ঋষি সুনাক
উপমহাদেশবাসীর পিরিতের 'বংশোদ্ভূত' প্রধানমন্ত্রী ঋষি সুনাক আজ থেকে ১৪ বছর আগে প্রতিষ্ঠিত 'থেলেম (Theleme)' কোম্পানিটির সহ প্রতিষ্ঠাতা। পরে কোম্পানিটি 'মডার্না (Moderna)' নামের বায়োটেক কোম্পানিতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করে। সেই সময়ে মডার্নায় মাত্র কয়েকজন কর্মচারী ছিল, কিন্তু থেলেম সুস্পষ্টভাবে লাভের সম্ভাবনা টের পেয়েছিলো। অনেক বছর পার হওয়ার পর ব্রিটিশ সরকার হঠাৎ একটি নির্ভরযোগ্য কোভিড-১৯ ভ্যাকসিন খুঁজে পায় যখন সুনাক 'চ্যান্সেলর অব দ্য এক্সচেকার' ছিলেন।
https://en.m.wikipedia.org/wiki/Chancellor_of_the_Exchequer#:~:text=The%20chancellor%20of%20the%20Exchequer,member%20of%20the%20British%20Cabinet.
যখন মডার্না দাবি করেছিল যে তাদের ভ্যাকসিন ৯৪۔৫% কার্যকর, তখন ব্রিটিশ সরকার অবিলম্বে ৫ মিলিয়ন ডোজ কেনার জন্য চুক্তি করে তাদের সাথে। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে মডার্নাতে থেলেমের বিনিয়োগের সুফল প্রতিফলিত হতে থাকে। ২০২২ সালের জুন মাসের মধ্যে থেলেম মডার্না স্টকের ৬ মিলিয়নের বেশি শেয়ার সংগ্রহ করে এটিকে কোম্পানির বৃহত্তম শেয়ারহোল্ডার করে। যুক্তরাজ্য সরকারও কাকতালীয়ভাবে সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দুই মাসের মধ্যেই মডার্নার সাথে ১০ বছরের অংশীদারিত্ব ঘোষণা করে। চুক্তিটিতে সুনাকের সংস্থা থেলেমের জন্য বিশাল আর্থিক সুবিধা রয়েছে৷ অংশীদারিত্ব এবং মডার্নার ভ্যাকসিনের চাহিদা বৃদ্ধির ফলে কোম্পানির স্টক মূল্য আকাশচুম্বী হয়েছে, যার ফলে থেলেমের উল্লেখযোগ্য পরিমাণে লাভ হয়েছে। এগুলো কি কেবলই কাকতালীয় ব্যাপার নাকি এই ১০ বছরের চুক্তি ব্রিটিশ করদাতাদের মানিব্যাগ এবং তাদের স্বাস্থ্য উভয়টির বিনিময়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পকেট ভর্তি করছে?
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসাবে তার প্রথম প্রকাশ্য মন্তব্যে ঋষি সুনাক বলেছিলেন-
"আমি যে দলটিকে ভালোবাসি তাকে সেবা করতে পারা এবং যে দেশটির কাছে আমি অনেক ঋণী তাকে ফিরিয়ে দিতে পারা আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য।"
এই একটি বক্তব্যের মধ্যে দু'টি উল্লেখযোগ্য বাক্যাংশ রয়েছে। প্রথমত, সুনাক "দলের সেবা করা" একটি সৌভাগ্য বলে মনে করেন যুক্তরাজ্যের নাগরিকদের সেবা করার জন্য নয়, বরং "দলের সেবা" করার জন্য। দ্বিতীয়ত, "আমি যে দেশটির কাছে অনেক ঋণী তাকে ফিরিয়ে দেবো।" ইংল্যান্ডের সাউদাম্পটনে জন্মগ্রহণকারী সুনাক যুক্তরাজ্যের অন্যতম ধনী রাজনীতিবিদ হলেও তিনি তার স্ত্রীকে রক্ষা করার পদক্ষেপকেই বেছে নিয়েছিলেন যিনি যুক্তরাজ্যে কর প্রদান এড়িয়ে গেছেন।
বিবিসি'র অনুসন্ধানে বেরিয়ে এসেছে সুনাকের স্ত্রী বছরে ২۔১ মিলিয়ন পাউন্ড এবং ২০১৫ সাল থেকে মোট ১৫ মিলিয়ন পাউন্ড কর এড়িয়ে গেছে।
https://m.youtube.com/watch?v=uoEgxwdv-TI&embeds_euri=https%3A%2F%2Fexpose-news.com%2F&feature=emb_logo
সুনাক এবং তার স্ত্রীর যুক্তরাজ্যের ২২২তম ধনী ব্যক্তি হিসাবে সানডে টাইমসের ধনী তালিকায় নাম রয়েছে। তাহলে কিভাবে এই লোক তার কথিত 'পাওনা' ফিরিয়ে দিয়েছে?
https://www.aljazeera.com/news/2022/10/24/is-rishi-sunak-the-right-man-for-the-job
ঋষি সুনাক সংসদ সদস্য এবং পরে চ্যান্সেলর অব দ্য এক্সচেকার হওয়ার আগে একজন হেজ ফান্ড ম্যানেজার ছিলেন।
https://en.m.wikipedia.org/wiki/Hedge_fund
তিনি লন্ডনে অবস্থিত হেজ ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি Theleme Partners LLP-র প্রতিষ্ঠাতা ও সেখানে কাজ করতেন। Theleme Partners এর পরিমাণগত বিনিয়োগ কৌশলগুলোর জন্য পরিচিত যা লাভজনক বিনিয়োগ সনাক্ত করতে গাণিতিক মডেল ব্যবহার করে। সুনাক সেখানে একজন অংশীদার হিসেবে কাজ করতেন এবং তিনি সেই দলের অংশ ছিলেন যারা ফান্ডের ক্লায়েন্টদের পক্ষে অর্থ বিনিয়োগ করেছিল। তিনি রাজনীতিতে প্রবেশের আগে ২০১৫ সালে হেজ ফান্ড এর কাজ ছেড়ে দিয়েছিলেন। 'ডেইলি মেইল' এর তথ্য অনুযায়ী সুনাক বলতে অস্বীকার করেছেন তার এখনও থেলেমে অংশ আছে কিনা। তিনি দাবি করেছেন তিনি নাকি জানতেন না কিভাবে তার সম্পদ বিনিয়োগ করা হয়েছে!
https://www.dailymail.co.uk/news/article-8961355/Will-Rishi-Sunak-PROFIT-new-Moderna-coronavirus-vaccine-Hedge-fund-set-major-investor.html
https://awkwardgit.substack.com/p/theleme-partners-moderna-and-rishi
কিন্তু Theleme Partners হলো একটি হেজ ফান্ড যা মডার্নাতে ৫০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। আর ২০২০ সালের নভেম্বরে মডার্না তাদের কোভিড ইনজেকশন ৯৪۔৫% পর্যন্ত কার্যকর ঘোষণা করার সাথে সাথেই যুক্তরাজ্য সরকার অবিলম্বে ৫ মিলিয়ন ডোজ কেনার জন্য চুক্তি করেছিল। সুনাক সেসময় চ্যান্সেলর অব দ্য এক্সচেকার ছিলেন।
https://www.gov.uk/government/people/rishi-sunak
থেলেম প্রতিষ্ঠার আগে সুনাক ২০০১ এবং ২০০৪ এর মধ্যে বিনিয়োগ ব্যাংকিং ফার্ম গোল্ডম্যান শ্যাক্সের বিশ্লেষক হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। 'স্কাই হিস্ট্রি'র তথ্য অনুসারে ২০০৯ সালে তিনি 'থেলেম পার্টনারস' এর প্রতিষ্ঠা করেন।
https://www.history.co.uk/articles/little-known-facts-about-rishi-sunak
লিজ ট্রসের পাশাপাশি একজন প্রার্থী হিসাবে প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে সুনাক রাজনীতির বাইরে তার সাফল্যের উদাহরণ হিসাবে ব্যবসায়িক ক্যারিয়ারকে উপস্থাপন করেছিলেন। কিন্তু তিনি হেজ ফান্ডে তার কাজকে অতিরঞ্জিত করেছেন কিনা সে বিষয়ে প্রশ্নের সম্মুখীন হন। যুক্তরাজ্যের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা নিশ্চিত করেছে যে সুনাক সরাসরি কোনও বিনিয়োগ বা ক্লায়েন্টদের সাথে লেনদেন সম্পূর্ণ করতে সক্ষম ছিলেন না।
https://inews.co.uk/news/politics/rishi-sunak-hedge-funds-financial-career-outside-politics-1766725
আর স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এবং ফিনান্সের সিনিয়র লেকচারার ড۔ দেবরাজ বসু পরামর্শ দিয়েছেন যে, ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি ফাইলিং অনুসারে, বিনিয়োগ ব্যবস্থাপনায় সুনাকের কোনো ভূমিকা ছিল না। এটির ওয়েবসাইট অনুসারে থেলেমের বর্তমানে ব্যবস্থাপনায় ৮৮০ মিলিয়ন ডলারের সম্পদ রয়েছে।
https://hedgefundcontacts.com/blog/theleme-partners/
কিন্তু অন্যান্য উৎসগুলো আরও অনেক বেশি উল্লেখযোগ্য পরিমাণ বলছে। এ বিষয়ে Whalewisdom ও Wallmine এর তথ্য নিচের লিংকে দেয়া হলো-
https://whalewisdom.com/filer/theleme-partners-llp
https://wallmine.com/fund/2r5/theleme-partners-llp
Yahoo Finance এর ২০২২ সালের জুন মাসের তথ্য অনুযায়ী মডার্নাতে থেলেমের শেয়ারহোল্ডিংয়ের বাজারমূল্য ৯১৫ মিলিয়ন ডলার এবং এটি ছিল মডার্নাতে শীর্ষ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে ছয় নাম্বার অবস্থানে। Whalewisdom এর তথ্য অনুসারে থেলেম সার্ভিসেস লিমিটেড ৭৫% বা তারও বেশি থেলেম পার্টনারস এর মালিক।
https://whalewisdom.com/filer/theleme-partners-llp#tabadv_ownership_tab_link
যদিও যুক্তরাজ্যের কোম্পানিস হাউস দেখিয়েছে যে
থেলেম সার্ভিসেস লিমিটেড ৫০% এর বেশি কিন্তু ৭৫% এর কম শেয়ারের মালিক।
https://en.m.wikipedia.org/wiki/Companies_House
https://find-and-update.company-information.service.gov.uk/company/OC347655/persons-with-significant-control
থেলেম সার্ভিসেস লিমিটেড এর ৭৫% বা তার বেশি শেয়ার প্যাট্রিক ডিগোরসের হাতে রয়েছে।
https://find-and-update.company-information.service.gov.uk/company/06978736/persons-with-significant-control
সুতরাং কার্যকরভাবেই ডিগোরস থেলেম পার্টনারস এর নিয়ন্ত্রণকারী শেয়ারের মালিক। ২০১১ সালের দিকে থেলেম ছিল মডার্না ছিল একেবারে প্রথমদিকের বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম, যখন মডার্নার মাত্র দশজন কর্মচারী ছিল। ২০২০ সালের অক্টোবরে ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী যখন ডিগোরস মডার্নাতে বিনিয়োগ শুরু করেছিল প্রায় ১২৫ মিলিয়ন ডলারের সমপরিমাণের অর্থ দিয়ে।
https://www.wsj.com/articles/the-millionaire-who-gave-moderna-a-shot-11601650821
"এখন কোম্পানিটির মূল্য ২৭ বিলিয়ন ডলারেরও বেশি, অনেক ওষুধ প্রস্তুতকারকদের থেকেও বেশি যাদের ওষুধ ইতিমধ্যেই বাজারে রয়েছে, যদিও এটির কোনও পণ্য আয় নেই।"
উইকিপিডিয়া হতে জানা যায় এই ক্ষেত্রে আসার আগে ডিগোরস ফরাসি নৌবাহিনীতে ছিলেন। ২০০৩ সালে 'দ্য চিলড্রেনস ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজমেন্ট' হেজ ফান্ডের ক্রিস হোনের পাশাপাশি ডিগোরস একজন সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।
https://en.m.wikipedia.org/wiki/Patrick_Degorce
সুনাক সাক্ষাৎকারের সময় এই হেজ ফান্ডের ব্যাপারেই
আলোচনা করেছিলেন এবং ড۔ বসু বলেছিলেন সুনাকের আসলে বিনিয়োগ ব্যবস্থাপনায় কোনো ভূমিকা নেই। সুনাককে ৩১শে অক্টোবর, ২০২২ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছিল। তারপর প্রধানমন্ত্রী হওয়ার দুই মাসের মধ্যেই তার সরকার ঘোষণা করেছিল যে তারা মডার্নার সাথে ১০ বছরের অংশীদারিত্ব করেছে যা এই ঘটনাকে "টিকা এবং গবেষণার জন্য একটি বড় অগ্রগতি" হিসাবে অভিহিত করেছে।
স্বাস্থ্য ও সামাজিক তত্ত্বাবধান বিভাগ ঘোষণা করেছে যে অংশীদারিত্বের অর্থ হবে-
#এনএইচএস রোগীদের যুক্তরাজ্য নির্মিত কোভিড-১৯ জ্যাব সরবরাহের পাশাপাশি ফ্লু এবং রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস (আরএসভি) এর মতো অন্যান্য শ্বাসযন্ত্রের রোগের জন্য তৈরি অত্যাধুনিক ভ্যাকসিনের অ্যাক্সেস থাকবে।
#১৫০ টিরও বেশি জ্যাব তৈরি করা হয়েছে এবং সম্ভাব্য মহামারীর বিরুদ্ধে যুক্তরাজ্যের ভবিষ্যতে আরও পদক্ষেপ প্রমাণ করবে যে রোগীরা ভ্যাকসিন প্রযুক্তির সর্বশেষ অগ্রগতিতে দ্রুত অ্যাক্সেস থেকে উপকৃত হচ্ছে।
তাহলে যা যা বের হয়ে আসলো সেগুলো এক নজরে দেখা যাক-
#থেলেম, সুনাকের প্রতিষ্ঠিত একটি কোম্পানি মডার্নায় লক্ষ লক্ষ ডলার বিনিয়োগ করে, যখন সেখানে মাত্র দশজন কর্মচারী ছিল।
#যুক্তরাজ্য সরকার অবিলম্বে মডার্নার কোভিড-১৯ ইনজেকশনের ৫ মিলিয়ন ডোজ কেনার জন্য চুক্তি করে যখন তারা ঘোষণা করেছিল যে তাদের কোভিড ইনজেকশন "৯৪۔৫ শতাংশ পর্যন্ত কার্যকর হতে পারে", সেসময় সুনাক ছিলেন চ্যান্সেলর অব দ্য এক্সচেকার।
#থেলেম মডার্নার সর্বাধিক শেয়ারের মালিক।
#যুক্তরাজ্য সরকার ঘোষণা করেছে যে তারা মডার্নার সাথে একটি ১০ বছরের অংশীদারিত্ব চুক্তি করেছে যাকে "ভ্যাকসিন এবং গবেষণার জন্য প্রধান অগ্রগতি" হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে। কিন্তু একই সাথেএটি মডার্নার শেয়ারের মূল্যের জন্যও একটি বড় অগ্রগতি এবং সেজন্য ঋষি সুনাকের প্রতিষ্ঠান থেলেমের জন্য তো অবশ্যই।
এসব অবশ্যই বিশাল কাকতালীয় ব্যাপার!!!!
Comments