কমিউনিস্টদের বিরুদ্ধে রোমানিয়ার বামেরা

 


পঞ্চদশ শতাব্দীতে 'মোলদাভিয়া' ও 'ওয়ালাসিয়া' ওসমানীয় সাম্রাজ্যের আশ্রিত রাষ্ট্রে পরিণত হয় এবং ঊনবিংশ শতাব্দী পর্যন্ত এই পরিস্থিতি বজায় ছিল। অষ্টাদশ শতাব্দীতে পিটার দ্য গ্রেটের সময় থেকে রুশরা এই অঞ্চলে আধিপত্য বিস্তারের প্রক্রিয়া শুরু করে। ১৮০৬-১৮১২ সালের রুশ-ওসমানীয় যুদ্ধে রুশদের নিকট ওসমানীয় সাম্রাজ্যের পরাজয়ের পর ওসমানীয়রা প্রুথ ও দনেস্তার নদীর মধ্যবর্তী অঞ্চল রাশিয়ার নিকট হস্তান্তর করে।

https://en.m.wikipedia.org/wiki/Russo-Turkish_War_(1806%E2%80%931812)

অঞ্চলটির সিংহভাগ ছিল ওসমানীয় আশ্রিত রাষ্ট্র মোলদাভিয়ার পূর্বাঞ্চলের অংশ এবং অবশিষ্টাংশ ছিল সরাসরি ওসমানীয় শাসনাধীন ভূমি। রুশরা অঞ্চলটিকে 'বেসারাবিয়া প্রদেশ' নামে নিজেদের সাম্রাজ্যভুক্ত করে নেয়। ১৮২৮-১৮২৯ সালের রুশ-ওসমানীয় যুদ্ধে রুশদের নিকট ওসমানীয়রা আবার পরাজিত হলে মোলদাভিয়া ও ওয়ালাসিয়া আনুষ্ঠানিকভাবে ওসমানীয় নিয়ন্ত্রণাধীন, কিন্তু কার্যত রুশ নিয়ন্ত্রিত আশ্রিত রাষ্ট্রে পরিণত হয়।

https://en.m.wikipedia.org/wiki/Russo-Turkish_War_(1828%E2%80%931829)

১৮৫৩-১৮৫৬ সালের ক্রিমিয়ান যুদ্ধে ইঙ্গ-ফরাসি-ওসমানীয় জোটের নিকট রাশিয়ার পরাজয়ের পর মোলদাভিয়া ও ওয়ালাসিয়ার ওপর রুশ কর্তৃত্বের অবসান ঘটলে রাশিয়া মোলদাভিয়ার নিকট দক্ষিণ বেসারাবিয়া হস্তান্তর করতে বাধ্য হয়।

https://en.m.wikipedia.org/wiki/Crimean_War

১৮৫৯ সালে মোলদাভিয়া ও ওয়ালাসিয়া একত্রিত হয় এবং ১৮৬৬ সালে 'রোমানিয়া' নাম ধারণ করে।

https://en.m.wikipedia.org/wiki/United_Principalities_of_Moldavia_and_Wallachia

১৮৭৭-১৮৭৮ সালের রুশ-ওসমানীয় যুদ্ধের সময় রোমানিয়া ওসমানীয় সাম্রাজ্যের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে রাশিয়ার পক্ষে যুদ্ধে যোগ দেয়।

https://en.m.wikipedia.org/wiki/Russo-Turkish_War_(1877%E2%80%931878)

রুশরা ওসমানীয়দের কাছ থেকে দখলকৃত উত্তর দব্রুজা অঞ্চল রোমানিয়াকে প্রদান করে বিনিময়ে দক্ষিণ বেসারাবিয়াকে রাশিয়ার কাছে ফিরিয়ে দিতে রোমানিয়াকে বাধ্য করে। ১৯১৬ সালে রোমানিয়া মিত্রপক্ষে যোগদান দিলেও অক্ষ শক্তির সৈন্যরা রোমানিয়ার অধিকাংশ অঞ্চল দখল করে নিলে রোমানিয়ার অবশিষ্টাংশকে রক্ষা করার জন্য রুশ সৈন্যরা দেশটিতে প্রবেশ করে। ১৯১৭ সালে রুশ সাম্রাজ্যের পতনের প্রেক্ষাপটে রোমানিয়ায় মোতায়েনকৃত রুশ সশস্ত্রবাহিনী ভেঙে পড়লে রুশ সৈন্যরা রোমানিয়া ত্যাগ করে। রোমানিয়া অক্ষ শক্তির সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয়। এসময় বেসারাবিয়ায় 'মোলদাভীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র' নামক স্বায়ত্তশাসিত রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যেটি ১৯১৭ সালের ডিসেম্বরে সোভিয়েত রাশিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে। রুশ গৃহযুদ্ধের সুযোগে ১৯১৮ সালের জানুয়ারিতে রোমানিয়া বেসারাবিয়া/মোলদাভিয়ায় আক্রমণ চালিয়ে স্থানীয় বলশেভিকদের পরাজিত করে মার্চের মধ্যে অঞ্চলটি দখল করে নেয়। ১৯১৮ সালের এপ্রিলে রোমানিয়া বেসারাবিয়াকে অঙ্গীভূত করে নেয়। একারণে সোভিয়েত সরকার প্রথম বিশ্বযুদ্ধের সময় রোমানীয় সরকার কর্তৃক সুরক্ষায় রাখার জন্য রাশিয়ায় প্রেরিত 'রোমানীয় ট্রেজার' বাজেয়াপ্ত করে। ১৯২১ সালে রোমানিয়া ও পোল্যান্ড সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে 'প্রতিরক্ষামূলক আঁতাত' স্থাপন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী বছরগুলোতে রোমানিয়ায় উগ্র ডানপন্থী, উগ্র জাতীয়তাবাদী এবং তীব্র ইহুদিবিদ্বেষী ও কমিউনিস্টবিদ্বেষী চিন্তাধারার বিস্তার ঘটে। ১৯৩৯ সালের ২৩ আগস্ট জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় এবং চুক্তিটির একটি গোপন ধারা অনুযায়ী জার্মানি বেসারাবিয়ায় সোভিয়েত স্বার্থকে স্বীকৃতি প্রদান করে। ১৯৪০ সালের ২৬ জুন সোভিয়েত ইউনিয়ন রোমানিয়াকে একটি চরমপত্র প্রদান করে বেসারাবিয়া ও উত্তর বুকোভিনা থেকে রোমানীয় প্রশাসন ও সশস্ত্রবাহিনীকে প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানায়।

https://en.m.wikipedia.org/wiki/Soviet_occupation_of_Bessarabia_and_Northern_Bukovina

২৮ জুন সোভিয়েত সৈন্যরা বেসারাবিয়া ও উত্তর বুকোভিনায় প্রবেশ করলে রোমানীয়রা সেখান থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। 'ইউক্রেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রে'র অভ্যন্তরে পূর্ব থেকে 'মোলদাভীয় স্বায়ত্তশাসিত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র' নামক মোলদাভীয়দের জন্য প্রশাসনিক বিভাগ ছিল। বেসারাবিয়া ও উত্তর বুকোভিনা অধিকারের পর সোভিয়েত সরকার মোলদাভীয় স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রটিকে দুই ভাগে বিভক্ত করে এর একাংশ এবং রোমানিয়ার কাছ থেকে অধিকৃত অঞ্চলের উত্তর ও দক্ষিণাংশ ইউক্রেনীয় প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত করে।

https://en.m.wikipedia.org/wiki/Bessarabia

https://en.m.wikipedia.org/wiki/Bukovina

রোমানীয়দের কাছ থেকে অধিকৃত অঞ্চলের বাকি অংশকে মোলদাভীয় স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের বাকি অংশের সঙ্গে যুক্ত করে 'মোলদাভীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র' সৃষ্টি করা হয়। একই সময়ে জার্মানির চাপে রোমানিয়া হাঙ্গেরির নিকট উত্তর ট্রানসিলভেনিয়া সমর্পণ করতে বাধ্য হয়। বিনা যুদ্ধে এতো  ভূমি হারানোর ফলে রোমানিয়ানদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিলে ১৯৪০ সালের সেপ্টেম্বরে রোমানিয়ার রাজা দ্বিতীয় ক্যারল পদত্যাগ করতে বাধ্য হয়।

https://en.m.wikipedia.org/wiki/Carol_II_of_Romania

ছেলে মাইকেল তার স্থলাভিষিক্ত হয়ে উগ্র জাতীয়তাবাদী ও কমিউনিস্টবিরোধী জেনারেল ইওন আন্তোনেস্কু রোমানিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত করে। আন্তোনেস্কু রোমানিয়ার হারানো ভূমি পুনরুদ্ধারের জন্য জার্মানির সঙ্গে পূর্ণ মৈত্রী স্থাপনের সিদ্ধান্ত নেয়। ১৯৪০ সালের অক্টোবরে ৫ লক্ষাধিক জার্মান সৈন্য রোমানিয়ায় প্রবেশ করে এবং নভেম্বরে রোমানিয়া অক্ষশক্তিতে যোগদান করে। ১৯৪১ সালের ২২ জুন জার্মানি সোভিয়েত ইউনিয়নের ওপর আক্রমণ চালায়। রোমানিয়া, হাঙ্গেরি, ইতালি, ফিনল্যান্ড, স্লোভাকিয়া ও ক্রোয়েশিয়া এই আক্রমণে যোগদান করে জার্মানির মিত্রদের মধ্যে এই যুদ্ধের জন্য সবচেয়ে বেশি সৈন্য সরবরাহ করেছিল রোমানিয়া। বিনিময়ে রোমানিয়া বেসারাবিয়া ও উত্তর বুকোভিনা লাভ করে এবং পাশাপাশি দনেস্তার ও বুগ নদীর মধ্যবর্তী অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব তাদের ওপর প্রদান করা হয়। যুদ্ধ চলাকালে রোমানিয়ার দখলদার সৈন্যরা সোভিয়েত জনসাধারণের বিরুদ্ধে খুন, অগ্নিসংযোগ, লুণ্ঠন ও নারী নির্যাতনের মতো অপরাধে লিপ্ত ছিল। স্তালিনগ্রাদের যুদ্ধে রোমানীয়রা জার্মানির পক্ষে যুদ্ধ করে। ১৯৪৩ সালের ডিসেম্বর থেকে ১৯৪৪ সালের এপ্রিলের মধ্যে পরিচালিত 'নিপার-কার্পেথীয় আক্রমণাভিযানে'র মধ্য দিয়ে সোভিয়েত সৈন্যরা দনেস্তার নদী পর্যন্ত অঞ্চল মুক্ত করে এবং ১৯৪৪ সালের ২০ থেকে ২৯ আগস্টের মধ্যে পরিচালিত 'দ্বিতীয় জাসি-কিশিনেভ আক্রমণাভিযানে'র মধ্য দিয়ে তারা 'মোলদাভীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রে'র ভূমি মুক্ত করে রোমানিয়ায় প্রবেশ করে।

https://en.m.wikipedia.org/wiki/Second_Jassy%E2%80%93Kishinev_offensive

https://en.m.wikipedia.org/wiki/Dnieper%E2%80%93Carpathian_offensive

এই পরিস্থিতিতে রোমানিয়ার রাজা মাইকেল দেশের অভ্যন্তরে অভ্যুত্থান ঘটায়। ১৯৪৪ সালের জুনে রোমানিয়ার ৪টি বিরোধী দলের ('রোমানীয় কমিউনিস্ট দল', 'রোমানীয় সামাজিক গণতান্ত্রিক দল', 'জাতীয় উদারপন্থী দল' এবং 'জাতীয় কৃষক দল') সমন্বয়ে 'জাতীয় গণতান্ত্রিক জোট' নামক সরকারবিরোধী জোট গঠিত হয়েছিল এবং জোটটি অভ্যুত্থান পরিচালনায় রাজা মাইকেলকে সমর্থন করে।

https://en.m.wikipedia.org/wiki/Ion_Antonescu

অভ্যুত্থানের ফলে রোমানিয়ার প্রধানমন্ত্রী আন্তোনেস্কু পদত্যাগ করতে বাধ্য হলে জেনারেল কনস্তান্তিন সানাতেস্কু রোমানিয়ার নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়।

https://en.m.wikipedia.org/wiki/Constantin_S%C4%83n%C4%83tescu

একই দিনে রোমানিয়া যুদ্ধবিরতি ঘোষণা করে মিত্রশক্তির সঙ্গে যোগদানের ঘোষণা প্রদান করে। কিন্তু সোভিয়েত সৈন্যরা রোমানিয়ার অভ্যন্তরে অগ্রযাত্রা অব্যাহত রাখে। ১২ সেপ্টেম্বর মিত্রশক্তি রোমানিয়ার যুদ্ধবিরতিকে স্বীকার করে রোমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়। এ সময় থেকে রোমানীয় সৈন্যরা মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করে এবং হাঙ্গেরি ও চেকোস্লোভাকিয়ায় পরিচালিত সোভিয়েত অভিযানে তারা সোভিয়েতদের পক্ষে অংশগ্রহণ করে। ১৯৪৪ সালের অক্টোবরে স্তালিন ও চার্চিলের মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী ব্রিটেন রোমানিয়াকে সোভিয়েত প্রভাব বলয়ের অংশ হিসেবে স্বীকৃতি প্রদান করে। উদারপন্থী ও কৃষক দল রোমানীয় প্রধানমন্ত্রী সানাতেস্কুকে কমিউনিস্টদের প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল বলে অভিযুক্ত করে। তাদের চাপে ১৯৪৪ সালের ৫ ডিসেম্বর সানাতেস্কু পদত্যাগ করলে জেনারেল নিকোলাই রাদেস্কু তার স্থলাভিষিক্ত হয়। রাদেস্কু রোমানিয়ায় কমিউনিস্টদের ক্রমবর্ধমান প্রভাব হ্রাস করার চেষ্টা চালায়।

https://en.m.wikipedia.org/wiki/Nicolae_R%C4%83descu

এ সময় সোভিয়েত ইউনিয়ন যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে রোমানিয়ার কাছ থেকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার দাবি করে এবং রোমানিয়া থেকে জার্মান অধিবাসীদের বহিষ্কার করার জন্য রোমানীয় সরকারকে আহ্বান জানায়। রাদেস্কু সোভিয়েতদের দাবি পূরণ করতে রাজি হয়নি। এদিকে ১৯৪৫ সালের ২৪ ফেব্রুয়ারি রোমানীয় কমিউনিস্টরা ও তাদের মিত্র দলগুলো সরকারবিরোধী বিক্ষোভের আয়োজন করলে বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করা হয়। বিক্ষোভের পর রাদেস্কু কমিউনিস্টদের 'দেশবিহীন ও ঈশ্বরবিহীন বিদেশি' হিসেবে আখ্যায়িত করে। রোমানীয় কমিউনিস্টরা রাদেস্কুর বিরুদ্ধে প্রচারণা শুরু করে এবং রাদেস্কুর ছেলে নিকু (কমিউনিস্ট দলের সদস্য) একটি খোলা চিঠিতে তার বাবাকে পদত্যাগের আহ্বান জানায়। সোভিয়েত উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ভিশিনস্কি রোমানিয়া সফর করে রাজা মাইকেলকে জানান যে, রাদেস্কুকে বরখাস্ত না করা হলে রোমানিয়া উত্তর ট্রানসিলভেনিয়া ফিরে পাবে না। এসময় তাদের ১৯৪০ সালে হাঙ্গেরির কাছে হারানো উত্তর ট্রানসিলভেনিয়া ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া চলছিল। ১৯৪৫ সালের ১ মার্চ মাইকেল বাধ্য হয়ে রাদেস্কুকে বরখাস্ত করলে ৬ মার্চ পেত্রু গ্রোজা রোমানিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত হন।

https://en.m.wikipedia.org/wiki/Michael_I_of_Romania

গ্রোজার মন্ত্রিসভা ছিল জোট মন্ত্রিসভা এবং এটিতে কমিউনিস্ট দলীয় সদস্য ছাড়াও অন্যান্য দলের সদস্যরা অন্তর্ভুক্ত ছিল।

https://en.m.wikipedia.org/wiki/Romanian_anti-communist_resistance_movement

সেসময় যেহেতু রোমানিয়ার কমিউনিস্টদের জনপ্রিয়তা জনসাধারণের একটি নির্দিষ্ট অংশের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেহেতু কমিউনিস্টরা এককভাবে ক্ষমতা অধিকার করে নিজেদের বৈধতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে চায়নি। এজন্য রোমানীয় কমিউনিস্ট দলের মহাসচিব গর্গে গর্গিউ দেজ গ্রোজার মন্ত্রিসভায় যোগদান করেননি। ১৯৪৫ সালের ১০ মার্চ সোভিয়েত ইউনিয়ন রোমানিয়ার নিকট উত্তর ট্রানসিলভেনিয়া হস্তান্তর করলেও শর্ত জুড়ে দেয় যে, সেখানকার জাতিগত সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে হবে। ১৯৪৫ সালের ৮ নভেম্বর রাজা মাইকেলের 'নামকরণ দিবস' উপলক্ষে রাজতন্ত্রের সমর্থকরা বিক্ষোভের আয়োজন করে কমিউনিস্টদের বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভ ক্রমশ দাঙ্গায় রূপ নিলেও সোভিয়েত সৈন্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী বছরে সরকার যুদ্ধকালীন যেসব ব্যক্তি রোমানীয় সরকার, হাঙ্গেরি ও জার্মানির সঙ্গে সহযোগিতায় লিপ্ত ছিল তাদের সরকারের প্রতিটি স্তর থেকে অপসারণ করে। তারা ভূমি সংস্কার কার্যক্রম গ্রহণ করে এবং প্রথমবারের মতো রোমানীয় নারীদের ভোটাধিকার প্রদান করে। ১৯৪৬ সালের ১৯ নভেম্বর রোমানিয়ায় আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনে কমিউনিস্ট নিয়ন্ত্রিত 'গণতান্ত্রিক দলসমূহের জোট' ও তাদের সহযোগী দলগুলো ৬৯.৮% ভোট লাভ করে বিজয়ী হয়। রোমানীয় আইনসভার ৪১৪টি আসনের মধ্যে ৩৪৭টি কমিউনিস্টরা ও তাদের মিত্ররা লাভ করে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি প্রদান করেনি। গ্রোজার কমিউনিস্ট নিয়ন্ত্রিত সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধাপরাধের জন্য দায়ী রোমানীদের বিচারের সম্মুখীন করে এবং স্তালিনকে রোমানিয়ার 'সম্মানসূচক নাগরিকত্ব' প্রদান করে। ১৯৪৭ সালের ১০ ফেব্রুয়ারি মিত্রপক্ষ ও রোমানিয়ার মধ্যে 'প্যারিস শান্তিচুক্তি' স্বাক্ষরিত হয়। এর ফলে রোমানিয়া ১৯৪১ সালের ১ জানুয়ারিতে তাদের যে সীমানা ছিল, সেই পরিমাণ ভূমি লাভ করে। এতে বেসারাবিয়া ও উত্তর বুকোভিনা স্থায়ীভাবে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। রোমানীয়রা আনুষ্ঠানিকভাবে হাঙ্গেরির কাছ থেকে উত্তর ট্রানসিলভেনিয়া ফিরে পায়। রোমানিয়া সোভিয়েত ইউনিয়নের দাবি অনুযায়ী তাদেরকে ৩০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়। ১৯৪৭ সালের ৩০ ডিসেম্বর রোমানিয়ার রাজা মাইকেল পদত্যাগ করে এবং একই দিনে রোমানীয় কমিউনিস্টরা রোমানিয়াকে একটি 'গণপ্রজাতন্ত্র' ঘোষণা করে। রোমানিয়ার নতুন নামকরণ করা হয় 'গণপ্রজাতন্ত্রী রোমানিয়া'। ১৯৪৮ সালের ৩ জানুয়ারি প্রাক্তন রাজা মাইকেল সপরিবারে দেশত্যাগ করে।






Comments

Popular posts from this blog

শিবিরনামা [পর্ব-এক]

পশ্চিমাদের পুতুল সরকার [পর্ব-এক]

দেশ যখন ইসলামাইজেশন এর পথে [পর্ব-এক]