নারীদের জন্য স্তালিন যা করে গেছেন

 

"সোভিয়েত ইউনিয়নে নারীদের অর্থনৈতিক, সরকারী, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং জনসাধারণের কার্যকলাপের অন্যান্য সকল ক্ষেত্রে পুরুষদের সমান অধিকার দেয়া হয়। এই অধিকারগুলো প্রয়োগের সম্ভাবনা নিশ্চিত করা হয়েছে মহিলাদের পুরুষদের সমান অধিকার, কাজের জন্য অর্থ প্রদান, বিশ্রাম ও অবসর, সামাজিক বীমা এবং শিক্ষা, এবং রাষ্ট্র দ্বারা মা ও শিশুর স্বার্থ সুরক্ষা, বড় পরিবারের মা এবং অবিবাহিত মাকে রাষ্ট্রীয় সহায়তা, পূর্ণ বেতন সহ মাতৃত্বকালীন ছুটি, এবং প্রসূতি হোম, নার্সারি এবং কিন্ডারগার্টেনগুলোর বিস্তৃত নেটওয়ার্কের ব্যবস্থা করে। সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। এটি সম্পত্তির পরিমাণ নয়, জাতিগত উৎস নয়, লিঙ্গ বা অফিস নয়; তবে ব্যক্তিগত সক্ষমতা এবং ব্যক্তিগত শ্রম যা সমাজে প্রতিটি নাগরিকের অবস্থান নির্ধারণ করে। মহিলাদের উৎপাদনে এবং সাধারণ জনজীবনে সক্রিয়ভাবে অংশ নিতে সাহায্য করার জন্য সোভিয়েত রাষ্ট্র অসংখ্য নার্সারি এবং কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেছে, যেখানে মা তার সন্তানকে কর্মস্থলে রেখে যেতে পারেন। ১৯৩৭ সালে সোভিয়েত ইউনিয়নের নার্সারি এবং কিন্ডারগার্টেনে (মৌসুমি নার্সারি এবং কিন্ডারগার্টেন ব্যতীত) ১৮,০০,০০০ শিশুর থাকার ব্যবস্থা ছিল। তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা ১৯৪২ সালের মধ্যে ৪২,০০,০০০ শিশুর আবাসনের ব্যবস্থা করে। কৃষি মৌসুমে যৌথ খামার দ্বারা প্রতিষ্ঠিত মৌসুমী নার্সারি এবং কিন্ডারগার্টেনগুলো ১৯৩৭ সালে প্রায় ৫১,০০,০০০ শিশুর থাকার ব্যবস্থা করেছিল। পাবলিক ডাইনিং রুম এবং রেডি-টু-সার্ভ এবং রেডি-টু-কুক খাবারের ব্যাপক বিক্রিও নারীদের তাদের বাড়ির কাজের একটি বড় অংশ থেকে মুক্তি দেয়। সোভিয়েত ইউনিয়নে ৩০,০০০ টিরও বেশি পাবলিক ক্যাটারিং প্রতিষ্ঠান রয়েছে। ১৯৩৮ সালে তাদের টার্নওভারের পরিমাণ ছিল ১২,০০,০০,০০,০০০ রুবল। ১৯৩৯ সালের পরিকল্পিত টার্নওভার হলো ১৩,৫০,০০,০০,০০০ রুবল।"

- স্তালিন

স্তালিনের সময়ের সোভিয়েত সংবিধানের ১২২ নাম্বার আর্টিকেলে লেখা ছিল-

১۔ গর্ভপাতের প্রমাণিত ক্ষতির পরিপ্রেক্ষিতে গর্ভপাত সম্পাদন নিষিদ্ধ করা হয়েছে হাসপাতাল ও বিশেষ স্বাস্থ্য প্রতিষ্ঠান উভয় জায়গায় এবং ডাক্তারদের বাড়ি ও গর্ভবতী মহিলাদের নিজস্ব বাড়িতে। গর্ভপাত সম্পাদন কেবলমাত্র অনুমোদিত হবে যে ক্ষেত্রে গর্ভাবস্থার ধারাবাহিকতা জীবন বিপন্ন করবে বা গর্ভবতী মহিলার স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হবে এবং সমানভাবে যখন একটি গুরুতর রোগ পিতামাতা উত্তরাধিকার সূত্রে ছড়াতে পারেন এবং শুধুমাত্র হাসপাতাল বা প্রসূতি হোমের অধীনে।

২. একটি হাসপাতালের বাইরে বা অধীনে গর্ভপাত সম্পাদন উপরোক্ত শর্তগুলো লঙ্ঘন করলে গর্ভপাত সম্পাদনকারী ডাক্তারের ফৌজদারিভাবে শাস্তিযোগ্য এক থেকে দুই বছরের কারাদণ্ড হবে, যখন অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে গর্ভপাত করানো হবে বা চিকিৎসা বিদ্যায় বিশেষ জ্ঞান নেই এমন ব্যক্তিদের দ্বারা গর্ভপাত সম্পাদন হলে অপরাধের শাস্তি অনূর্ধ্ব তিন বছরের কারাদণ্ড নির্ধারিত

৩۔ একজন মহিলাকে গর্ভপাত করতে বাধ্য করার জন্য দুই বছরের ফৌজদারি শাস্তির কারাদণ্ড নির্ধারিত

৪. উল্লিখিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে গর্ভপাত করানো গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সামাজিকভাবে তিরস্কৃত একটি ফৌজদারি শাস্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে এবং গর্ভপাত নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের পুনরাবৃত্তি ঘটলে ৩০০ রুবল পর্যন্ত জরিমানা করতে হবে।

Comments

Popular posts from this blog

শিবিরনামা [পর্ব-এক]

পশ্চিমাদের পুতুল সরকার [পর্ব-এক]

দেশ যখন ইসলামাইজেশন এর পথে [পর্ব-এক]