পশ্চিমাদের পুতুল সরকার [পর্ব-সাত]

 

এই ১৫৮ জন এর মধ্যে একজনও অমুসলিম বাঙালি কিংবা পাহাড়ি ছিল না [বাংলাদেশ সরকারের জনশুমারি অনুযায়ী দেশে ৫০টি অবাঙালি জাতি বাস করে]

শিবিরের পেইজে তাদের কথিত আন্দোলনে অবদান সংক্রান্ত স্বীকারোক্তি  

তাদের যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকার প্রকাশ্য ঘোষণা 

অন্যান্য জায়গায়ও এদের চাঁদাবাজি ও নৈরাজ্যবাদের খবর শোনা গেছে  

দালাল সরকারের নীরব সম্মতিতে সারা দেশের প্রতিটা ক্যাম্পাস শিবিরের দখলে চলে যাচ্ছে 

'ইনশাআল্লাহ' শব্দ উচ্চারণ করা ব্যক্তিকে পুরোহিত সাজিয়ে সংখ্যালঘুদের ফাঁসানো

দালাল সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও প্রতিবন্ধী ভাতা বন্ধ করে দিয়েছে  

১৫ আগস্ট শোক দিবস পালনের 'অপরাধে' পশ্চিমাদের এই সরকারের নীরব সম্মতিতেই আওয়ামী লীগের কর্মীদের ছাড়াও যাদের উপর নিপীড়ন চালানো হয় তারা অনেকেই ছিলেন একাত্তরের মুক্তিযোদ্ধা 


মুগ্ধ মারা যাওয়ার আগে বিএনপি আর জামায়াত এর অনুপ্রবেশের কথা বলে গিয়েছিল দেখেই তার বাড়িতে ইউনূস বা জামায়াত কেউ যায়নি


এই উপদেষ্টা নিহতদের শরীরে পাওয়া বুলেটের মডেলের তদন্ত করতে চাওয়ায় তাকে আগের জায়গা থেকে সরিয়ে দেয়া হয়। উল্লেখ্য, ৭۔৬২ রাইফেলের গুলি আমেরিকান গোয়েন্দারা ব্যবহার করে

রেমিটেন্স যোদ্ধাদের ২۔৫% প্রণোদনা বন্ধ করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার  

শিবির কর্মীরা কথিত আন্দোলনে গিয়ে এভাবেই সেলফি আপলোড করেছিল

দালাল সরকার আর তাদের পা চাটা সেনাবাহিনীর চোখের সামনেই শিবিরের একের পর এক হল দখল 

র' এর এজেন্ট বলে গুজব ছড়িয়ে অসংখ্য পুলিশকে হত্যা করা হয়েছে 

কথিত আন্দোলনের সময় অন্যতম উস্কানিদাতা ড۔ চৌধুরী সায়মা ফেরদৌস হচ্ছেন খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর মেয়ে 

বাম নাকি ভাম?

শত শত পাবলিক পরবর্তীতে জীবিত বের হয়ে এসেছে এভাবেই

সমালোচনা বিন্দুমাত্র বরদাস্ত করা হয় না যা ফ্যাসিস্ট এর প্রধানতম লক্ষণ

লুইচ্চাদের ছেড়ে দিয়ে একই টেবিলে ইফতার চলে, মিটিং করা হয়

এখন সে 'মহান নারীবাদী' সাজে

Comments

Popular posts from this blog

শিবিরনামা [পর্ব-এক]

পশ্চিমাদের পুতুল সরকার [পর্ব-এক]

দেশ যখন ইসলামাইজেশন এর পথে [পর্ব-এক]