প্যাগানদের টিটকারি দেয়ার আগে


মুসলমানদের ছবি সংক্রান্ত চুলকানির ইতিহাস জানা যাক একটু। তারা আব্রাহামিক ধর্মগুলোর দুই পূর্বসূরীদের কাছ থেকে অনেক কিছুই মেরে দিয়েছে [যারা আবার মেরে দিয়েছিল অন্যান্যদের কাছ থেকে]। তারা তাদের পূর্ববর্তী জাতিগুলোর [ফিনিশীয়, আসিরীয় ইত্যাদি] কিংবা বিজিত অঞ্চলের জাতিগুলোর জ্ঞান ভান্ডারের সমৃদ্ধিকে কতটা আতঙ্কের চোখে দেখতো তা তাদের মিথগুলো থেকেই প্রমাণিত। ইহুদি ও খ্রিস্টানরা জ্ঞান অর্জন সংক্রান্ত গোঁড়ামি অনেকটা বর্জন করতে সক্ষম হলেও মুসলমানরা এখনো তা করতে সক্ষম হয়নি দেখেই তাদের এতো দুর্দশা

ইহুদি ও খ্রিস্টানদের মতে, সুলাইমান নবী যে ৭২টা খারাপ জিনকে একটা পিতলের পাত্রে বন্দি করে সমুদ্রে ফেলে দিয়েছিলেন, ব্যাবিলনীয়রা সেটি পেয়ে গুপ্তধন থাকতে পারে চিন্তা করে খুলে ফেলে। ৭১ জন নরকে ফিরে গেলেও 'বেলিয়াল' একটি ছবির মধ্যে প্রবেশ করেছিল।

'লেমেগেটন' নামক সুলাইমানের বইটিতে এই ৭২ জনকে নিয়ন্ত্রণের পদ্ধতি বর্ণিত আছে। অবধারিতভাবেই এই ৭২ জনের অনেকের নাম প্যাগানদের প্রতি উগ্র বিদ্বেষবশত তাদের উপাস্য দেবতা কিংবা দেবীর নামে রাখা হয়েছে। যেমন- মারকুইস, আম্মোন, ডিউক, অষ্টারোথ বা রাজা বাল ইত্যাদি। এই ৭২ জনকে জিন জাতির অন্তর্ভুক্ত মনে করা হলেও বিভিন্ন বর্ণনা অনুসারে এরা সবাই ফলেন এঞ্জেল। এদের মধ্যে কয়েকজনের ব্যাপারে নিচে সংক্ষেপে লেখা হলো-

ভূমিকম্পের জন্য AGARES কে দায়ী করা হয়। আর MARBAS মানুষকে রোগ দেয়, সেই সাথে যন্ত্রবিদ্যার জ্ঞান [মধ্যযুগের ধর্মান্ধ ইউরোপ বিজ্ঞান ও প্রযুক্তিকে সন্দেহের চোখে দেখতো, ইরানের মোল্লারা পশ্চিমাদের জ্ঞান-বিজ্ঞানের বই পর্যন্ত নিষিদ্ধ করেছে, আলেকজান্দ্রিয়া লাইব্রেরি জ্বালিয়ে দেয়া হয়েছিল। ধর্মগুলোর অনুসারীদের অধিক প্রশ্ন করতে নিরুৎসাহিত করা হয় এখনো।] মানুষের ফাঁসির মাধ্যমে আত্মহত্যার জন্য VALEFAR কে দায়ী করা হয়। প্রেমের মতো 'হারাম' কাজের জন্য AAMON কে দায়ী করা হয়। বিজ্ঞানের মতো 'শয়তানি' বিষয়ের দিকে মন চলে যাওয়ার জন্য BARBATOS কে দায়ী করা হয়। শিল্পকলার মতো 'শয়তানি' বিষয়ের দিকে মন চলে যাওয়ার জন্য PAIMON কে দায়ী করা হয়। যুক্তিবিদ্যা ও সকল ধর্মের অনুসারীদের প্রতি নৈতিকতা প্রদর্শনের 'নাফরমানি'র জন্য BUER কে দায়ী করা হয়। সিফিলিস এর জন্য GUSION কে দায়ী করা হয়। বিয়ের আগে ইন্টিমেসি জাতীয় 'হারাম' কাজের জন্য SITRI কে দায়ী করা হয়। BELETH নাকি মদ খেতে পছন্দ করে। যুদ্ধের সময় শক্তিশালী প্রতিপক্ষকে পাওয়ার কারণ হিসেবে LERAJE কে দায়ী করা হয়। প্রতিপক্ষের ভালো যুদ্ধ কৌশলের জন্য ABIGOR কে দায়ী করা হয়। ZEPAR নাকি নারীদের যৌনাঙ্গের আকার পরিবর্তন করতে পারে আর তাদের বন্ধ্যা করতে পারে। আল্লাহ'র দ্বারা নির্ধারিত চিকিৎসা পদ্ধতি 'রূকাইয়া' বাদ দিয়ে আয়ুর্বেদকে বেছে নেয়া এবং খনিজ পাথরের জ্ঞান লাভের জন্য [জিহাদ বাদ দিয়ে ] BATHIN কে দায়ী করা হয়। বিশ্বজগৎ সৃষ্টি সম্পর্কে আব্রাহামিক ধর্মগুলোর ব্যাখ্যার বাইরে 'উল্টাপাল্টা' কথা বলে SALLOS. অন্যদিকে PURSON 'বিধর্মীদের' গুপ্তধন পাইয়ে দেয়ার মাধ্যমে সম্পদশালী করে ও তাদের খ্যাতি বৃদ্ধি করে। Morax মানুষকে বিজ্ঞান ও জোত্যির্বিদ্যার মতো 'শয়তানি' বিষয়ে আকৃষ্ট করে। শত্রুপক্ষের প্রজ্ঞা ও সাহসের জন্য, মানুষকে রসিক বানাতে IPOS দায়ী। প্রতিপক্ষের ধূর্ততার জন্য AIM দায়ী। বিজ্ঞান, কলা ও যুক্তিবিদ্যার মতো 'শয়তানি' বিষয়ে আকৃষ্ট হওয়ার জন্য NABERIUS দায়ী। GAMIGIN মানুষকে 'বিজ্ঞান' নামক 'শয়তানি' বিষয়ে শিক্ষা দেয়। 'জিহাদ' বাদ দিয়ে মানুষ বক্তৃতা, শিল্প ও ভাষা শিখতে আগ্রহী হয় RONOVE এর কারণে। হত্যাকান্ড ও রক্তপাতের জন্য Glasya Labolas দায়ী, যে কিনা মানুষকে কলা ও বিজ্ঞানের দিকেও আকৃষ্ট করে। মানুষের অলসতার জন্য ASTAROTH দায়ী, যে কিনা আবার বিজ্ঞানের সকল জ্ঞান দান করে। মানুষকে শিল্প ও ভাষার জ্ঞান দান করে FORNEUS. অন্যদিকে FORAS FORCAS মানুষকে যুক্তি, নীতিশাস্ত্র, আয়ুর্বেদ ও খনিজ পাথরের জ্ঞান দেয়; মানুষকে বুদ্ধি, প্রজ্ঞা ও দীর্ঘায়ু দান করে সেআব্রাহামিক ধর্মের অনুসারীরা ASMODEUS কে আদম ও লিলিথের সন্তান হিসেবে ধরা হয় যে কিনা স্বামীদের দ্বারা ব্যভিচার, বৈবাহিক সম্পর্ক নষ্ট করা, স্বামী-স্ত্রীর মধ্যে ইন্টিমেসি বন্ধ করার জন্য দায়ী। GAAP মানুষকে বিজ্ঞান ও দর্শনের শিক্ষা দেয় এবং ভালোবাসা ও ঘৃণার অনুভূতি বাড়িয়ে দেয়। FURFUR ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতের জন্য দায়ী। STOLAS মানুষকে গাছপালা, জ্যোতির্বিজ্ঞান, আয়ুর্বেদ ও পাথর সম্পর্কিত জ্ঞান দান করে। PHENEX এর কাছে আছে বিজ্ঞান ও কাব্যের জ্ঞানভাণ্ডার। প্রতিপক্ষের দ্বারা নগর ধ্বংস হওয়া, প্রতিপক্ষের সশস্ত্র সৈন্য দ্বারা পূর্ণ হয়ে যাওয়ার জন্য HELPHAS দায়ী। প্রতিপক্ষের দ্বারা প্রাসাদ ও মন্দির ধ্বংস MALPHAS এর মাধ্যমে হয়ে থাকে। RAUM শহর ধ্বংস করে এবং গুপ্তধন চুরি করে এনে দেয় FOCALOR যুদ্ধের সময় প্রতিপক্ষের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয় এবং বায়ু ও পানিকে নিয়ন্ত্রণ করে। VEPAR সমুদ্রের পানির দিক পরিবর্তন, পানিকে স্থির রাখা, সাগরে ভাসমান জাহাজগুলো নিয়ন্ত্রণ করা, সাগরে জাদুর জাহাজ উদিত করা, শিকারের শরীরে ক্ষত সৃষ্টি করিয়ে হত্যার জন্য দায়ী। প্রতিপক্ষের সুউচ্চ প্রাসাদ, ভবন ও নগর ধ্বংসের জন্য SABNOCK কে কাজে লাগানো হয়; শরীরে দগদগে ঘা এর জন্য সে দায়ী। SHAX সম্পদ ও ঘোড়া চুরি করে; মানুষের দৃষ্টিশক্তি, বাকশক্তি ও বোঝার ক্ষমতা নষ্ট করে দেয়। VINE প্রাসাদ ধ্বংস করে, লুকানো গুপ্তধন খুঁজে বের করে, ডাইনীদের চিহ্নিত করতে পারে। BIFRONS মানুষকে জ্যোতির্বিদ্যা, জ্যামিতি, গণিত, আয়ুর্বেদ, মূল্যবাদ পাথর ও কাঠের জ্ঞান দান করে; সে কবর থেকে মৃতদেহ সরিয়ে অন্য স্থানে স্থানান্তর করে এবং কবরে মোমবাতি প্রজ্বলিত করে। UVALL কে ব্যবহার করা হয় কোনো নারীকে প্রেমে বশীভূত করতে। HAAGENTI মদকে পানিতে রূপান্তর করে এবং যেকোনো ধাতুকে স্বর্ণে পরিণত করে, সে মানুষকে প্রজ্ঞাবান করে। PROCEL মানুষকে জ্যামিতি ও বিজ্ঞানের শিক্ষা দেয়, পানিকে গরম করে বাষ্পে পরিণত করে, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে FURCAS মানুষকে বক্তৃতা, বিজ্ঞান, যুক্তি, জ্যোতির্বিদ্যা, হস্তবিদ্যা ও ভবিষ্যৎবাণীর জ্ঞান দান করে ALLOCES মানুষকে জ্যোতির্বিদ্যা ও বিজ্ঞানের শিক্ষা দেয়। ধর্মগুরু মার্টিন লুথারের সাথে CAIM এর লড়াইয়ের কিংবদন্তি প্রচলিত আছে, যে কিনা মানুষকে সকল প্রাণী ও পানির ভাষা বোঝার জ্ঞান দেয় MURMUR মানুষকে দর্শনের শিক্ষা দেয়। GEMORY নারীদের প্রেমে পড়তে বাধ্য করে মানুষ পাগল হয়ে যায় Ose এর কারণে, সে মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করে ও তাদের আকার পরিবর্তন করে দেয়; তার কারণে নাকি মানুষ নিজেকে রাজা বা এই জাতীয় কিছু মনে করে AMY মানুষকে বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যার শিক্ষা দেয়, যে মনে করে সে ১২০০০ বছর পর ঈশ্বরের পাশে অবস্থিত বেহেস্তের সপ্তম সিংহাসনে অধিষ্ঠিত হবে অনেক আলকেমিস্ট এর ধারণা ছিল BERITH সকল মৌলিক পদার্থকে বরফে পরিণত করতে পারে। VAPULA তার আহবানকারীকে দর্শন, বিজ্ঞান, যন্ত্রশিল্প ও হস্তশিল্পের জ্ঞান প্রদান করে। ZAGAN বোকাকে জ্ঞান দান করে, নির্বোধকে বিদ্ধমান বানায়; তার ছোঁয়ায় পানি মদে, রক্ত তেলে, তেল পানিতে ও মদ রক্তে রূপান্তরিত হয় যে কিনা যেকোনো বস্তুকে অর্থে পরিণত করতে সক্ষম BOTIS বন্ধু ও শত্রুকে শনাক্ত করতে সহায়তা করে। ANDRAS বিবাদ সৃষ্টি করে, শত্রুবধের উপায় বলে দেয়। HAURES শত্রুদের ধ্বংস করে। ANDREALPHUS মানুষকে পাখিতে রূপান্তর করতে পারে, তাদের ধূর্ত করে তোলে, জ্যামিতি ও জ্যোতির্বিদ্যা ছাড়াও সকল হিসাব নিকাশজনিত জ্ঞান প্রদান করে। আফ্রিকার আত্মারা KIMARIS এর দাসত্ব করে; সে মানুষকে ব্যাকরণ, যুক্তি ও কলার শিক্ষা দেয়; হারানো বস্তু ও গুপ্তধন খুঁজে বের করে AMDUSIAS মানুষকে গাছের উপর কর্তৃত্ব প্রদান করে এবং গাছেরা তার সামনে মাথা নত করে। BELIAL তুরস্কে দোজখের দূত এর দায়িত্ব পালন করছে যে যৌনতা, ব্যভিচার, কামনার দিকে মানুষকে আকৃষ্ট করে। ORIAS মানুষকে জ্যোতির্বিদ্যার জ্ঞান ও সুখ্যাতি দান করে। DECARABIA জাদুকরের সাথে পাখির বেশে ঘুরে; সে মানুষকে নানা গোপন খবর দেয়, আয়ুর্বেদ ও মূল্যবাদ পাথরের জ্ঞান প্রদান করে। DANTALION মানুষের চিন্তাধারার পরিবর্তন করতে সক্ষম, তাদের কলা ও বিজ্ঞানের শিক্ষা দেয় সে। ANDROMALIUS চুরি হয়ে যাওয়া জিনিস ও চোরকে খুঁজে বের করতে সক্ষম

এই ৭২ জন ছাড়াও সুলাইমান নবীর নাকি ৩১ জন বায়ু প্রেত ছিল যারা পৃথিবী, বায়ু, আগুন ও পানি - এই চারটি উপাদানের সাথে সম্পর্কযুক্ত যেকোনো কাজে সাহায্য করে। এদের অধীনে আবার রয়েছে লক্ষ লক্ষ জিন




Comments

Popular posts from this blog

শিবিরনামা [পর্ব-এক]

পশ্চিমাদের পুতুল সরকার [পর্ব-এক]

দেশ যখন ইসলামাইজেশন এর পথে [পর্ব-এক]