দেশ যখন ইসলামাইজেশন এর পথে [পর্ব-দুই]



হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় একাত্তরের মুক্তিযোদ্ধা ধন মিয়ার বাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে। সারা দেশেই মুক্তিযোদ্ধাদের বাড়ি খুঁজে খুঁজে বের করে একই কাজ করা হচ্ছে।

সারা দেশে এভাবেই একাত্তরের মুক্তিযোদ্ধারের খুন করা হচ্ছে

নিজের দেশের সংসদ ভবন, সরকারি আবাসন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে চেয়ার, টেবিল, ফ্যান, হাঁস-মুরগি, ছাগল, মেয়েদের ব্রা এমনকি ফুলের টব পর্যন্ত লুট করা কথিত বিপ্লবীরা এখন ব্যস্ত সংখ্যালঘুদের মন্দির, বাড়িতে হামলা চালানো, আগুন লাগানো, ভাঙচুরে।

দেশের প্রতিটা অলিগলিতে মসজিদ থাকার পরও এরা আগেও জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে নামাজ পড়ার ঘটনা ঘটিয়েছে অনেকবার

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় একাত্তরের মুক্তিযোদ্ধার কবর ভেঙে ফেলেছে এরা। দেশের বিভিন্ন জায়গার মুক্তিযোদ্ধাদের কবরও এদের হাত থেকে রেহাই পায়নি।


জয়দেবপুরের বীর জনতার পাকিস্তানিদের প্রতিরোধের সম্মানে নির্মিত ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে


তুর্কি বর্বররা উপমহাদেশ আক্রমণের পর নালন্দা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার পুঁথি জ্বালিয়ে গোসলের পানি গরম করেছিল। খ্রিস্টান বর্বররা আলেকজান্দ্রা লাইব্রেরি ধ্বংস করেছিল। আইসিস বর্বররা ইরাক ও সিরিয়ার হাজার হাজার বছরের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলো ধ্বংস করেছিল। নাৎসি বর্বররা হাজার হাজার জ্ঞানের বই জ্বালিয়ে দিয়েছিল। তালেবান বর্বররা বামিয়ানের ঐতিহাসিক বৌদ্ধ ভাস্কর্য ধ্বংস করেছিল।


হিন্দুরা ছাড়াও সুফী মতবাদের আর মুসলিমদের অন্যান্য সেক্ট এর অনুসারীদের উপরও হামলা করা হয়েছে

বাংলাদেশের গর্ব শিল্পাচার্য জয়নুল আবেদিন এর ভাস্কর্য পর্যন্ত রক্ষা পায়নি তাদের হাত থেকে


নারায়ণগঞ্জ জেলার মদনপুরের এই গির্জাটা এভাবেই পুড়িয়ে দেয়া হয়েছে

খুন হওয়া ব্লগার অনন্ত বিজয় দাশ এর স্মৃতিফলকে 'ছাগু' লিখে রেখেছে মৌলবাদীরা

গণভবন লুটপাটের সঙ্গে জড়িত আরেক মোল্লা

মুক্তিযোদ্ধা এবং কর্নেল তাহেরের ভাই ডক্টর আনোয়ার হোসেন যার পরিবারের প্রতিটা সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অথচ তথাকথিত কোটা সংস্কার আন্দোলনের সময় হাসিনা সরকারের সমালোচনা করেছিলেন তিনিও। ৫ আগস্ট বিকেলে ছেলে ও ছেলের বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে যোগ দিতে সপরিবারে শাহবাগে যাওয়ার জন্য উত্তরা থেকে রওনা হয়েছিলেন। বিমানবন্দরের ঠিক সামনে পৌঁছালে ৪০ বছরের কাছাকাছি বয়সী এক ব্যক্তি অধ্যাপক আনোয়ার হোসেনের কাছে এসে চিৎকার করে বলতে থাকে-

"আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি সেই অধ্যাপক, যিনি ট্রাইব্যুনালে জামায়াতের বিরুদ্ধে ছিলেন। আপনাকে টেলিভিশনে দেখেছি।"

ঐ ব্যক্তি আনোয়ার হোসেনকে বিমানবন্দরের উল্টো দিকের একটি সরু গলিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আরও কয়েকজন চারপাশে জড়ো হয়ে ‘নারায়ে তাকবির’ বলতে থাকে। আনোয়ার হোসেন জামায়াতের বিরুদ্ধে কথা বলেছেন এবং তার গলা কেটে ফেলা হবে বলে উল্লেখ করে একজন। এরা বিভিন্ন জিনিস দিয়ে তার ওপর হামলা করে।

মুনা ফিউচার পার্ক এর প্রবেশদ্বার এর নামকরণ হয়েছে জামায়াত এর সক্রিয় কর্মীর নামে

তালেবানরা ক্ষমতা দখলের পর বিখ্যাত আফগান গায়িকা আরিয়ানা সাঈদ তার ইনস্টাগ্রাম একাউন্টে একটা ভিডিও শেয়ার করেছিলেন। এক বিদেশী সাংবাদিক তালেবানদের মন্ত্রিপরিষদের একজনকে পৃথিবীর গ্লোব নিয়ে নাড়াচাড়া করতে দেখে জিজ্ঞেস করেছিলেন আফগানিস্তান কোথায়। মন্ত্রী খুঁজতে খুঁজতে হয়রান হয়েও ব্যর্থ হয়। এই লুটপাটকারীদেরও সংসদের মর্যাদা বোঝার ক্ষমতা ছিল না দেখেই অত্যন্ত দৃষ্টিকটু পজিশনে সিগারেট খেয়েছে


পুরুষ হয়েও বোরখা পরিধান করে কিংবা সরাসরি ইসলামি জিহাদের পোশাকে তারা আন্দোলনে গিয়েছিল

বাংলাদেশের টিকটক ভিডিওগুলোতে পর্যন্ত মৌলবাদ ছড়িয়ে পড়েছে। যেমন- মেহেদী শুভ নামের এই ছেলে টিকটক করে মুমিনদের কাছে দ্রুত জনপ্রিয় হয়েছে মূলত তার ভিডিওগুলোতে আগে থেকে ঠিক করে রাখা নারীদের কথিত ওয়েস্টার্ন ড্রেস ছিড়ে বোরখা কিনে দিবে বলার কারণে। তার অনেকগুলো ভিডিওতে সে এসব পরিচিত মেয়েদের ড্রেস ছিড়ে দেয় আর বলে যে সে ঐ মেয়েদের বোরখা কিনে দিবে। আবার বাচ্চা আর নারীদের হাতে লাথি মেরে ইজরায়েলের কথিত কোমল পানীয় ফেলে দেয় কিছু ভিডিওতে সে।

শিবির এখন বুক ফুলিয়েই দেয়াল লিখন চালিয়ে যায়

মডারেট মুসলমানদের দ্বিচারিতা

এটা কেবল এক জেলাতেই সীমাবদ্ধ থাকবে না

Comments

Popular posts from this blog

শিবিরনামা [পর্ব-এক]

পশ্চিমাদের পুতুল সরকার [পর্ব-এক]

দেশ যখন ইসলামাইজেশন এর পথে [পর্ব-এক]