বাংলা ভাষায় বিদেশি শব্দ
ভাষা নিয়ে চুলকানি থাকা চাড্ডি ও মোল্লাদের কিছু বিদেশি শব্দের ব্যাপারে ধারণা দেয়া যাক যেগুলো এখন বাংলা ভাষাভাষীরা ব্যবহার করে।
তুর্কি: উজবুক, উর্দি, উর্দু, কঞ্চি, কাবু, কুর্নিশ, কুলি, কোর্মা, খাঁ, খান, চকমক, চিক, চোগা, চারু, ঝকমক, ঠাকুর, তকমা, তোপ, দারোগা, তুর্ক, বাবা, বেগম, বাবুর্চি, মোগল, লাশ, সওগাত, চাকু ইত্যাদি।
পর্তুগিজ: আনারস, আলপিন, পাউরুটি, চাবি, কফি, কাকাতুয়া, কেরানি, গির্জা, গোলাপ, আলকাতরা, আলমারি, বোমা, বোতাম, বালতি, বন্দর, বাসন, নিলাম, লোনা, পেঁপে, বাতাবি, সাবান, টুপি, ফিতা, আতা, গামলা, পাদরি, পিরিচ, পেরেক, হোলা, ইংরেজ, বর্গা, বারান্দা, টুপি, পুলিশ, পেয়ারা ইত্যাদি।
ফরাসি: এলিট, কার্টুজ, কুপন, খোরাকি, ডিপো, রেস্তোরাঁ, ক্যাফে, বুর্জোয়া, মাদাম, ব্যালে, গ্যারেজ, মেনু, বুফে, পিজা, সেমিজ, বিস্কুট, আঁতাত, জাহাজ, আঁশ, ম্যাটিনি, রেনেসাঁ, দিনেমার, প্রোগ্রাম ইত্যাদি।
ওলন্দাজ: ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন।
হিন্দি: বার্তা, পুরি, পানি, টহল, বাচ্চা, চানাচুর, মিঠাই, কাহিনী, খানাপিনা, সাচ্চা, চাচা, চাচী, দাদা, নানা, লুচি, ঠান্ডা, ফুফা ইত্যাদি।
গুজরাটি: খদ্দর, খাদি, হরতাল, জয়ন্তী, গরবা, চরকা।
সিংহলি: সিডর, বেরিবেরি।
পাঞ্জাবি: চাহিদা, শিখ, খলসা, গুরুদুয়ার।
ইতালিয়ান: সনেট, মাফিয়া, ম্যাজেন্টা, ম্যালেরিয়া।
মেক্সিকান: চকোলেট।
রুশ: কমরেড।
দক্ষিণ আফ্রিকান: জেব্রা, জিরাফ।
পেরু: কুইনাইন।
জার্মান: নাৎসি, কিন্ডারগার্টেন।
তামিল: চুরুট।
চিনা: চা, চিনি, লিচু, এলাচি, তুফান, সাম্পান, লবি ইত্যাদি।
বর্মি: কিয়াং, লুঙ্গি, ফুঙ্গি, লাম, ঠোঙা, প্যাগোডা ইত্যাদি।
জাপানি: রিকশা, হারিকিরি, জুডো, হাসনাহেনা, সুনামি ইত্যাদি।
গ্রিক: দাম, কেন্দ্র, সুড়ঙ্গ ইত্যাদি।
আরবি: আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, মোক্তার, রায়, আল্লাহ, ইসলাম, ঈমান, ওজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবি, যাকাত, হজ্জ, হাদিস, হারাম, খবর, শরিফ, তারিখ, বকলম, দাওয়াত, মশকরা, মশগুল, শালগম, দালাল, তবলা ইত্যাদি।
ফারসি: খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা, আইন, কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, মেথর, রসদ, আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রপ্তানি, হাঙ্গামা, বরফ, সোয়া, সবুজ, একতারা ইত্যাদি।
Comments