সোভিয়েত ইউনিয়নে সমকামিতা - আলফনসো ক্যাসাল
সোভিয়েত আইনের অধীনে সমকামিতাকে অপরাধমূলকভাবে অনুমোদন দেয়া হয়েছিল এমন একটি বিষয় যা প্রায়শই সাধারণভাবে কমিউনিস্টদের মুখে নিক্ষেপ করা হয় এবং বিশেষত কমরেড স্তালিনকে 'অসম্মান' করতে ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে, 'স্তালিন সমকামীদের ঘৃণা করে' এমন কিছু যা আমি অনলাইনে ট্রটস্কিবাদী এবং নৈরাজ্যবাদীদের দ্বারা অসংখ্যবার পোস্ট করতে দেখেছি। আমার সন্দেহ আছে স্তালিন কখনো এই বিষয়ে একটি প্রকাশ্য কথা লিখেছেন বা বলেছেন কিনা। যে কোনো ক্ষেত্রে এই ধরনের একটি অভিযোগ, তার প্রকৃতির দ্বারা প্রসঙ্গ বর্জিত এবং বিভ্রান্তিকর। যা বলা দরকার তা হলো যে এই প্রশ্নে সোভিয়েত আইনী এবং চিকিৎসা মতামত বিশ্বে সাধারণভাবে যা গ্রহণ করা হয়েছিল তার চেয়ে আলাদা ছিল না; অর্থাৎ সমকামিতা ছিল একটি সাইকো সেক্সুয়াল ডিসঅর্ডার, মানসিক অসুস্থতার একটি রূপ। উপরন্তু, ফ্যাসিবাদের সাথে সমকামিতাকে সংযুক্ত করার চেষ্টা করা হয়েছে এমন যুক্তিতে বিশেষ করে বিবেচনা করা হয়েছে যে হিটলারের অনেক ব্রাউনশার্ট সমকামী ছিল।
https://en.m.wikipedia.org/wiki/Sturmabteilung
এটা যতটা খারাপ মনে হতে পারে, এটাকে ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখা দরকার। বিজ্ঞান অগ্রসর হয়, জ্ঞান বৃদ্ধি পায় এবং গভীর হয়। স্তালিনের সমস্ত জীবনব্যাপী মানব যৌনতার বিজ্ঞান এটির শৈশবকালে ছিল। ১৯৫৩ সালে স্তালিন মারা যান। তিনি 'যৌন বিপ্লব' এর আগে মারা যান এবং তিনি কখনোই আলফ্রেড কিনসে, মাস্টার্স এবং জনসন বা 'হাইট রিপোর্ট' সম্পর্কে শোনেননি।
https://en.m.wikipedia.org/wiki/Alfred_Kinsey
https://en.m.wikipedia.org/wiki/Masters_and_Johnson
https://www.britannica.com/topic/The-Hite-Report
প্রকৃতপক্ষে, কেবল ১৯৭৫ সালেই আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন নিজেই সমকামিতাকে একটি মানসিক ব্যাধি হিসাবে শ্রেণীবদ্ধ করা বন্ধ করে দিয়েছিল। ১৯৩০ এর দশকে স্তালিন এবং সোভিয়েত রাশিয়া চিকিৎসা ও মনস্তাত্ত্বিক বিজ্ঞানের অগ্রগতির পূর্বাভাস দেবে যা ভবিষ্যতে চল্লিশ বছর পর ঘটবে তা আশা করা নির্বুদ্ধিতা বা বিদ্বেষপূর্ণ। এটি উল্লেখ করা উচিত, তুলনামূলকভাবে সমকামিতার ক্ষেত্রে জিডিআর এর অনেক বেশি খোলা এবং ইতিবাচক নীতি ছিল।
https://en.m.wikipedia.org/wiki/East_Germany
এটি ব্যাখ্যা করা যেতে পারে যে যৌনবিদ্যায় অধ্যয়ন বিশ্বের অন্য যেকোনো স্থানের তুলনায় জার্মানিতে বেশি উন্নত ছিল৷ কিন্তু এটাকেও ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখতে হবে, শুধুমাত্র বৈজ্ঞানিক জ্ঞানের গভীরতা নয়, সাধারণভাবে সমাজে এই ধরনের জ্ঞানের বিস্তারের অংশ হিসেবে। ১৯৮৭ সালের মধ্যে, জিডিআর আইন বলে যে "সমকামিতা বিষমকামীতার মতই যৌন আচরণের একটি বৈকল্পিক প্রতিনিধিত্ব করে। তাই সমকামী লোকেরা সমাজতান্ত্রিক সমাজের বাইরে থাকবে না এবং নাগরিক অধিকারগুলো তাদের জন্য অন্যান্য সকল নাগরিকের মতোই বাস্তবায়ন করা হবে।"
সুতরাং, এখানেই আসল উত্তর। মার্কসবাদী-লেনিনবাদী হিসেবে আমরা বিজ্ঞানী। বিজ্ঞানী হিসাবে আমরা মানুষের জ্ঞান এবং উপলব্ধির অগ্রগতির চেষ্টা করি। এবং আমাদের জ্ঞান এবং উপলব্ধির সাথে সাথে আমাদের আদর্শও অগ্রসর হয়। আজ এই সুনামের যোগ্য একজনও কমিউনিস্ট নেই যিনি সমকামীদের অধিকারকে আন্তরিকভাবে সমর্থন করেন না। তদুপরি, আমি মনে করি এটিও উল্লেখ করা উচিত যে, সমকামিতা একটি মানসিক ব্যাধি ছিল এমন দৃষ্টিভঙ্গি সত্ত্বেও সোভিয়েত ফৌজদারি কোডের ১২১ ধারার প্রশ্নে থাকা প্রকৃত আইন বার্ষিক প্রায় ৮০০-১০০০ মামলা পরিচালনায় শুধুমাত্র পেডোফিলিয়ার ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল।
https://en.m.wikipedia.org/wiki/Pedophilia
উইকিপিডিয়া (প্রত্যেকের জন্য সহজলভ্য) ১৯৩০ সালের 'গ্রেট সোভিয়েত এনসাইক্লোপিডিয়া' উদ্ধৃত করে এভাবে:
সোভিয়েত আইন নৈতিকতার বিরুদ্ধে তথাকথিত অপরাধকে স্বীকৃতি দেয় না। আমাদের আইন সমাজের সুরক্ষার নীতির ভিত্তিতে এগিয়ে যায় এবং তাই শুধুমাত্র সেই ক্ষেত্রে শাস্তির মুখোমুখি হতে হয় যখন কিশোর এবং নাবালিকারা সমকামী স্বার্থের লক্ষ্য হয়…যখন সমকামিতা বিকাশের ত্রুটিকে স্বীকৃতি দেয়ার ক্ষেত্রে আমাদের সমাজ সমস্ত প্রয়োজনীয় শর্তগুলোর সাথে প্রতিষেধক এবং অন্যান্য চিকিৎসাবিদ্যার ব্যবস্থাগুলোকে একত্রিত করে দ্বন্দ্ব তৈরী করে যা সমকামীদের যতটা সম্ভব কম কষ্ট দেয় এবং সমষ্টির মধ্যে সমাজ থেকে তাদের সাধারণ বিচ্ছিন্নতা নিরসনের জন্য।
- সেরেইস্কি, গ্রেট সোভিয়েত এনসাইক্লোপিডিয়া, ১৯৩০, পৃ. ৫৯৩
https://en.m.wikipedia.org/wiki/Great_Soviet_Encyclopedia
প্রকৃতপক্ষে, সমকামীদের অধিকারের প্রশ্নে কমিউনিস্টরা তখনকার বুর্জোয়া সমাজের চেয়ে বেশি প্রগতিশীল ছিল। আবারও, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো বৈজ্ঞানিক বোঝাপড়ার স্তর এবং সেই জ্ঞান কতটা ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে পড়েছে। জার্মানিতে মানুষের যৌনতা নিয়ে মনস্তাত্ত্বিক ও চিকিৎসা গবেষণার দীর্ঘতম ইতিহাস ছিল। ১৯২০ এর দশকের প্রথম দিকে যৌনবিদ্যার একটি ইনস্টিটিউট ছিল। নাৎসিরা ক্ষমতায় এসে এটি বন্ধ করে দেয়। ইনস্টিটিউট অফ সেক্সোলজির নেতৃস্থানীয় চিকিৎসা গবেষকরা কেপিডির সাথে যুক্ত ছিলেন।
https://en.m.wikipedia.org/wiki/Communist_Party_of_Germany
এটা ঠিক, KPD, 'স্ট্যালিনিস্ট' জার্মান কমিউনিস্ট পার্টি। অনেক জার্মান কমিউনিস্ট শুধু সমকামীদের অধিকারেরই সমর্থক ছিলেন না, যৌন মুক্তির পথপ্রদর্শক ছিলেন। প্রকৃতপক্ষে, তাদের মধ্যে কয়েকজন নগ্নতাবাদের স্বাস্থ্যের গুণগান গেয়েছেন। এদের মধ্যে রয়েছেন মার্কাস উলফের বাবা এবং পরিবার।
https://en.m.wikipedia.org/wiki/Markus_Wolf
মার্কাস উলফ পরে জিডিআর এর বিদেশী গোয়েন্দা দফতরের প্রধান হন; সিআইএ যাকে 'মুখবিহীন লোক' বলে ডাকতো, কারণ তাদের কাছে তার ছবি ছিল না।
তদুপরি, "লেনিন সমকামিতাকে অপরাধমুক্ত করেন" একটি অত্যন্ত প্রিয় ট্রটস্কিপন্থী বক্রোক্তি যা তারা মার্কসবাদী-লেনিনবাদীদের দিকে নিক্ষেপ করতে পছন্দ করে। প্রকৃত ঘটনা একটু ভিন্ন:
"ফেব্রুয়ারি ১৯১৭ সালের বিপ্লবের পরে সমকামিতা বিরোধী আইন প্রত্যাহার করার উদ্যোগ বলশেভিকদের কাছ থেকে নয়, ক্যাডেটদের (সাংবিধানিক গণতন্ত্রী) এবং নৈরাজ্যবাদীদের (কারলিনস্কি, ১৯৮৯) কাছ থেকে এসেছিল। তা সত্ত্বেও, অক্টোবর বিপ্লবের পরে যখন পুরানো ফৌজদারি কোড বাতিল হয়ে যায় তখন সমকামিতা বিরোধী নিবন্ধটিও বৈধ হওয়া বন্ধ হয়ে যায়। ১৯২২ এবং ১৯২৬ এর রাশিয়ান ফেডারেশনের ফৌজদারি কোড সমকামিতার উল্লেখ করেনি, যদিও সংশ্লিষ্ট আইনগুলো এমন জায়গায় বলবৎ ছিল যেখানে সমকামিতা সবচেয়ে বেশি প্রচলিত ছিল - আজারবাইজান, তুর্কমেনিয়া এবং উজবেকিস্তানের ইসলামী প্রজাতন্ত্রের পাশাপাশি খ্রিস্টান জর্জিয়াতেও।"
https://en.m.wikipedia.org/wiki/Constitutional_Democratic_Party
"সোভিয়েত চিকিৎসক ও আইন বিশেষজ্ঞরা তাদের আইনের প্রগতিশীল প্রকৃতির জন্য খুব গর্বিত ছিলেন, ১৯৩০ এ চিকিৎসা বিশেষজ্ঞ সেরিস্কি (১৯৩০) গ্রেট সোভিয়েত এনসাইক্লোপিডিয়াতে লিখেছেন:
সোভিয়েত আইন নৈতিকতার বিরুদ্ধে তথাকথিত অপরাধকে স্বীকৃতি দেয় না। আমাদের আইন সমাজের সুরক্ষার নীতির ভিত্তিতে এগিয়ে যায় এবং তাই শুধুমাত্র সেই ক্ষেত্রে শাস্তির মুখোমুখি হতে হয় যখন কিশোর এবং নাবালিকারা সমকামী স্বার্থের লক্ষ্য হয়।" (পৃ. ৫৯৩)
"যেমন এঙ্গেলস্টেইন (১৯৯৫) ন্যায়সঙ্গতভাবে উল্লেখ করেছেন, পুরুষদের সমকামিতাকে আনুষ্ঠানিকভাবে অপরাধমুক্ত করার অর্থ এই নয় যে এই ধরনের আচরণ বিচারের পক্ষে অভেদ্য ছিল। মলদ্বার সহবাস বা লেসবিয়ানিজমের বিরুদ্ধে আনুষ্ঠানিক আইনের অনুপস্থিতি উচ্ছৃঙ্খল আচরণের একটি রূপ হিসাবে সমকামী আচরণের বিচার বন্ধ করেনি। ১৯২২ এর দণ্ডবিধি প্রকাশিত হওয়ার পর একই বছরে সমকামিতা অনুশীলনের জন্য কমপক্ষে দু'টি বিখ্যাত বিচার হয়েছিল। প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ভ্লাদিমির বেখতেরেভ সাক্ষ্য দিয়েছেন যে "এই ধরনের আবেগের প্রকাশ্য প্রদর্শন সামাজিকভাবে ক্ষতিকারক এবং অনুমতি দেয়া যায় না" (এঙ্গেলস্টেইন, ১৯৯৫, পৃ. ১৬৭)। ১৯২০ এর দশকে সোভিয়েত মেডিসিন এবং আইনের সরকারী অবস্থান, যেমন সেরিস্কির এনসাইক্লোপিডিয়ার নিবন্ধ দ্বারা প্রতিফলিত হয়েছিল, সমকামিতা একটি রোগ যা নিরাময় করা কঠিন, সম্ভবত এমনকি অসম্ভবও ছিল। তাই "সমকামী বিকাশের অযথার্থতা স্বীকার করার সময় আমাদের সমাজ সমস্ত প্রয়োজনীয় শর্তগুলোর সাথে প্রতিষেধক এবং অন্যান্য চিকিৎসাবিদ্যাগত ব্যবস্থাগুলোকে একত্রিত করে সমকামীদের পীড়াদায়ক দ্বন্দ্বগুলোকে যতটা সম্ভব কম বেদনাদায়ক করে তোলার জন্য এবং সমষ্টির মধ্যে সমাজ থেকে তাদের সাধারণ বিচ্ছিন্নতা নিরসনের জন্য" (সেরেইস্কি, ১৯৩০), পৃ. ৫৯৩)।
https://en.m.wikipedia.org/wiki/Laura_Engelstein
https://en.m.wikipedia.org/wiki/Vladimir_Bekhterev
“অনুচ্ছেদ ১২১ এর অধীনে বিচার করা ব্যক্তির সুনির্দিষ্ট সংখ্যা অজানা (প্রথম সরকারী তথ্য শুধুমাত্র ১৯৮৮ সালে প্রকাশিত হয়েছিল), তবে এটি বছরে প্রায় ১০০০ বলে বিশ্বাস করা হয়। ১৯৮০ এর দশকের শেষের দিক থেকে, সরকারী তথ্য অনুসারে, ১২১ ধারার অধীনে দোষী সাব্যস্ত হওয়া পুরুষের সংখ্যা ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে। ১৯৮৭ সালে ৮৩১ পুরুষকে সাজা দেয়া হয়েছিল (এই চিত্রটি সমগ্র সোভিয়েত ইউনিয়নকে বোঝায়); ১৯৮৯ সালে ৫৩৯; ১৯৯০ সালে ৪৯৭; ১৯৯১ সালে ৪৬২ এবং ১৯৯২ সালের প্রথম ৬ মাসের জন্য ২২৭, যাদের মধ্যে ১০ জন ব্যতীত সবাইকে ১২১۔২ অনুচ্ছেদের অধীনে সাজা দেয়া হয়েছিল (পরিসংখ্যানগুলো শুধুমাত্র রাশিয়ার জন্য, Gessen, 1994)। রাশিয়ান আইনজীবীদের মতে, বেশিরভাগ দোষী সাব্যস্ত হয়েছে প্রকৃতপক্ষে ১২১۔২ ধারার অধীনে, ৮০ শতাংশ মামলা ১৮ বছর বয়সী নাবালকদের জড়িত থাকার সাথে সম্পর্কিত (Ignatov, 1974)। ১৯৮৫ থেকে ১৯৯২ সালের মধ্যে ১২১ ধারার অধীনে ১৩০টি দোষী সাব্যস্ত করার বিশ্লেষণে দেখা গেছে যে ৭৪ শতাংশ অভিযুক্তকে ১২১۔২ এর অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছিল, যার মধ্যে ২০ শতাংশ শারীরিক শক্তি ব্যবহার করে ধর্ষণের জন্য, ৮ শতাংশ হুমকি ব্যবহার করার জন্য, ৫২ শতাংশ অপ্রাপ্তবয়স্কদের সাথে যৌনতার জন্য এবং যথাক্রমে ২ ও ১৮ শতাংশ নির্ভরশীল বা দুর্বল অবস্থায় থাকা ভুক্তভোগীদের শোষণের জন্য (Dyachenko, 1995)।"
https://en.m.wikipedia.org/wiki/Masha_Gessen
https://en.m.wikipedia.org/wiki/Fedir_Dyachenko
সুতরাং, উপসংহারে: লেনিন বিশেষভাবে সমকামী কার্যকলাপকে অপরাধমুক্ত ঘোষণা করেননি। জারবাদী ফৌজদারি কোড অন্যান্য সবগুলো সহকারে সমকামী বিরোধী আইন বাতিল ঘোষণা করা হয়েছিল। ১৯২২ এবং ১৯২৬ এর সোভিয়েত ফৌজদারি কোড সমকামিতার কথা উল্লেখ করেনি, কিন্তু ইসলামিক প্রজাতন্ত্র এবং জর্জিয়ায় বইগুলোতে সমকামী বিরোধী আইন রয়ে যায়। যখন সমকামিতা আবার সোভিয়েত ফৌজদারি কোডে প্রবেশ করে, তখন বিচার অপেক্ষাকৃত বিরল হয় (২০০ মিলিয়ন জনসংখ্যার মধ্যে প্রতি বছর ১০০০) এবং তাদের বিরুদ্ধে ধর্ষণ, শিশু নির্যাতন ও নির্ভরশীল এবং দুর্বল ব্যক্তিদের অপব্যবহারের লক্ষ্যবস্তু বানানোর দৃষ্টান্তের বিচার করা হয়েছিল। এগুলো হলো ফ্যাক্টস। আইন কি নিখুঁত ছিল? অবশ্যই না! এটি একটি ভালো আইন বা প্রশংসা বা প্রতিলিপি করার মতো কিছু ছিল? না। আইনের অপব্যবহার করা হয়েছে এবং নিরপরাধ লোকেদের অনুমোদন দেয়া হয়েছে? সম্ভবত, সমস্ত আইনি ব্যবস্থার মতো। কিন্তু আইনের উদ্দেশ্য এবং ব্যাপ্তি স্তালিন বিরোধী এবং 'সাম্যবাদ-বিরোধী বাম' প্রোপাগান্ডা যেটা বিশ্বাস করে তার থেকে অনেকটাই আলাদা।
Comments