পশ্চিমাদের পুতুল সরকার [পর্ব-চার]



কোটা সংস্কারের তথাকথিত সমন্বয়ক সারজিস আলমের এই বছরের জানুয়ারি মাসে ফেসবুকে দেয়া একটি পোস্ট:

"সবার আগে আমি একজন মুসলিম৷
আমি বিশ্বাস করি, ইসলাম ধর্মকে যদি আমি পরিপূর্ণ ভাবে ধারন করতে পারি তবে সত্যিকারের একজন মানুষ হয়ে অন্য সকল ইতিবাচক গুনাবলিকে ধারন করা সম্ভব ৷ কারন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান৷

একইসাথে আমি জানি, আমি এখনো প্র্যাক্টিসিং মুসলিম হয়ে উঠতে পারিনি৷ কিন্তু আমার ইচ্ছা ও চেষ্টা উভয়ই আছে ইনশাআল্লাহ৷ আমি জানি আমি এমন অনেক কিছু করেছি বা করছি যেটা ইসলামী দৃষ্টিকোণ থেকে করা উচিৎ হয়নি এবং আমার অনেক গুনাহ আছে৷ কিন্তু আমি প্রতিনিয়ত আমার গুনাহ গুলোকে কমিয়ে আনার চেষ্টায় রত, ইসলামী বিধিনিষেধ মেনে চলার চেষ্টায় রত এবং আমি অবশ্যই একজন প্র্যাক্টিসিং মুসলিম ও মুমিন বান্দা হিসেবে মৃত্যুবরণ করতে চাই৷

ইসলামের মূল ভিত্তি বিশ্বাস৷ অদেখায় বিশ্বাস৷ শর্তহীন আত্মসমর্পন৷ আমি আল্লাহ, রাসুল (সাঃ), জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, পরকাল কিছুই দেখিনি৷ কিন্তু আমি এগুলো পূর্ণ বিশ্বাস করি৷ আমি কোরআন নাযিল হতে দেখিনি, মহানবী (সাঃ) মুখ নিঃসৃত বাণী শুনিনি কিন্তু আমি কুরআন মাজীদ ও সহীহ হাদিসের প্রতিটি বাণী বিশ্বাস করি৷ সেসব বোঝার মতো পর্যাপ্ত জ্ঞান না থাকলে অন্ধভাবেই বিশ্বাস করি৷

যেমন আমি বিশ্বাস করি সুদ ঘুষ হারাম৷ কোনো অবস্থাতেই এটাকে বৈধতা দিতে যদি যুক্তি দেওয়া হয় তবে আমি তা শুনতে রাজি নই৷ আমি বিশ্বাস করি পর্দা ফরয৷ কিন্তু কোনো যুক্তিতেই এটার বিভিন্ন ভার্সন বা শিথিলতার আর্গুমেন্ট আমার কাছে খাটে না৷

কেউ মানতে পারে অথবা না মানতে পারে৷ এটার হিসাব ব্যক্তিগত৷ যদি আমি না মানি সে হিসাব আমার ৷

ইসলামী বিধি বিধানের বিষয়ে হ্যাঁ অথবা না৷ এর মাঝে মন মতো রুপ দাঁড় করানো, সুবিধা মতো স্ট্যান্ড নেয়া, উদারতার নামে ভন্ডামি করা৷ এসব জায়গা আমার কাছে নাই৷
No Gray Area.

একইভাবে সমকামীতা, Transgender এসব বিষয় ইসলামে সম্পূর্ন নিষিদ্ধ৷ তাই এসবের পক্ষ নেওয়া, সিম্প্যাথি দেখানো, এসবের পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তি দেখানো, প্রমোট করা আমার কাছে কখনোই গ্রহনযোগ্য নয়৷ কারো যদি এই ক্ষেত্রগুলোতে বিন্দু পরিমাণ সিম্প্যাথি থাকে তাহলে মনে করতে পারেন আমি আপনার দলভুক্ত নই এবং আমি চাই আপনার সাথে আমার দূর-দূরান্তেও কোনো সম্পর্ক না থাকুক৷"


মোসাদের এজেন্ট নুর এই তথাকথিত আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল৷ তার সম্পর্কে প্রতিবেদন-

https://youtu.be/0XVCbFqplUo?feature=shared




তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যের নিজের মুখে আমেরিকা বিরোধী হাসিনা সরকারের পতনের লক্ষ্যে কাজ করার স্বীকারোক্তি


কুখ্যাত 'হেফাজতে ইসলাম বাংলাদেশ' এর প্রাক্তন নায়েবে আমির খালিদ হোসেন এখন এই পশ্চিমাদের পুতুল সরকারের সদস্য৷ এরাই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, কর্মজীবী ও শ্রমজীবী নারীদের 'বেশ্যা' বলে সম্বোধন করেছিল৷ এরাই নারী শিক্ষার বিরুদ্ধে, বাল্য বিয়ের পক্ষে এখনো প্রচারণা চালায়৷



আসিফ মাহমুদ এবং নাহিদ দুইজনই মাদ্রাসার ছাত্র৷ রাজধানীর 'তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা' থেকে আলিম পাশ করেছিল এরা৷


এই কথিত আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ছিল একই মাদ্রাসার ছাত্র৷


আসিফ নজরুল এর মতো ক্রিমিনালদের সাথে তাদের বহু আগে থেকেই সংশ্লিষ্টতা ছিল৷


নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল এর সভাপতির আবু সাঈদ এর দলীয় পরিচয়ের ব্যাপারে নিজের মুখে স্বীকারোক্তি৷


তীব্র সমকামী ও ট্রান্সজেন্ডার বিরোধী এই জঙ্গি [ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক] কথিত আন্দোলনকারীদের পক্ষে কাজ করেছিল৷


যুদ্ধাপরাধীদের দল জামায়াত কর্তৃক ড۔ ইউনূসকে স্বাগত জানানো থেকেই বোঝা যায় পুরো ঘটনা পূর্বপরিকল্পিত৷



তারা নিজেরাই স্বীকার করছে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৭৩ জন ছিল মাদ্রাসার ছাত্র৷


আমেরিকা বিরোধী হাসিনা সরকারের পতন ত্বরান্বিত করতে এরা ফ্রান্সের 'ক্যাটাকম্বস অফ প্যারিস'কে প্রাক্তন সরকারের টর্চার সেল হিসেবে ব্যাপকভাবে প্রচার করেছিল৷


সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর লিখিত অনুমতি ব্যতীত রাষ্ট্রপতি কর্তৃক সংসদ বিলুপ্ত করার সাংবিধানিক ক্ষমতা না থাকলেও তাকে চাপ দিয়ে এই অবৈধ পদক্ষেপটি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতায় এসেছে ইউনূস গং৷



মোল্লারা ঘোষণা দিয়েই ভাস্কর্য আর হিন্দুদের মন্দির, বাড়ি আক্রমণের মিশনে নেমেছে৷ অথচ মৌলবাদীরা ঘটনাগুলোকে ভারত ও আওয়ামী লীগ এর চক্রান্ত হিসেবে প্রচার করছে৷



হতাহতের প্রকৃত সংখ্যাকে কয়েকগুণ বাড়িয়ে ব্যাপকভাবে প্রচার করা হয় আমেরিকা বিরোধী হাসিনা সরকারের পতন ত্বরান্বিত করতে৷


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই কথিত আন্দোলনকারী জামায়াত এর ছাত্র সংগঠন শিবির এর ক্যাডার৷


চট্টগ্রাম কলেজের সমন্বয়ক ছিল শিবির এর ক্যাডার৷


কথিত আন্দোলনে মারা যাওয়া মুগ্ধ পোস্ট দিয়ে স্বীকার করে গেছেন আন্দোলনে হুজুগে ছাত্রদের সাথে কারা ছিল মূলত৷



কাঠমোল্লা ও যুদ্ধাপরাধীদের দল এর কর্মী আবু সায়েদ এর পোস্ট এর নমুনা!

কোটা না মেধা?


Comments

Popular posts from this blog

শিবিরনামা [পর্ব-এক]

পশ্চিমাদের পুতুল সরকার [পর্ব-এক]

দেশ যখন ইসলামাইজেশন এর পথে [পর্ব-এক]