সোভিয়েত পরবর্তী মধ্য এশিয়া


মহা খুশিতে সম্পূর্ণ না জেনে নাচতে থাকা পাবলিকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, তাজিকিস্তান মেয়েদের জন্য এই ধরনের জিন্স পরিধান নিষিদ্ধ করেছে

তাজিকিস্তানের বর্তমান রাষ্ট্রপতি প্রকাশ্যে ঈদের অনুষ্ঠান উৎযাপন আর হিজাব নিষিদ্ধের পথে হাঁটছেন। অথচ তিনি নিজে হজ করেছেন! তার ছেলে-মেয়েকে রাষ্ট্রের উচ্চ পদে বসিয়ে সীমাহীন সম্পদ গড়েছেন। সোভিয়েত তাজিকিস্তানের জাতীয় সংগীত পরিবর্তন করে উগ্র জাতীয়তাবাদী লিরিক্স ঢুকানোর ব্যবস্থা করেছেন ইয়েলৎসিন এর এই অতি প্রিয় পাত্র। ১৮ বছরের আগে ধর্ম পালন নিষিদ্ধ হলেও বর্তমানের বুর্জোয়া তাজিকিস্তানে ১৮ বছরের পর যে কেউ মোল্লাগিরি করতে পারে। গৃহযুদ্ধের সময় সোভিয়েত তাজিকিস্তানের শত শত উচ্চ শিক্ষিত বুদ্ধিজীবীদের মোল্লারা খুন করলেও এই লোক মোল্লাদের কঠোরভাবে দমন না করে তাদের সাথে সন্ধি করেছেন এবং মোল্লাদের অনেক প্রাচীনপন্থী নিয়ম চালু করেছেন সন্ধির শর্ত অনুযায়ী। সোভিয়েত তাজিকিস্তানের শেষ ভরসা মহান কমিউনিস্ট নেতা রাহমোন নাবিয়েভ'কে সপরিবারে খুন করিয়ে তার পরিবারের সদস্যদের খুনগুলোকে দুর্ঘটনা হিসেবে সাজানোর ব্যবস্থা করেছেন। 

অর্ডার অব দ্য রেড ব্যানার অব লেবার, অর্ডার অব দ্য অক্টোবর রেভোল্যুশন এবং অর্ডার অব লেনিন পদকে ভূষিত প্রথম সারির তাজিক কমিউনিস্ট নেতা রাহমোন নাবিয়েভ এর মৃত্যুর কারণকে হার্ট এটাক হিসেবে দেখানো হয় সেসময়। কিন্তু সরকারি এই ভাষ্য অধিকাংশের কাছে বিতর্কিত এবং তার মেয়ে মুনাভারা নাবিয়েভা প্রকাশ্যে বলেছিলেন যে তার বাবাকে খুন করা হয়েছে। তার স্ত্রী মারিয়াম নাভিয়েভ এর মৃত্যু সরকারি ভাষ্য অনুযায়ী ঘরে আগুন লেগে হয়! এমনকি তার বড়ো ছেলে রাশিদ এর মৃত্যুও বিতর্কিত (১৯৯৭)। গৃহযুদ্ধের সময় তাকে জঙ্গিরা অপহরণ করেছিল এবং অনেক দর কষাকষির পর তাকে ছেড়ে দেয় মৃত্যুর আগে।

সোভিয়েত তাজিকিস্তানের মহান বুদ্ধিজীবী আইনী'র শিক্ষা থেকে প্রজন্মকে দূরে সরাতে ইসমাইল সামানি'র রাজতন্ত্রকে হাইলাইট এর ব্যবস্থা করেছেন। ইয়েলৎসিন দ্বারা ক্ষমতায় আসা তাজিক রাষ্ট্রপতি ইমোমআলি হিসার ও ফারখোরে সাম্রাজ্যবাদীদের ছোট ভাই ভারতকে বিমান ঘাঁটি তৈরী করতে দিয়েছিলেন। সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন প্রজাতন্ত্র তাজিকিস্তানে অনার কিলিং এর ঘটনা অহরহ ঘটছে। মেয়েদের সাইকেল চালানো নিষিদ্ধ থাকার প্রাচীনপন্থী প্রথা গ্রামাঞ্চলে আবার ফিরে এসেছে দেশটিতে। পশ্চিমাদের গণতন্ত্র আমদানির পর এখন তালাক প্রথার দৌরাত্বে নারীরা চরম অসহায় অবস্থায় আছে সেখানে।

গুলমুরোদ সালিমোভিচ হালিমোভ এর জন্ম সোভিয়েত তাজিকিস্তানে। আফগানিস্তানের পর সেন্ট্রাল এশিয়ার দিকে নজর পড়া মার্কিনিদের প্রথম টার্গেট ছিল তাজিকিস্তান। অথচ এই বেঈমান ছিল গৃহযুদ্ধের বীর কর্নেল। বছরের পর বছর বীরত্বের সাথে সে নিজের দেশের বিপদে সার্ভিস দিয়ে গিয়েছিল। অথচ হঠাৎ করে আমেরিকা প্রশিক্ষণ নিতে যাওয়ার পরই সে যোগ দিয়ে দিলো আইএস এ! আবার ভিডিও রিলিজ করে মার্কিনিদের লোক দেখানো গালাগালি করলো! আরেক ভিডিওতে রাশিয়াতে কাজ করা লক্ষ লক্ষ তাজিক শ্রমিককে উদ্দেশ্য করে বলেছিল নাস্তিকদের গোলামী না করে আল্লাহ'র গোলামী করার জন্য আইএস এ যোগ দিতে! এই বদমাইশের ভাই লেফটেনেন্ট কর্নেল সাঈদমুরোদ হালিমোভ তাকে ফিরে আসার আহ্বান জানালে সে ভাইয়ের কল্লা কাটার হুমকি দেয়! এমনকি এই বদমাইশের দ্বিতীয় স্ত্রী ক্যাপ্টেন হুমায়রো মিরোভা যোগ দেয় আইএস এ! সেই সাথে এই বদমাইশের আট সন্তানের কয়েকজন যোগ দিয়েছে। পরে সে আইএস এর মিলিটারি কমান্ডার হয়। পশ্চিমা জোট আইওয়াশের জন্য ২০১৭ সালের ১৫ এপ্রিল তাকে ইরাকের মসুল শহরে মেরে ফেলার দাবী করলেও একই বছরের ৮ সেপ্টেম্বর রুশরা তাকে মারে সিরিয়ার দায়ের-আল-যাউর শহরে। যদিও তাজিক সরকার এখনো মনে করে সে বেঁচে আছে। সে এক ভিডিওতে বলেছিল তাজিকিস্তানে এসে শরিয়া আইন বাস্তবায়নের কথা। 

https://m.youtube.com/watch?v=MaUyp6-sn_8&feature=youtu.be

মোটকথা স্তালিন মারা যাওয়ার পর সোভিয়েত প্রজাতন্ত্রগুলোতে যাদেরই ক্ষমতায় আনা হয়েছে তারাই সমাজতন্ত্রের মহান আদর্শকে জলাঞ্জলি দিয়ে সোভিয়েতকে ঘুণপোকার মতো বরবাদ করেছে।

সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন প্রজাতন্ত্র কিরগিজস্তানে অলিম্পিকের নারী মেডেলিস্টদের হুমকি দিয়ে ফতোয়া জারি করেছে দেশটির মোল্লারা। উল্লেখ্য, রাইখস্টাগ ভবনে সোভিয়েত পতাকা প্রথম উত্তোলন করেছিলেন সোভিয়েত কিরগিজস্তানের লালফৌজের বীর যোদ্ধা রহিমজান কোশকারবায়েভ। মাতৃভূমির বিরুদ্ধে কাজ করা বেঈমানের ঘরে জন্মানো হীরা ছিলেন তিনি। সমাজতান্ত্রিক সিস্টেমের আগে কিরগিজস্তানে মেয়েদের জোর করে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করার বর্বর প্রথা ছিল গনিমতের মাল স্টাইলে যা সোভিয়েত আমলে শূন্যের কোটায় নিয়ে আসা হয়। পুঁজিবাদী ব্যবস্থায় ঢোকার পর বয়স লুকিয়ে অল্পবয়সী মেয়েদের বিয়ে পড়ানোর অপরাধে মোল্লারা গ্রেফতার হয় দেশটিতে নিয়মিত। কিরগিজস্তানের সাবেক রাষ্ট্রপতি কুরমানবেক সালিয়েভিচ বাকিয়েভ এর বাবা ছিলেন সোভিয়েত কিরগিজস্তানের একটি কালেকটিভ ফার্মের চেয়ারম্যান। আর এই লোক যুক্তরাষ্ট্রকে মানাস বিমানবন্দর ব্যবহারের অনুমতি দিয়েছিল! যুক্তরাষ্ট্র এই বিমানবন্দর ব্যবহার করতো আফগানিস্তানে সৈন্য পাঠানো ও রসদ সরবরাহের ট্রানজিট পয়েন্ট হিসেবে।

সোভিয়েত ইউনিয়নের আরেক প্রাক্তন প্রজাতন্ত্র তুর্কমেনিস্তানে নারীদের বিরুদ্ধে আপত্তিকর আইন চালু করা হয়েছে। এই আইন অনুযায়ী নারীরা তথাকথিত পশ্চিমা পোশাক পড়তে পারবে না, চুলে কালার করতে পারবে না, কোনো ধরনের প্লাস্টিক সার্জারি করতে পারবে না, আলাদা করে চোখে আইলিশ ব্যবহার করতে পারবে না, গাড়িতে আত্মীয় না এমন কারো উপস্থিতিতে ড্রাইভিং করতে পারবে না, ড্রাইভারের পাশে বসতে পারবে না, রাত আটটার পর নিজে ড্রাইভিং করতে পারবে না! তুর্কমেনিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি গুরবানগুলি বেরদিমুহা মেদোউ আগ্রাসী ভারতকে দওলেতাবাদ গ্যাসফিল্ড সাফ করে দেয়ার অনুমতি দিয়েছিলেন TAPI প্রজেক্টের মাধ্যমে। 

https://en.m.wikipedia.org/wiki/Turkmenistan%E2%80%93Afghanistan%E2%80%93Pakistan%E2%80%93India_Pipeline

https://en.m.wikipedia.org/wiki/Dauletabad_gas_field

যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোও এই গ্যাসফিল্ডে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

গর্বাচেভ এবং ইয়েলৎসিন, দুই শুওরের অতি প্রিয় পাত্র কাজাখ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকে পশ্চিমা গণতন্ত্র আমদানিকারী রাষ্ট্রপতি নুরসুলতান নাজারবায়েভ হজ করে এসেছে! স্তালিনের সমবায় ব্যবস্থা এই বেঈমানের বাপকে রক্ষা করেছিল ধনী কৃষকদের বর্বরতা থেকে। আর এই বেঈমান গর্বাচেভের গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা কর্মসূচিতে গর্বাচেভের চেয়েও বেশি উৎসাহে ঝাঁপিয়ে পড়ে সোভিয়েত কাজাখস্তানের বারোটা বাজিয়ে দিয়েছিল সেসময়। তার দালালিতে খুশি হয়ে গর্বাচেভ তাকে উপ রাষ্ট্রপতি বানাতে চেয়েছিল। ক্রুশ্চেভ এর বদমাইশিগুলোতে তার পূর্ণ সমর্থন ছিল। বেঈমানিতে সবাইকে ছাড়িয়ে যাওয়া ইয়েলৎসিনের প্রতি সমর্থনের পুরস্কারস্বরূপ সে পেয়ে যায় 'গণতান্ত্রিক' কাজাখস্তানের রাষ্ট্রপতির পদ! সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন এই প্রজাতন্ত্রে উগ্র ইসলাম ছড়ানোর পিছে তার অবদান তো আছেই! কাজাখস্তানের বর্তমান রাষ্ট্রপতি তোকায়েভ এর চাচা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে লালফৌজের বীর শহীদ। তিনি নিজেও তাজিক রাষ্ট্রপতির মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধে লালফৌজে ছিলেন। অথচ এই লোক অনেকগুলো মার্কিন কোম্পানিকে কাজ করার অনুমতি দিয়েছে। কাজাখস্তানের তেনগিজ তেল ক্ষেত্রে কেবল শেভরনের বিনিয়োগ আছে ৭০০ মিলিয়ন ডলার! আজারবাইজান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের গ্যাস ও তেল পরিবহণের জন্য বিশাল পাইপলাইন তৈরির কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। বাকু-তিবলিস-চেহান ও বাকু-তিবলিস-এরজুড়ুম পাইপলাইন তৈরির উদ্দেশ্যই ছিল জ্বালানির কর্তৃত্ব যুক্তরাষ্ট্রের হাতে রাখা। 

https://en.m.wikipedia.org/wiki/Baku%E2%80%93Tbilisi%E2%80%93Ceyhan_pipeline

https://en.m.wikipedia.org/wiki/South_Caucasus_Pipeline




মুসলমান অধ্যুষিত সোভিয়েত প্রজাতন্ত্রগুলো থেকে সোভিয়েতরা এই তিনজনকে মহাকাশে পাঠায়। অন্যদিকে মুসলমানদের পিরিতের ওসমানীয় সাম্রাজ্যের সময় এই অঞ্চলের মুসলমানদের শিক্ষার হার ছিল মাত্র ২%!

https://en.m.wikipedia.org/wiki/Andriyan_Nikolayev

https://en.m.wikipedia.org/wiki/Musa_Manarov

https://en.m.wikipedia.org/wiki/Toktar_Aubakirov

সোভিয়েত ইউনিয়নের সাবেক প্রজাতন্ত্রগুলোতে 'মোটোরিস্ট ডে' পালিত হয় অক্টোবর মাসে। সমাজতান্ত্রিক সিস্টেম থেকে বের হওয়ার পর দেশগুলোতে কতটা সম্পদের বৈষম্য সৃষ্টি হয়েছে সেটা বোঝা যায় এই এক দিবসের গাড়ির পরিসংখ্যান থেকেই। এই ডাটা কেবল তাজিকিস্তানের। প্রতিটা সাবেক প্রজাতন্ত্রে দেদারসে উচ্চবিত্তরা মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, অডি ইত্যাদি ব্র্যান্ডের গাড়ি আমদানি করেছে নিজেদের বিলাসী জীবনযাপনের অংশ হিসেবে।




আজারবাইজানের এক অধিবাসী বছরের প্রথমদিকে দুঃখ করে এই পোস্টটা দিয়েছিলেন তার অর্ধ সমাপ্ত বাড়ির ছবি সহ। তিনি লিখেছেন সোভিয়েত আমলে সমাজতান্ত্রিক সরকার তাদের বিনামূল্যে বাড়ি দিতো। অথচ বর্তমানে সোভিয়েত আমলের যৌথ কৃষি খামারের জায়গাগুলো দখল করে রুশ আর তুর্কি আবাসন ব্যবসায়ীরা শ্রমজীবী আজারবাইজানিদের চুষে নিজেরা দুবাই এ আরামে জীবনযাপন করছে। পোস্টদাতাকে পুলিশ পানি ছাড়া সারাটা দিন আটকে রাখে তিনি তার পরিশ্রমের অর্থে ঘর বানানো শুরু করার সময় ঘুষ দেননি বলে।



একটা ছবি কিরগিজস্তানের অভিনেত্রী নাজিরা আয়াতবেকোভা'র আর আরেকটা কাজাখ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক এর লাল ফৌজের বীর যোদ্ধার ছবি (আলিয়া মলদাগুলোভা)। পার্লামেন্টারি গণতান্ত্রিক সিস্টেমে নারী মুক্তির পথ বনাম সমাজতান্ত্রিক সিস্টেমে নারী মুক্তির পথ এর পার্থক্য এখানেই।


সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর প্রতিটা প্রজাতন্ত্রে একের পর এক প্রাচীনপন্থী নোংরা সংস্কৃতিগুলো এভাবেই ফিরে এসে বর্তমানে উৎকট আকার ধারণ করেছে। সতীত্ব পরীক্ষার নোংরামি এগুলোর মধ্যে অন্যতম।

"মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো বন্ধুত্ব গড়ে তোলা হয়েছে, ফলে আফগানিস্তানে মার্কিন আগ্রাসন যা ন্যুরেমবার্গ নীতিমালা অনুযায়ী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ - ভারত সরকার একেও বৈধতা দিয়েছে।"

- 'দ্য শেপ অব দ্য বিস্ট', অরুন্ধতী রায়

আমেরিকার নেতৃত্বে রাশিয়া তালেবান বিরোধী যে নর্দার্ন অ্যালায়েন্স এ যোগ দিয়েছিল সেই জোটের আফগান সদস্যরা ছিল যুদ্ধবাজ ও মাদক ব্যবসায়ীদের দলের লোক। এরা তাজিকিস্তানকে বরবাদ করে দিয়েছিল মাদক ছড়িয়ে দিয়ে। এরা তাজিকিস্তানকে প্রধান রুট হিসেবে ব্যবহার করতো আমেরিকা ও ইউরোপে মাদক পাচারের জন্য।

পুতিন কতটা 'সাম্রাজ্যবাদ বিরোধী' তা উঠে এসেছে 'An ordinary person's guide to empire' বইটিতে-

"....অপারেশন ইরাকি ফ্রিডম? আমি তা মনে করি না। এটি ছিল অপারেশন আসুন একটি রেস চালাই এর মতো, কিন্তু প্রথমে আপনার হাঁটু আমাদের ভাঙতে দিন। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে ফ্রান্স, জার্মানি এবং রাশিয়ার সরকার, যারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধকে বৈধতা দেয়ার জন্য একটি চূড়ান্ত রেজোলিউশন পাস করার অনুমতি দিতে অস্বীকার করেছিল, তারাই মার্কিন যুক্তরাষ্ট্রকে কতটা জিততে দেখতে চায় তা বলার জন্য একে অপরের বিরুদ্ধে লেগেছিল। প্রেসিডেন্ট জ্যাক শিরাক অ্যাংলো-আমেরিকান বিমানবাহিনীকে ফরাসি আকাশসীমা ব্যবহারের প্রস্তাব দেন। জার্মানিতে মার্কিন সামরিক ঘাঁটি খোলা ছিল ব্যবসার জন্য। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোশকা ফিশার প্রকাশ্যে 'দ্রুত পতনের' আশা প্রকাশ করেছিলেন সাদ্দাম হোসেনের শাসনামলের। ভ্লাদিমির পুতিন প্রকাশ্যে একই ধরনের আশা প্রকাশ করেন। এরা হচ্ছে সেসব সরকার যারা আঁতাত করেছিল জোরপূর্বক ইরাককে নিরস্ত্র করার জন্য, যারা আক্রমণ করেছে তাদের পক্ষ নিতে কাপুরুষোচিতভাবে ছুটে যাওয়ার আগেই। লুণ্ঠন ভাগাভাগি করার আশা ছাড়াও, তারা আশা করেছিল যে সাম্রাজ্যবাদীরা ইরাকের সাথে তাদের যুদ্ধ-পূর্ব তেল চুক্তিকে সম্মান করবে। শুধুমাত্র খুব সাদাসিধারাই আশা করতে পারে পুরানো সাম্রাজ্যবাদীরা অন্যরকম আচরণ করবে।...."

তাছাড়া ২০০১ সালে পশ্চিমারা আফগানিস্তান আক্রমণের সময় পুতিন এই আক্রমণকে সমর্থন জানিয়েছিল।

https://carnegieendowment.org/politika/90584#:~:text=Russia's%20then%2Dyoung%20president%2C%20Vladimir,view%20of%20the%20Taliban%20changed.


তথাকথিত সাম্রাজ্যবাদ বিরোধী পুতিন এই ভিডিও'তে যে কথাগুলো বলেছেন সেগুলোর বাংলা করলে দাঁড়ায়-

"আফগানিস্তানে সমস্যা আছে, সবাই জানে, তবে আমাদের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করা প্রয়োজন কারণ  তালেবান আফগানিস্তানে ক্ষমতায় রয়েছে, যারা এই দেশকে নিয়ন্ত্রণ করে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করা উচিত বলে আমি মনে করি।"

রাশিয়া থেকে কমদামে তেল ও অন্যান্য পণ্য সামগ্রী ক্রয় করবে ভাড়াটিয়া খুনিদের দ্বারা পরিচালিত আফগানিস্তান। আফগানিস্তানে রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভ বলেছেন মস্কো তালেবানদের সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। কাবুলভ বলেছেন বৈঠকের আমন্ত্রণ পত্র তালেবানদের পাঠানো হয়েছে।


Comments

Popular posts from this blog

শিবিরনামা [পর্ব-এক]

পশ্চিমাদের পুতুল সরকার [পর্ব-এক]

দেশ যখন ইসলামাইজেশন এর পথে [পর্ব-এক]