দালালরা যেভাবে নিজেদের ভাগ্য নিজেরা বদলায় (পর্ব-দুই)

 


পশ্চিমা বিশ্ব ইউক্রেনীয় সরকারকে উৎখাত করে তদস্থলে নিজেদের মনোনীত একটি সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য সুপরিকল্পিতভাবে ইউক্রেনের পশ্চিমাপন্থী অংশকে ব্যবহার করে ইউরোমাইদানের আয়োজন করেছিল। 


https://www.google.com/amp/s/moderndiplomacy.eu/2018/06/04/how-and-why-the-u-s-government-perpetrated-the-2014-coup-in-ukraine/amp/

ইউরোমাইদানের সূচনা থেকেই পশ্চিমা রাষ্ট্রগুলো অঙ্গাঙ্গিভাবে এর সঙ্গে জড়িত ছিল এবং এটির গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করছিল।

https://korrespondent.net/ukraine/politics/3276850-vooruzhennye-syly-ukrayny-ne-vovlecheny-v-polytycheskye-aktsyy-v-kyeve-mynystr-oborony

২০১৩ সালের ২১ নভেম্বর ইউরোমাইদান শুরু হয়। যে ৩টি ইউক্রেনীয় রাজনৈতিক দল ছিল ইউরোমাইদানের উদ্যোক্তা, সেগুলো হচ্ছে 'উক্রায়নস্কি দেমোক্রাতিচনি আলিয়ান্স জা রেফর্মি', 'সভোবোদা' ও 'বাৎকিভশ্চিনা' এবং ৩টি দলই পশ্চিমাপন্থী ও রুশবিরোধী হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে আরো বহু সংখ্যক পশ্চিমাপন্থী দল ও প্রতিষ্ঠান ইউরোমাইদানের সঙ্গে যুক্ত হয়।

https://lb.ua/news/2013/12/04/244318_glava_mid_germanii_prishel_maydan.html
 
২০১৩ সালের ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বেশকিছু পশ্চিমা রাজনীতিবিদ ইউক্রেন সফর করে ইউরোমাইদান কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

https://korrespondent.net/ukraine/politics/3275168-evroparlament-na-sleduuischei-nedele-vyneset-rezoluitsyui-po-sobytyiam-v-ukrayne-evrodeputat

এদের মধ্যে ছিলেন লিথুয়ানীয় আইনসভার তদানীন্তন সভানেত্রী লরেতা গ্রুজিনিয়েনে (লিথুয়ানিয়া ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য)।

https://en.m.wikipedia.org/wiki/Loreta_Grau%C5%BEinien%C4%97

https://korrespondent.net/ukraine/politics/3275179-evrosouiz-hotov-vvesty-sanktsyy-protyv-nekotorykh-ukraynskykh-chynovnykov-esly-ne-nakazhut-vynovnykov-yzbyenyia-evromaidana

১ ডিসেম্বর ইউরোপিয়ান পার্লামেন্টের তদানীন্তন উপ সভাপতি ইয়াৎসেক প্রোতাসেভিচ, ইউরোপিয়ান পার্লামেন্টের প্রাক্তন সভাপতি ইয়েঝি বুজেক, পোল্যান্ডের 'প্রাভো ই স্প্রাভিয়েদলিভোশ্চ' দলের সভাপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়ারোস্লাভ কাচিনস্কি এবং বেশকিছু ইউরোপীয় কূটনীতিবিদ সরাসরি ইউরোমাইদানের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

https://vesti.ua/kiev/27281-mihajlovskaja-i-majdan-poslednie-novosti-s-fronta

https://en.m.wikipedia.org/wiki/Law_and_Justice

https://korrespondent.net/world/russia/3274736-medvedev-vmeshatelstvo-ynostrannykh-polytykov-v-sytuatsyui-v-ukrayne-nedopustymo

২ ডিসেম্বর প্রাক্তন জর্জীয় রাষ্ট্রপতি মিখেইল সাকাশভিলি ও জর্জিয়ার আদজারা প্রজাতন্ত্রের প্রাক্তন সরকার প্রধান লেভান ভার্শালোমিদজে (যারা ২০০৩ সালে একটি পশ্চিমা সমর্থিত 'রঙিন বিপ্লবে'র মধ্য দিয়ে জর্জিয়ার শাসনক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল) ইউক্রেন সফর করে ইউরোমাইদান কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। 

https://glavred.info/politics/265396-na-kievskiy-evromaydan-priehal-saakashvili.html

https://en.m.wikipedia.org/wiki/Mikheil_Saakashvili

https://en.m.wikipedia.org/wiki/Levan_Varshalomidze

৪ ডিসেম্বর তদানীন্তন জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে ইউক্রেন সফর করে ইউরোমাইদান কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

https://korrespondent.net/world/worldabus/3274727-nh-y-vlast-y-maidan-ustupat-ne-khotiat

https://korrespondent.net/ukraine/politics/3275104-otvetstvennye-za-nasylye-na-evromaidane-dolzhny-predstat-pered-sudom-zamestytel-hossekretaria-ssha

https://vesti.ua/kiev/27446-poslednie-novosti-o-mjatezhnom-majdane

তিনি ইউরোমাইদানের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং সরাসরি মন্তব্য করেন যে, ইউক্রেনের উচিত ইউরোপে যোগদান করা এবং ইউরোপীয় হিসেবে তারা ইউক্রেনের ভাগ্যের প্রতি নির্লিপ্ত থাকতে পারেন না!!

https://en.m.wikipedia.org/wiki/Guido_Westerwelle

৫ ডিসেম্বর কিয়েভে 'অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ' এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়।

https://korrespondent.net/ukraine/politics/3275123-saakashvyly-y-predstavytely-enp-pryekhaly-na-evromaidan

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীগণ 'ইউক্রেনীয় সরকার কর্তৃক ইউরোমাইদানকে ছত্রভঙ্গ করার প্রচেষ্টা'র প্রতিবাদে এই বৈঠক বয়কট করলেও ওএসসিইর তদানীন্তন মহাসচিব লামবের্তো জান্নিয়ের, জার্মান পররাষ্ট্রমন্ত্রী ভেস্টারভেলে, তদানীন্তন কানাডীয় পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ড এবং আরো কিছু পশ্চিমা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ইউরোমাইদান কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

https://en.m.wikipedia.org/wiki/Organization_for_Security_and_Co-operation_in_Europe

https://en.m.wikipedia.org/wiki/Lamberto_Zannier

https://en.m.wikipedia.org/wiki/John_Baird_(Canadian_politician)

৭ ডিসেম্বর 'ইউরোপিয়ান পিপলস পার্টি'র প্রতিনিধিদল ও প্রাক্তন জর্জীয় রাষ্ট্রপতি সাকাশভিলি ইউক্রেন সফর করে ইউরোমাইদান কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

https://en.m.wikipedia.org/wiki/European_People's_Party

https://en.m.wikipedia.org/wiki/European_Parliament

উক্ত প্রতিনিধিদলে ছিলেন ইউরোপিয়ান পার্লামেন্টের প্রাক্তন সভাপতি বুজেক, ইউরোপিয়ান পার্লামেন্টের পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির তদানীন্তন সভাপতি এলমার ব্রোক, ইউরোপিয়ান পিপলস পার্টির প্রাক্তন উপ সভাপতি ইয়াৎসেক সারিউজ ভলোস্কি এবং ইউরোপিয়ান পিপলস পার্টির পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তা হোসে ইগ্নাসিও সালাফ্রাঙ্কা।

https://en.m.wikipedia.org/wiki/Jerzy_Buzek

https://en.m.wikipedia.org/wiki/Elmar_Brok

https://en.m.wikipedia.org/wiki/Jacek_Saryusz-Wolski

https://en.m.wikipedia.org/wiki/Jos%C3%A9_Ignacio_Salafranca_S%C3%A1nchez-Neyra

৯ ডিসেম্বর ইউক্রেনে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোর দূতাবাসসমূহের প্রতিনিধিরা এবং ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন স্মিথ ইউরোমাইদান কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

https://en.m.wikipedia.org/wiki/Simon_Smith_(diplomat)

https://korrespondent.net/ukraine/politics/3274799-trebovanyia-ukraynskykh-vlastei-osvobodyt-admynzdanyia-yavliauitsia-lehytymnymy-obse

১০ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের তদানীন্তন পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি সংক্রান্ত উচ্চ প্রতিনিধি ক্যাথেরিন অ্যাশটন এবং তদানীন্তন মার্কিন ইউরোপীয় ও ইউরেশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্র সচিব নাল্যান্ড ইউক্রেন সফর কর ইউরোমাইদান কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

https://en.m.wikipedia.org/wiki/Catherine_Ashton

https://en.m.wikipedia.org/wiki/Victoria_Nuland

১১ ডিসেম্বর মার্কিন সহকারী পররাষ্ট্র সচিব নাল্যান্ড ও ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পায়াট ইউরোমাইদান কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করেন।

https://en.m.wikipedia.org/wiki/Geoffrey_R._Pyatt#:~:text=Geoffrey%20Ross%20Pyatt%20(born%201963,Greece%20on%20July%2014%2C%202016.

১৪ ডিসেম্বর মার্কিন সিনেটর জন ম্যাককেইন ও ক্রিস্টোফার মার্ফি ইউক্রেন সফর করে ইউরোমাইদান কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। 

https://en.m.wikipedia.org/wiki/John_McCain

https://en.m.wikipedia.org/wiki/Chris_Murphy

২০১৪ সালের ১১ থেকে ১২ জানুয়ারি খারকিভে ইউরোমাইদানের সমাবেশে জবিগনিয়েভ রোমাশেভস্কি (পোলিশ হেলসিঙ্কি কমিটির প্রতিষ্ঠাতাদের একজন) ও জবিগনিয়েভ বুইয়াক (কমিউনিজমবিরোধী 'সোলিদারনোশ্চ' এর প্রতিষ্ঠাতাদের একজন) অংশগ্রহণ করে বক্তৃতা প্রদান করেন।

https://en.m.wikipedia.org/wiki/Zbigniew_Romaszewski

https://en.m.wikipedia.org/wiki/Zbigniew_Bujak

২৪ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের কমিশমার ফিউল ইউরোমাইদান নেতা ভিতালি ক্লিচকোর সঙ্গে বৈঠক করেন।

https://en.m.wikipedia.org/wiki/%C5%A0tefan_F%C3%BCle#:~:text=%C5%A0tefan%20F%C3%BCle%20(born%2024%20May,February%202010%20until%20October%202014.

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জন কেরি ও ইউরোমাইদান নেতারা

১ ফেব্রুয়ারি ইউরোমাইদান নেতা ক্লিচকো ও আরসেনি ইয়াৎসেনিউক জার্মানিতে অনুষ্ঠিত 'মিউনিখ নিরাপত্তা সম্মেলনে' অংশগ্রহণ করে তদানীন্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও অন্যান্য ইউরোপীয় রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন।

https://en.m.wikipedia.org/wiki/Munich_Security_Conference

https://en.m.wikipedia.org/wiki/John_Kerry

৪ ফেব্রুয়ারি তদানীন্তন মার্কিন সহকারী পররাষ্ট্র সচিব নাল্যান্ড ও ইউক্রেনে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র পায়াটের মধ্যকার একটি ফোনালাপের রেকর্ডিং ফাঁস হয়ে যায়। ২৭ জানুয়ারিতে অনুষ্ঠিত এই ফোনালাপে তারা ইউক্রেনের তদানীন্তন সরকারের পতনের পর যে নতুন সরকার গঠিত হবে, সেটিতে কারা কারা অংশগ্রহণ করবে সেটি ঠিক করছিলেন!

দিমিত্রো ইয়ারোশ

এই ফোনালাপ থেকে জানা যায় যুক্তরাষ্ট্র ইয়াৎসেনিউককে ইউক্রেনের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত করতে ইচ্ছুক ছিল এবং ক্লিচকোকে বিশ্বাস করতে পারছিল না। এই ফোনালাপে নাল্যান্ড ইউক্রেনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ধীরগতিসম্পন্ন পদক্ষেপের তীব্র সমালোচনা করে মন্তব্য করেন ''Fuck the EU!'' 

জন ম্যাককেইন

গিডো ভেস্টারভেলে

৬ ফেব্রুয়ারি ইউরোপিয়ান পার্লামেন্ট প্রস্তাব দেয় ইউক্রেনে 'সংস্কারে'র বিনিময়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, আইএমএফ, বিশ্ব ব্যাঙ্ক, 'ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাঙ্ক' আর 'ইউরোপীয় বিনিয়োগ ব্যাঙ্ক' ইউক্রেনকে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করবে!! তারা ইউক্রেনীয় সরকার ও ইউরোমাইদানের মধ্যে মধ্যস্থতা করার জন্য একটি স্থায়ী মিশন গঠনের প্রস্তাব দেয়। ১০ ফেব্রুয়ারি 'কাউন্সিল অফ ইউরোপে'র মানবাধিকার বিষয়ক কমিশনার নিলস মুইজনিকস ইউক্রেনীয় সরকারের বিরুদ্ধে ইউরোমাইদান কর্মীদের 'মানবাধিকার লঙ্ঘনে'র অভিযোগ আনয়ন করে জানান ইউক্রেনে এই বিষয়ে যে তদন্ত চলছে, সেটির তত্ত্বাবধানের জন্য কাউন্সিল অফ ইউরোপ একটি পরামর্শদাতা কমিশন গঠন করতে আগ্রহী! ১৯ ফেব্রুয়ারি জার্মানি, ফ্রান্স ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেন সফর করেন। পশ্চিমা বিশ্ব ২০১১ সাল থেকে গোপনে এরকম একটি আন্দোলন সংগঠিত করার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। ২০১৩ সালের ১ মার্চ কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাসের অভ্যন্তরে প্রথমবারের মতো ইউক্রেনীয় উগ্র জাতীয়তাবাদীদের অনলাইনে সরকার বিরোধী গণআন্দোলন সংগঠিত করার প্রশিক্ষণ প্রদান করা হয়। 

জন কেরি নিহত ইউরোমাইদান কর্মীদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে ফুল দিচ্ছে! 

২০১০ সালে পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকায় শুরু হওয়া 'আরব বসন্তে'র সময় এতদঞ্চলের সরকারগুলোর বিরুদ্ধে গণআন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং মার্কিনিরা ইউক্রেনীয় উগ্র জাতীয়তাবাদীদের অনুরূপ কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করে। মার্কিনিরা ইউক্রেনীয় উগ্র জাতীয়তাবাদী সংগঠন 'প্রাভিই সেক্তরে'র নেতা দিমিত্রো ইয়ারোশকে পোল্যান্ডে প্রশিক্ষণ প্রদান করেছিল।

https://en.m.wikipedia.org/wiki/Dmytro_Yarosh

ইউরোমাইদান চলাকালে ইয়ারোশের নেতৃত্বাধীন উগ্র জাতীয়তাবাদীরাই ইউক্রেনীয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে প্রায় প্রতিটি সংঘর্ষ শুরু করতো। ইউরোমাইদান শুরুর পর যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় নব্য অভিজাতদের (oligarch) ওপর তীব্র চাপ সৃষ্টি করে, যাতে তারা ইউক্রেনীয় সরকারকে সমর্থন করা থেকে বিরত থাকে। 

ভিক্টোরিয়া নাল্যান্ড

এই নব্য অভিজাতদের সম্পদের বৃহদাংশ পশ্চিমা রাষ্ট্রগুলোতে জমা রয়েছে। সেসময় ইউক্রেনের ক্ষমতাসীন 'পার্তিয়া রেহিওনিভ' দলের আইনপ্রণেতাদের মধ্যে ৪০ জন নব্য অভিজাত রিনাত আখমেতভ এবং ৩৮ জন আরেক নব্য অভিজাত সের্হি তিহিপকোর নিয়ন্ত্রণাধীনে ছিল।

https://en.m.wikipedia.org/wiki/Serhiy_Tihipko

https://en.m.wikipedia.org/wiki/Rinat_Akhmetov

তাদের বিরোধিতার কারণে ইউক্রেনে জরুরি অবস্থা জারির জন্য ইয়ানুকোভিচের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। ২০ ফেব্রুয়ারিতে কিয়েভে যে অজ্ঞাতপরিচয় স্নাইপাররা হত্যাকাণ্ড চালিয়েছিল, তাদের মূলত যুক্তরাষ্ট্র ভাড়া করেছিল এবং এই হত্যাকাণ্ড পরিচালনার উদ্দেশ্য ছিল হত্যাকাণ্ডের দায় ইউক্রেনীয় সরকারের ওপর চাপিয়ে দেয়া।

মিখেইল সাকাশভিলি

ইউক্রেনের স্বাধীনতা লাভের পর থেকেই ইউক্রেনের অভ্যন্তরে নিজেদের একটি বিস্তৃত সমর্থকগোষ্ঠী গড়ে তোলার জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো (বিশেষত যুক্তরাষ্ট্র) বিপুল পরিমাণ বিনিয়োগ করেছিল এবং ইউক্রেনীয় তরুণ সম্প্রদায়কে পশ্চিমামুখী করে তোলার জন্য বিস্তৃত পদক্ষেপ গ্রহণ করেছিল। ২২ ফেব্রুয়ারি ইউরোমাইদান কর্মীরা ইউক্রেনীয় আইনসভার অধিনেশন আহ্বান করে এবং আইনসভার ৪৫০ জন সদস্যের মধ্যে প্রায় ৩৩৮ জন এই অধিবেশনে অংশগ্রহণ করে। এদের মধ্যে অনেককে জোরপূর্বক অধিবেশনে অংশগ্রহণ করতে বাধ্য করা হয় এবং অনেকে অনুপস্থিত থাকা সত্ত্বেও ভোট গণনার সময় তাদের ভোট গণনা করা হয়। তারা ওলেক্সান্দর তুর্চিনভকে আইনসভার নতুন স্পিকার নির্বাচন করে এবং আরসেন আভাকভকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করে। 

ওলেক্সান্দর তুর্চিনভ

২৩ ফেব্রুয়ারি আইনসভার নতুন স্পিকার তুর্চিনভ ইউক্রেনের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২৪ ফেব্রুয়ারি ইয়ানুকোভিচের নাম 'নিখোঁজ আসামী'দের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। 

https://lb.ua/news/2013/11/26/242881_mid_rossii_evromaydan.html

https://korrespondent.net/ukraine/politics/3277249-moskva-namerena-serezno-pohovoryt-o-sytuatsyy-v-kyeve-s-partneramy-yz-es-hlava-myd-rf

ইউক্রেনীয় সংবিধান অনুযায়ী এটি ছিল একটি অসংবিধানিক সিদ্ধান্ত; কিন্তু যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন নতুন ইউক্রেনীয় সরকারকে স্বীকৃতি প্রদান করে। 

https://m.lenta.ru/news/2013/12/02/putin/

https://korrespondent.net/ukraine/politics/3276897-rossyia-pryzvala-es-ne-vmeshyvatsia-vo-vnutrennye-dela-ukrayny

২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের পছন্দনীয় প্রার্থী ইয়াৎসেনিউক ইউক্রেনের প্রধানমন্ত্রী নিযুক্ত হন এবং তার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। 

Comments

Popular posts from this blog

শিবিরনামা [পর্ব-এক]

চাড্ডিগণ [এক]

পশ্চিমাদের পুতুল সরকার [পর্ব-এক]