তথাকথিত আন্দোলনের পর- হাতে সৌদি আরবের পতাকা ইসলামে পেইন্টিং, ভাস্কর্য তৈরী, গান গাওয়া, নৃত্য চর্চা ইত্যাদি মানুষের সুস্থ বিনোদন চর্চার মাধ্যমগুলো পর্যন্ত নিষিদ্ধ বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য রক্ষা পায়নি কথিত আন্দোলনের সময় পতাকার পাশে কালো কাপড়ের উপর লাল রঙের আরবি লেখাটা হচ্ছে 'ইয়া হুসাইন' গণভবন আক্রমণের পর কালেমা লেখা পতাকা টাঙানো হয় ইসলামে সিনেমা হারাম দেখেই সারা দেশের সিনেমা হলগুলোতে তান্ডব চালানো হয় প্যাগানদের প্রতি উগ্র বিদ্বেষ পোষণকারী মুসলিম সম্প্রদায়ের হাতে তেঁতুলিয়া ডাক বাংলো । উগ্র মোল্লারা এবং তাদের অনুসারীরা সারা দেশের দেয়ালগুলোতে আরবি ক্যালিগ্রাফি ও মৌলবাদী লেখনী দ্বারা ভর্তি করছে ইসলামে ধর্মীয় জ্ঞানের বাইরে জ্ঞানের অন্য কোনো উৎস থেকে অধ্যয়ন নিষিদ্ধ বলে সারা দেশের অনেকগুলো গণপাঠাগার জ্বালিয়ে দেয়া হয়েছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে 'কালেমা চত্বর' বানানো হয় দিনাজপুরে সাঁওতাল বিদ্রোহের নেতাদের ভাস্কর্য ভেঙে ফেলা হয় দেশের বিভিন্ন জেলার 'শিশু একাডেমি'তে ভাঙচুর করা হয় যেখানে শিশুদের গান, নাচ, চিত্রাঙ্কন শেখানো হতো বেগম রোকেয়ার কবর এদেশে নেই দেখে ভালোই হয়েছে। নইল...
Comments