পশ্চিমাদের পুতুল সরকার [পর্ব-চার]
কোটা সংস্কারের তথাকথিত সমন্বয়ক সারজিস আলমের এই বছরের জানুয়ারি মাসে ফেসবুকে দেয়া একটি পোস্ট:
"সবার আগে আমি একজন মুসলিম৷
আমি বিশ্বাস করি, ইসলাম ধর্মকে যদি আমি পরিপূর্ণ ভাবে ধারন করতে পারি তবে সত্যিকারের একজন মানুষ হয়ে অন্য সকল ইতিবাচক গুনাবলিকে ধারন করা সম্ভব ৷ কারন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান৷
"সবার আগে আমি একজন মুসলিম৷
একইসাথে আমি জানি, আমি এখনো প্র্যাক্টিসিং মুসলিম হয়ে উঠতে পারিনি৷ কিন্তু আমার ইচ্ছা ও চেষ্টা উভয়ই আছে ইনশাআল্লাহ৷ আমি জানি আমি এমন অনেক কিছু করেছি বা করছি যেটা ইসলামী দৃষ্টিকোণ থেকে করা উচিৎ হয়নি এবং আমার অনেক গুনাহ আছে৷ কিন্তু আমি প্রতিনিয়ত আমার গুনাহ গুলোকে কমিয়ে আনার চেষ্টায় রত, ইসলামী বিধিনিষেধ মেনে চলার চেষ্টায় রত এবং আমি অবশ্যই একজন প্র্যাক্টিসিং মুসলিম ও মুমিন বান্দা হিসেবে মৃত্যুবরণ করতে চাই৷
ইসলামের মূল ভিত্তি বিশ্বাস৷ অদেখায় বিশ্বাস৷ শর্তহীন আত্মসমর্পন৷ আমি আল্লাহ, রাসুল (সাঃ), জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, পরকাল কিছুই দেখিনি৷ কিন্তু আমি এগুলো পূর্ণ বিশ্বাস করি৷ আমি কোরআন নাযিল হতে দেখিনি, মহানবী (সাঃ) মুখ নিঃসৃত বাণী শুনিনি কিন্তু আমি কুরআন মাজীদ ও সহীহ হাদিসের প্রতিটি বাণী বিশ্বাস করি৷ সেসব বোঝার মতো পর্যাপ্ত জ্ঞান না থাকলে অন্ধভাবেই বিশ্বাস করি৷
যেমন আমি বিশ্বাস করি সুদ ঘুষ হারাম৷ কোনো অবস্থাতেই এটাকে বৈধতা দিতে যদি যুক্তি দেওয়া হয় তবে আমি তা শুনতে রাজি নই৷ আমি বিশ্বাস করি পর্দা ফরয৷ কিন্তু কোনো যুক্তিতেই এটার বিভিন্ন ভার্সন বা শিথিলতার আর্গুমেন্ট আমার কাছে খাটে না৷
কেউ মানতে পারে অথবা না মানতে পারে৷ এটার হিসাব ব্যক্তিগত৷ যদি আমি না মানি সে হিসাব আমার ৷
ইসলামী বিধি বিধানের বিষয়ে হ্যাঁ অথবা না৷ এর মাঝে মন মতো রুপ দাঁড় করানো, সুবিধা মতো স্ট্যান্ড নেয়া, উদারতার নামে ভন্ডামি করা৷ এসব জায়গা আমার কাছে নাই৷
No Gray Area.
একইভাবে সমকামীতা, Transgender এসব বিষয় ইসলামে সম্পূর্ন নিষিদ্ধ৷ তাই এসবের পক্ষ নেওয়া, সিম্প্যাথি দেখানো, এসবের পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তি দেখানো, প্রমোট করা আমার কাছে কখনোই গ্রহনযোগ্য নয়৷ কারো যদি এই ক্ষেত্রগুলোতে বিন্দু পরিমাণ সিম্প্যাথি থাকে তাহলে মনে করতে পারেন আমি আপনার দলভুক্ত নই এবং আমি চাই আপনার সাথে আমার দূর-দূরান্তেও কোনো সম্পর্ক না থাকুক৷"
মোসাদের এজেন্ট নুর এই তথাকথিত আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল৷ তার সম্পর্কে প্রতিবেদন-
https://youtu.be/0XVCbFqplUo?feature=shared
![]() |
তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যের নিজের মুখে আমেরিকা বিরোধী হাসিনা সরকারের পতনের লক্ষ্যে কাজ করার স্বীকারোক্তি |
আসিফ মাহমুদ এবং নাহিদ দুইজনই মাদ্রাসার ছাত্র৷ রাজধানীর 'তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা' থেকে আলিম পাশ করেছিল এরা৷
এই কথিত আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ছিল একই মাদ্রাসার ছাত্র৷আসিফ নজরুল এর মতো ক্রিমিনালদের সাথে তাদের বহু আগে থেকেই সংশ্লিষ্টতা ছিল৷
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল এর সভাপতির আবু সাঈদ এর দলীয় পরিচয়ের ব্যাপারে নিজের মুখে স্বীকারোক্তি৷
তীব্র সমকামী ও ট্রান্সজেন্ডার বিরোধী এই জঙ্গি [ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক] কথিত আন্দোলনকারীদের পক্ষে কাজ করেছিল৷
যুদ্ধাপরাধীদের দল জামায়াত কর্তৃক ড۔ ইউনূসকে স্বাগত জানানো থেকেই বোঝা যায় পুরো ঘটনা পূর্বপরিকল্পিত৷
আমেরিকা বিরোধী হাসিনা সরকারের পতন ত্বরান্বিত করতে এরা ফ্রান্সের 'ক্যাটাকম্বস অফ প্যারিস'কে প্রাক্তন সরকারের টর্চার সেল হিসেবে ব্যাপকভাবে প্রচার করেছিল৷
সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর লিখিত অনুমতি ব্যতীত রাষ্ট্রপতি কর্তৃক সংসদ বিলুপ্ত করার সাংবিধানিক ক্ষমতা না থাকলেও তাকে চাপ দিয়ে এই অবৈধ পদক্ষেপটি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতায় এসেছে ইউনূস গং৷
মোল্লারা ঘোষণা দিয়েই ভাস্কর্য আর হিন্দুদের মন্দির, বাড়ি আক্রমণের মিশনে নেমেছে৷ অথচ মৌলবাদীরা ঘটনাগুলোকে ভারত ও আওয়ামী লীগ এর চক্রান্ত হিসেবে প্রচার করছে৷
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই কথিত আন্দোলনকারী জামায়াত এর ছাত্র সংগঠন শিবির এর ক্যাডার৷
চট্টগ্রাম কলেজের সমন্বয়ক ছিল শিবির এর ক্যাডার৷
কথিত আন্দোলনে মারা যাওয়া মুগ্ধ পোস্ট দিয়ে স্বীকার করে গেছেন আন্দোলনে হুজুগে ছাত্রদের সাথে কারা ছিল মূলত৷![]() |
কোটা না মেধা? |
Comments