দেশ যখন ইসলামাইজেশন এর পথে [পর্ব-এক]



তথাকথিত আন্দোলনের পর-

হাতে সৌদি আরবের পতাকা

ইসলামে পেইন্টিং, ভাস্কর্য তৈরী, গান গাওয়া, নৃত্য চর্চা ইত্যাদি মানুষের সুস্থ বিনোদন চর্চার মাধ্যমগুলো পর্যন্ত নিষিদ্ধ

বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য রক্ষা পায়নি

কথিত আন্দোলনের সময় পতাকার পাশে কালো কাপড়ের উপর লাল রঙের আরবি লেখাটা হচ্ছে 'ইয়া হুসাইন'

গণভবন আক্রমণের পর কালেমা লেখা পতাকা টাঙানো হয়

ইসলামে সিনেমা হারাম দেখেই সারা দেশের সিনেমা হলগুলোতে তান্ডব চালানো হয়






প্যাগানদের প্রতি উগ্র বিদ্বেষ পোষণকারী মুসলিম সম্প্রদায়ের হাতে তেঁতুলিয়া ডাক বাংলো


উগ্র মোল্লারা এবং তাদের অনুসারীরা সারা দেশের দেয়ালগুলোতে আরবি ক্যালিগ্রাফি ও মৌলবাদী লেখনী দ্বারা ভর্তি করছে

ইসলামে ধর্মীয় জ্ঞানের বাইরে জ্ঞানের অন্য কোনো উৎস থেকে অধ্যয়ন নিষিদ্ধ বলে সারা দেশের অনেকগুলো গণপাঠাগার জ্বালিয়ে দেয়া হয়েছে

মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে 'কালেমা চত্বর' বানানো হয়


দিনাজপুরে সাঁওতাল বিদ্রোহের নেতাদের ভাস্কর্য ভেঙে ফেলা হয়

দেশের বিভিন্ন জেলার 'শিশু একাডেমি'তে ভাঙচুর করা হয় যেখানে শিশুদের গান, নাচ, চিত্রাঙ্কন শেখানো হতো

বেগম রোকেয়ার কবর এদেশে নেই দেখে ভালোই হয়েছে। নইলে তার কবরের উপরও অশ্লীল শব্দটা লিখে দেয়া হতো।

নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো এখন প্রকাশ্যেই প্রচারণা চালায়

ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, ইউটিউবে হাজার হাজার মৌলবাদী সক্রিয়

দেশের বিভিন্ন সামরিক ও আধা সামরিক বাহিনীর অধিকাংশ সদস্য অত্যন্ত মৌলবাদী মানসিকতার। যেমন- সেনাবাহিনীর ক্যাডেট কলেজগুলোতে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক। ভর্তির আগে তাদের প্রসপেক্টাসগুলোতে পর্যন্ত এই ব্যাপারটা উল্লেখ করা থাকে। সেখানে আলাদা মসজিদ ও ইমাম রাখা হয়। নিয়মিত কোরান পড়াও বাধ্যতামূলক সেখানে। এরশাদের মতো লুইচ্চা আর জিয়ার মতো ক্রিমিনালও সেনাবাহিনীর লোক ছিল। এরাই পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে পাহাড়ি নারীদের উপর বর্বরতা চালায়, সেটেলারদের তান্ডবের সময় নীরব ভূমিকা পালন করে। ক্যাডেট কলেজে ক্লাস সেভেন থেকেই ইমাম দ্বারা মগজ ধোলাইয়ের কাজ শুরু হয়। প্রতিটা ক্যান্টনমেন্টে মসজিদ, ইমাম, খুৎবা এর ব্যবস্থা আছে। তনু হত্যার সাথে জড়িত ছিল এরাই। জাতিসংঘে কাজ করতে গিয়ে স্থানীয় নারীদের যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে এদের বিরুদ্ধেই।


বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামিক ড্রেসকোড অনুসরণ করে ইউনিফর্ম পরিধানের জন্য শিক্ষার্থীদের আদেশ দেয়া হচ্ছে

গণভবন লুটপাটের সময়ও নামাজ পড়ছিল তারা


একজন ৭৫+ বৃদ্ধার আন্ডার গার্মেন্টস নিয়ে উল্লাস করেছে কোরানের দুই হাফেজ

ময়মনসিংহ শশী লজ এর শত বছরের পুরানো ভেনিশিয়ান মার্বেলের তৈরি ফাউন্টেনের মাঝখানে ভেনাসের স্ট্যাচু ভেঙে ফেলা হয়েছে। অ্যান্টিক হিসাবে এই পিসটার দাম মিলিয়ন ডলার ছিল।

Comments

Popular posts from this blog

শিবিরনামা [পর্ব-এক]

পশ্চিমাদের পুতুল সরকার [পর্ব-এক]