিরিয়ায় মোতায়েনকৃত তুর্কি সৈন্যদের ওপর 'ওয়াইপিজি' কর্তৃক পরিচালিত আক্রমণের মাত্রা বৃদ্ধি পেয়েছে এবং এর প্রত্যুত্তরে ও তুরস্কের বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যা থেকে তুর্কি জনসাধারণের মনোযোগ দূরে সরিয়ে রাখতে তুরস্ক উত্তর সিরিয়ায় নতুন করে সামরিক অভিযান পরিচালনা করতে আগ্রহী।
https://ria.ru/20211031/bespilotnik-1757086764.html
তুরস্ক সিরিয়ার ইদলিব প্রদেশের উত্তর-পশ্চিমে তুরস্ক নিয়ন্ত্রিত জঙ্গিদের সমর্থনে এবং উত্তর-পূর্ব সিরিয়ায় আমেরিকা সমর্থিত 'ওয়াইপিজি'র বিরুদ্ধে দু'টি সামরিক অভিযান পরিচালনা করতে ইচ্ছুক। কিন্তু এই অভিযান পরিচালনার জন্য তুর্কি সরকারের যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অনুমোদন প্রয়োজন, কারণ তাদের অনুমোদন ছাড়া উক্ত অঞ্চলগুলোতে সামরিক কার্যক্রম পরিচালনা করতে গেলে তুর্কি সৈন্যদের সেখানে মোতায়েনকৃত রুশ ও মার্কিন সৈন্যদের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
https://ria.ru/20211028/siriya-1756682432.html
দনবাসে বিদ্যমান সংঘাত উস্কে দেয়ার মাধ্যমে এবং এই দ্বন্দ্বে ইউক্রেনকে সমর্থন প্রদানের মাধ্যমে তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের রাশিয়ার বিরুদ্ধে মার্কিন মিত্র ইউক্রেনের 'সহযোগী' হিসেবে উপস্থাপন করবে এবং বিনিময়ে উত্তর-পূর্ব সিরিয়ায় অভিযান পরিচালনার জন্য মার্কিন অনুমোদন আদায়ের চেষ্টা করবে। অনুরূপভাবে, তুরস্ক দনবাসের সংঘাত উস্কে দিয়ে রাশিয়াকে সেখানে ব্যতিব্যস্ত রাখার প্রচেষ্টা চালাচ্ছে এবং দনবাসে রাশিয়াকে ছাড় প্রদানের বিনিময়ে ইদলিব ও উত্তর-পূর্ব সিরিয়ায় রাশিয়ার কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা করবে। সিরিয়ায় মোতায়েনকৃত রুশ সৈন্যদের নৌপথে সামরিক সরঞ্জাম ও রসদপত্র সরবরাহ করার জন্য রুশদের কৃষ্ণসাগর থেকে ভূমধ্যসাগরে প্রবেশ করতে হয়। কৃষ্ণসাগর থেকে ভূমধ্যসাগরে প্রবেশের জন্য রুশ জাহাজগুলোকে বসফরাস ও দার্দানেলিস প্রণালী অতিক্রম করতে হয়, আর উক্ত প্রণালীদ্বয় তুরস্কের নিয়ন্ত্রণাধীন। সিরিয়ায় রুশ সামরিক অভিযান পরিচালনার জন্য রাশিয়া পরোক্ষভাবে তুর্কি সদিচ্ছার ওপর নির্ভরশীল। ১৯৩৬ সালে সম্পাদিত 'মনথ্রো কনভেনশন' অনুযায়ী, তুরস্কের সঙ্গে কোনো রাষ্ট্রের যুদ্ধাবস্থা দেখা দিলে তুরস্ক উক্ত রাষ্ট্রের জাহাজের জন্য প্রণালীদ্বয় বন্ধ করে দিতে পারে। অন্যদিকে, তুরস্ক ও সিরিয়ার মধ্যে সরাসরি স্থল সীমান্ত রয়েছে, ফলে সিরিয়ায় মোতায়েনকৃত তুর্কি সৈন্যদের সামরিক সরঞ্জাম ও রসদপত্র সরবরাহ করা সহজ। এই পরিস্থিতিতে যদি রাশিয়া ও তুরস্কের মধ্যকার সম্পর্কে অবনতি দেখা দেয় এবং তুরস্ক রুশ নৌযানের জন্য বসফরাস ও দার্দানেলিস প্রণালীদ্বয় বন্ধ করে দেয়, সেক্ষেত্রে সিরিয়ায় রুশ সামরিক অভিযানে ব্যাঘাত ঘটবে। ২০২০ সালে ইদলিব ও পশ্চিম লিবিয়ায় 'বায়রাক্তার টিবি-২' কমব্যাট ড্রোন এবং আর্তসাখে 'বায়রাক্তার টিবি-২' কমব্যাট ড্রোন ও ইসরায়েল নির্মিত 'আইএআই হারোপ' আত্মঘাতী ড্রোন বিভিন্ন রুশ প্রক্সির বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বেশ কয়েক বছর ধরে সিরিয়ায় মোতায়েনকৃত রুশ সৈন্যদের বিরুদ্ধে পশ্চিমা সমর্থিত ও তুরস্ক সমর্থিত জঙ্গিরা এবং ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে 'আনসার আল্লাহ' মজঙ্গিরা ড্রোন আক্রমণ চালিয়ে আসছে। কমব্যাট ও আত্মঘাতী ড্রোন তৈরির ক্ষেত্রে রাশিয়া তুরস্ক ও ইসরায়েলের চেয়ে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। এই প্রেক্ষাপটে রাশিয়া কমব্যাট ও আত্মঘাতী ড্রোন তৈরির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে রুশ অস্ত্র নির্মাতা কোম্পানি 'ওকেবি সোকোল' রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে 'সোকোল আলতিউস' কমব্যাট ড্রোন সরবরাহ করার জন্য চুক্তিবদ্ধ হয়। ২০২১ সালের এপ্রিলে রুশ অস্ত্র নির্মাতা কোম্পানি 'গ্রুপ্পা ক্রনশতাদৎ' দুবনা শহরে ৪ বিলিয়ন রুবল ব্যয়ে একটি ড্রোন নির্মাণ কারখানা স্থাপন করে। ২০২১ সালের জুলাইয়ে রাশিয়ায় অনুষ্ঠিত 'মাক্স-২০২১' সামরিক আকাশযান প্রদর্শনীতে 'ক্রনশতাদৎ ওরিয়ন-ই' কমব্যাট ড্রোন প্রদর্শন করে এবং সেপ্টেম্বরে রাশিয়া ও বেলারুশে অনুষ্ঠিত 'জাপাদ-২০২১' রুশ-বেলারুশীয় যৌথ মহড়ায় উক্ত ড্রোনটিকে সাফল্যজনকভাবে ব্যবহার করা হয়। এর পাশাপাশি 'সুখোই এস-৭০ ওখোৎনিক-বি'সহ আরো কয়েক ধরনের কমব্যাট ড্রোন নিয়ে রুশ কোম্পানিগুলো কাজ করছে। পশ্চিমা ও তুরস্ক সমর্থিত জঙ্গি গ্রুপগুলো সিরিয়ায় অবস্থিত রাশিয়ার হিমেইমিম বিমানঘাঁটির ওপর বহু সংখ্যক ড্রোন আক্রমণ পরিচালনা করলেও রুশ সৈন্যরা প্রতিটি ড্রোন আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে। তুর্কি সরকার রুশ-ইউক্রেনীয় দ্বন্দ্ব থেকে নিজেদের নিরাপদ দূরত্বে রাখতে চাইলেও তুর্কি জাতীয়তাবাদীরা ইউক্রেন কর্তৃক তুরস্ক নির্মিত ড্রোনের সাহায্যে দনেৎস্কের ওপর পরিচালিত আক্রমণকে রাশিয়ার দোরগোড়ায় তুর্কি সামরিক হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করছে এবং এটিকে রাশিয়া কর্তৃক তুরস্কের দোরগোড়ায় (সিরিয়ায়) সামরিক হস্তক্ষেপের 'প্রতিশোধ' হিসেবে বিবেচনা করছে। উক্ত ড্রোন আক্রমণের পর ইউক্রেনীয় উগ্র ডানপন্থী, উগ্র জাতীয়তাবাদী ও নব্য ফ্যাসিবাদী রাজনৈতিক দল ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট 'রাইট সেক্টর' এর প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি (এবং প্রাক্তন আইনপ্রণেতা) দিমিত্রো ইয়ারোশ ইউক্রেনীয় সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল ভালেরি জালুঝনির উপদেষ্টা নিযুক্ত হয়েছেন। ইয়ারোশ তীব্র রুশবিরোধী এবং দনেৎস্ক ও লুহানস্কের বিরুদ্ধে চলমান যুদ্ধের মাত্রা তীব্র করতে আগ্রহী।
https://www.mk.ru/politics/2021/10/28/voennyy-ekspert-nazval-celi-vozmozhnogo-nastupleniya-vsu-na-donbasse.html
https://www.mk.ru/politics/2021/10/27/situaciya-na-donbasse-rezko-obostrilas-chem-grozyat-udary-tureckikh-bespilotnikov.html
https://www.kommersant.ru/doc/5051898
https://m.dw.com/ru/razbor-poleta-bespilotnika-v-donbasse/a-59656234
https://www.mk.ru/politics/2021/10/29/bagdasarov-predostereg-opolchencev-ot-povtoreniya-oshibok-armyan-v-karabakhe.html
প্রাথমিকভাবে ইদলিবে তুর্কি ড্রোন আক্রমণে সিরীয়রা বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম হারায়, কিন্তু এরপর রুশ নির্মিত এয়ার ডিফেন্স ও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সাহায্যে তারা অন্তত ১২টি তুর্কি কমব্যাট ড্রোন ধ্বংস করতে সক্ষম হয় এবং তুরস্ক ও তাদের নিয়ন্ত্রিত জঙ্গিরা 'অপারেশন স্প্রিং শিল্ডে'র প্রাথমিক পর্যায়ে যে ভূখণ্ড দখল করেছিল, অপারেশনের শেষ পর্যায়ে তারা সেগুলো থেকে পশ্চাৎপসরণ করতে বাধ্য হয়।
https://www.kp.ru/daily/28349/4495490/
https://www.bbc.com/russian/news-59058932.amp
https://www.mk.ru/politics/2021/10/28/strelkov-dal-zhestkiy-prognoz-po-tureckim-bespilotnikam-bayraktar-v-donbasse.html
https://m.vz.ru/world/2021/10/27/1126344.html
অনুরূপভাবে, প্রাথমিকভাবে লিবিয়ায় তুর্কি ড্রোন আক্রমণে 'লিবিয়ান ন্যাশনাল আর্মি'র (এলএনএ) প্রচুর ক্ষয়ক্ষতি হয়, কিন্তু একই সময়ে তারা রুশ নির্মিত এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে অন্তত ১৬টি তুর্কি কমব্যাট ড্রোন ধ্বংস করতে সক্ষম হয় এবং পশ্চিম লিবিয়ায় তুরস্ক সমর্থিত 'গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যাকর্ডে'র আক্রমণাভিযান সফল হলেও মধ্য লিবিয়ায় তাদের আক্রমণাভিযান ব্যর্থ হয়।
https://www.kommersant.ru/doc/5052891
https://www.kommersant.ru/doc/5060197
https://www.kommersant.ru/doc/5052162
২০২০ সালের আর্মেনীয়-আজারবাইজানি যুদ্ধে 'বায়রাক্তার টিবি-২' কমব্যাট ড্রোন বিশেষ সাফল্য অর্জন করে। কিন্তু এসময় আর্মেনীয়রা রুশ নির্মিত এয়ার ডিফেন্স ও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সাহায্যে অন্তত ১৫টি তুরস্ক নির্মিত কমব্যাট ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়।
https://www.atlanticcouncil.org/blogs/ukrainealert/strong-ukraine-turkey-partnership-holds-the-key-to-black-sea-security/
https://www.mk.ru/politics/2021/10/28/strelkov-dal-zhestkiy-prognoz-po-tureckim-bespilotnikam-bayraktar-v-donbasse.html
যুদ্ধে আজারবাইজান বিজয়ী হলেও আর্তসাখকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয় এবং যুদ্ধের শেষে আজারবাইজান আর্তসাখে রুশ সৈন্য মোতায়েনের অনুমতি দেয়।
https://www.rt.com/russia/539181-russia-expands-arsenal-drones/
https://www.rt.com/russia/529734-deadly-attack-drone-variant/
২০২১ সালের ১০ এপ্রিল ইউক্রেনীয় রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির তুরস্ক সফরের সময় জেলেনস্কি ও তুর্কি রাষ্ট্রপতি রেজেপ তাইয়্যিপ এরদোয়ানের মধ্যে ইউক্রেনের নিকট তুর্কি সমরাস্ত্র বিক্রি সংক্রান্ত আলোচনা হয় এবং এরদোয়ান মন্তব্য করেন যে, তুরস্ক কখনো রাশিয়া কর্তৃক ক্রিমিয়া দখলকে স্বীকৃতি প্রদান করবে না।
https://www.rt.com/russia/521246-drones-vital-military-operations/
https://www.rt.com/russia/521246-drones-vital-military-operations/
১২ এপ্রিল রাশিয়া তুরস্ক ও তাঞ্জানিয়ার সঙ্গে বিমান যোগাযোগ প্রায় বন্ধ করে দেয়। এর ফলে ২০২১ সালের আগস্ট পর্যন্ত তুর্কি অর্থনীতি অন্তত ২ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।
https://www.rt.com/russia/539250-yarosh-announced-new-job/
https://www.ukrinform.net/rubric-defense/3344201-verkhovna-rada-dismisses-defense-minister-andriy-taran.html
সম্প্রতি উত্তর সিরিয়ায় মোতায়েনকৃত তুর্কি সৈন্যদের ওপর 'ওয়াইপিজি' কর্তৃক পরিচালিত আক্রমণের মাত্রা বৃদ্ধি পেয়েছে এবং এর প্রত্যুত্তরে ও তুরস্কের বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যা থেকে তুর্কি জনসাধারণের মনোযোগ দূরে সরিয়ে রাখতে তুরস্ক উত্তর সিরিয়ায় নতুন করে সামরিক অভিযান পরিচালনা করতে আগ্রহী।
https://ria.ru/20211031/bespilotnik-1757086764.html
তুরস্ক সিরিয়ার ইদলিব প্রদেশের উত্তর-পশ্চিমে তুরস্ক নিয়ন্ত্রিত জঙ্গিদের সমর্থনে এবং উত্তর-পূর্ব সিরিয়ায় আমেরিকা সমর্থিত 'ওয়াইপিজি'র বিরুদ্ধে দু'টি সামরিক অভিযান পরিচালনা করতে ইচ্ছুক। কিন্তু এই অভিযান পরিচালনার জন্য তুর্কি সরকারের যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অনুমোদন প্রয়োজন, কারণ তাদের অনুমোদন ছাড়া উক্ত অঞ্চলগুলোতে সামরিক কার্যক্রম পরিচালনা করতে গেলে তুর্কি সৈন্যদের সেখানে মোতায়েনকৃত রুশ ও মার্কিন সৈন্যদের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
https://ria.ru/20211028/siriya-1756682432.html
দনবাসে বিদ্যমান সংঘাত উস্কে দেয়ার মাধ্যমে এবং এই দ্বন্দ্বে ইউক্রেনকে সমর্থন প্রদানের মাধ্যমে তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের রাশিয়ার বিরুদ্ধে মার্কিন মিত্র ইউক্রেনের 'সহযোগী' হিসেবে উপস্থাপন করবে এবং বিনিময়ে উত্তর-পূর্ব সিরিয়ায় অভিযান পরিচালনার জন্য মার্কিন অনুমোদন আদায়ের চেষ্টা করবে। অনুরূপভাবে, তুরস্ক দনবাসের সংঘাত উস্কে দিয়ে রাশিয়াকে সেখানে ব্যতিব্যস্ত রাখার প্রচেষ্টা চালাচ্ছে এবং দনবাসে রাশিয়াকে ছাড় প্রদানের বিনিময়ে ইদলিব ও উত্তর-পূর্ব সিরিয়ায় রাশিয়ার কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা করবে। সিরিয়ায় মোতায়েনকৃত রুশ সৈন্যদের নৌপথে সামরিক সরঞ্জাম ও রসদপত্র সরবরাহ করার জন্য রুশদের কৃষ্ণসাগর থেকে ভূমধ্যসাগরে প্রবেশ করতে হয়। কৃষ্ণসাগর থেকে ভূমধ্যসাগরে প্রবেশের জন্য রুশ জাহাজগুলোকে বসফরাস ও দার্দানেলিস প্রণালী অতিক্রম করতে হয়, আর উক্ত প্রণালীদ্বয় তুরস্কের নিয়ন্ত্রণাধীন। সিরিয়ায় রুশ সামরিক অভিযান পরিচালনার জন্য রাশিয়া পরোক্ষভাবে তুর্কি সদিচ্ছার ওপর নির্ভরশীল। ১৯৩৬ সালে সম্পাদিত 'মনথ্রো কনভেনশন' অনুযায়ী, তুরস্কের সঙ্গে কোনো রাষ্ট্রের যুদ্ধাবস্থা দেখা দিলে তুরস্ক উক্ত রাষ্ট্রের জাহাজের জন্য প্রণালীদ্বয় বন্ধ করে দিতে পারে। অন্যদিকে, তুরস্ক ও সিরিয়ার মধ্যে সরাসরি স্থল সীমান্ত রয়েছে, ফলে সিরিয়ায় মোতায়েনকৃত তুর্কি সৈন্যদের সামরিক সরঞ্জাম ও রসদপত্র সরবরাহ করা সহজ। এই পরিস্থিতিতে যদি রাশিয়া ও তুরস্কের মধ্যকার সম্পর্কে অবনতি দেখা দেয় এবং তুরস্ক রুশ নৌযানের জন্য বসফরাস ও দার্দানেলিস প্রণালীদ্বয় বন্ধ করে দেয়, সেক্ষেত্রে সিরিয়ায় রুশ সামরিক অভিযানে ব্যাঘাত ঘটবে। ২০২০ সালে ইদলিব ও পশ্চিম লিবিয়ায় 'বায়রাক্তার টিবি-২' কমব্যাট ড্রোন এবং আর্তসাখে 'বায়রাক্তার টিবি-২' কমব্যাট ড্রোন ও ইসরায়েল নির্মিত 'আইএআই হারোপ' আত্মঘাতী ড্রোন বিভিন্ন রুশ প্রক্সির বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বেশ কয়েক বছর ধরে সিরিয়ায় মোতায়েনকৃত রুশ সৈন্যদের বিরুদ্ধে পশ্চিমা সমর্থিত ও তুরস্ক সমর্থিত জঙ্গিরা এবং ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে 'আনসার আল্লাহ' মজঙ্গিরা ড্রোন আক্রমণ চালিয়ে আসছে। কমব্যাট ও আত্মঘাতী ড্রোন তৈরির ক্ষেত্রে রাশিয়া তুরস্ক ও ইসরায়েলের চেয়ে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। এই প্রেক্ষাপটে রাশিয়া কমব্যাট ও আত্মঘাতী ড্রোন তৈরির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে রুশ অস্ত্র নির্মাতা কোম্পানি 'ওকেবি সোকোল' রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে 'সোকোল আলতিউস' কমব্যাট ড্রোন সরবরাহ করার জন্য চুক্তিবদ্ধ হয়। ২০২১ সালের এপ্রিলে রুশ অস্ত্র নির্মাতা কোম্পানি 'গ্রুপ্পা ক্রনশতাদৎ' দুবনা শহরে ৪ বিলিয়ন রুবল ব্যয়ে একটি ড্রোন নির্মাণ কারখানা স্থাপন করে। ২০২১ সালের জুলাইয়ে রাশিয়ায় অনুষ্ঠিত 'মাক্স-২০২১' সামরিক আকাশযান প্রদর্শনীতে 'ক্রনশতাদৎ ওরিয়ন-ই' কমব্যাট ড্রোন প্রদর্শন করে এবং সেপ্টেম্বরে রাশিয়া ও বেলারুশে অনুষ্ঠিত 'জাপাদ-২০২১' রুশ-বেলারুশীয় যৌথ মহড়ায় উক্ত ড্রোনটিকে সাফল্যজনকভাবে ব্যবহার করা হয়। এর পাশাপাশি 'সুখোই এস-৭০ ওখোৎনিক-বি'সহ আরো কয়েক ধরনের কমব্যাট ড্রোন নিয়ে রুশ কোম্পানিগুলো কাজ করছে। পশ্চিমা ও তুরস্ক সমর্থিত জঙ্গি গ্রুপগুলো সিরিয়ায় অবস্থিত রাশিয়ার হিমেইমিম বিমানঘাঁটির ওপর বহু সংখ্যক ড্রোন আক্রমণ পরিচালনা করলেও রুশ সৈন্যরা প্রতিটি ড্রোন আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে। তুর্কি সরকার রুশ-ইউক্রেনীয় দ্বন্দ্ব থেকে নিজেদের নিরাপদ দূরত্বে রাখতে চাইলেও তুর্কি জাতীয়তাবাদীরা ইউক্রেন কর্তৃক তুরস্ক নির্মিত ড্রোনের সাহায্যে দনেৎস্কের ওপর পরিচালিত আক্রমণকে রাশিয়ার দোরগোড়ায় তুর্কি সামরিক হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করছে এবং এটিকে রাশিয়া কর্তৃক তুরস্কের দোরগোড়ায় (সিরিয়ায়) সামরিক হস্তক্ষেপের 'প্রতিশোধ' হিসেবে বিবেচনা করছে। উক্ত ড্রোন আক্রমণের পর ইউক্রেনীয় উগ্র ডানপন্থী, উগ্র জাতীয়তাবাদী ও নব্য ফ্যাসিবাদী রাজনৈতিক দল ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট 'রাইট সেক্টর' এর প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি (এবং প্রাক্তন আইনপ্রণেতা) দিমিত্রো ইয়ারোশ ইউক্রেনীয় সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল ভালেরি জালুঝনির উপদেষ্টা নিযুক্ত হয়েছেন। ইয়ারোশ তীব্র রুশবিরোধী এবং দনেৎস্ক ও লুহানস্কের বিরুদ্ধে চলমান যুদ্ধের মাত্রা তীব্র করতে আগ্রহী।
Comments