পশ্চিমারা কি আসলেই শ্রেষ্ঠ? (পর্ব-চার)
পশ্চিমারা এবং তাদের বিভিন্ন উন্নয়নশীল দেশের চামচারা আজীবনই এই অভিযোগ করে এসেছে যে, স্তালিন আর মাও সোভিয়েত ইউনিয়ন ও চীনে সকল সাহিত্যের মাঝে নাকি জোর করে সমাজতন্ত্র ঢুকিয়েছেন। এবার তাদের আচরণ দেখা যাক এক্ষেত্রে। এরা ছোটদের জনপ্রিয় কমিকস সিরিজ টিনটিন এ পর্যন্ত সোভিয়েত বিদ্বেষীতা ঢুকিয়েছে। অর্থাৎ এদের লক্ষ্য ছিল এবং এখনো যা আছে তা হচ্ছে, তাদের শিশুদের ছোটবেলা থেকেই সমাজতন্ত্র বিদ্বেষী হিসেবে গড়ে তোলা। এই সিরিজের লেখক উগ্র ডানপন্থী এবং রাজতন্ত্রের সমর্থক ছিলেন। তাছাড়া তার আরো কিছু বিতর্কিত ভূমিকা আছে।
https://en.m.wikipedia.org/wiki/Herg%C3%A9
.....................................................................................
সুইজারল্যান্ড এর অধিকাংশ মানুষ জার্মান ভাষায় কথা বলে। দেশটি মূল জার্মানি থেকে আলাদা একটা স্বাধীন ভূখন্ড হলেও অন্যান্য জাতিদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি জার্মানদের মতোই উন্নাসিক। যেমন- তাদের রাজনৈতিক দলগুলোর নেতাদের নির্বাচনের আগে অন্যতম প্রধান ইশতেহার হচ্ছে ফরাসিদের চাকরি ক্ষেত্রগুলো থেকে বের করে দেয়া। উল্লেখ্য, বুর্জোয়া অর্থনীতির এই দেশটির ৬৩% জনগণের নিজস্ব বাড়ি নেই। দেশটির প্রত্যেক নাগরিকের সামরিক প্রশিক্ষণ নেয়া বাধ্যতামূলক এবং প্রতিটা বাড়িতে অস্ত্র আছে। দেশটির রাষ্ট্রপতি প্রতি বছর জনগণের ভোটে নয়, বরং ফেডারেল কাউন্সিলের মাধ্যমে সুইজারল্যান্ড এর রাজ্যগুলোর প্রধান ৭ জন মন্ত্রীর দ্বারা নির্বাচিত হন। এই বিষয়ে আমজনতার গণভোটের দাবিকে অগ্রাহ্য করা হয়।
...................................................................................
ইউরোপের শিকারিরা শিকারের জন্য একটা ব্যতিক্রমী কৌশল ব্যবহার করে। তারা বিশাল বিশাল সব গাছের একেবারে উঁচুতে মাচা তৈরি করে যেন বন্য জন্তুরা তাদের গায়ের গন্ধ না পায়। এরপর তারা একটা লম্বা সময় ধরে নিচে খাবার ফেলতে থাকে পশুদের ঐ জায়গায় আসতে অভ্যস্ত করানোর জন্য। পশুরা এভাবে অসতর্ক হয়ে যায় একসময়। ফলে তারা সহজেই শিকারে পরিণত হয়।
.....................................................................................
ইউরোপিয়ানরা বিভিন্ন যুদ্ধে নিজেদের বর্বরতা ঢাকতে অদ্ভুত নিয়ম চালু করে। ফায়ারিং স্কোয়াডে কারো মৃত্যু কার্যকরের সময় মৃত্যুদণ্ড প্রাপ্ত একজনকে ঘিরে ধরে সাতজন সৈনিক। সাতটা রাইফেল ধরিয়ে দেয়া হয় তাদের হাতে। ঐ সাতটার মাঝে ছয়টায় থাকে আসল গুলি, একটা থাকে ফাঁকা। একই সময়ে, একই শব্দ করে গর্জে ওঠে সবগুলো বন্দুক। কেউ জানে না, কার রাইফেলের গুলিটা ফাঁকা। সবাই ভাবে, তার রাইফেলেই ফাঁকা গুলি ছিল। ঐ মানুষটার মৃত্যুর জন্য সে নয়, অন্য সৈন্যরা দায়ী। তাই সবাই নিজেকে নিরপরাধ ভাবে।
....................................................................................
অধিকাংশ মানুষের ধারণা অনুযায়ী নারীদের খৎনা কেবল আফ্রিকায়, বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোতে প্রচলিত হলেও সারা বিশ্বেই কম-বেশি এই বর্বরতা রয়ে গেছে। আগের শতকেও ইউরোপে ব্যাপক মাত্রায় ব্যাপারটা ঘটানো হতো। প্রচন্ড নারীবিদ্বেষী মনোবিজ্ঞানী ফ্রয়েড মতামত দিয়েছিলেন যে, নারীদের যোনি থেকে ভগাঙ্কুর অপসারণ করা উচিত [তার নারীবিদ্বেষী ধারণার ব্যাপারে হুমায়ুন আজাদের 'নারী' বইয়ে বিস্তারিত আছে]! তার ছাত্ররা আরেক ধাপ এগিয়ে মত দিয়েছিলেন যে, ভগাঙ্কুর এর উপস্থিতি নাকি সমকামিতার দিকে নিয়ে যায়!
https://en.m.wikipedia.org/wiki/Female_genital_mutilation#:~:text=The%20highest%20concentrations%20among%20the,Sierra%20Leone%20(90%20percent).
.......................................................................................
"এই নিউইয়র্ক শহরে ম্যানহাটন এলাকায় আমি অনেক যুদ্ধাহত আমেরিকানকে দেখেছি ভিক্ষা করে। যেখানে যুক্তরাষ্ট্র (ইরাক ও আফগানিস্তানে) যুদ্ধের পেছনে খরচ করেছে ৩ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার, সেখানে একজন যুদ্ধাহত নাগরিকের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি রাষ্ট্রটি!"
- 'বৈশ্বিক সন্ত্রাসবাদ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি', ড. তারেক শামসুর রেহমান
.....................................................................................
আগের শতকে পুঁজিবাদী পশ্চিমা দেশগুলো এই গুজবটা ছড়িয়ে জনগণকে বোঝাতো যে, কমিউনিস্ট দেশগুলো নাকি হিপ্পিদের দিয়ে তাদের দেশের মূল্যবোধ নষ্ট করাচ্ছে! তাদের সরকারগুলোর বিরুদ্ধে এদের দ্বারা আন্দোলন তৈরি করছে! এদের দ্বারাই নাকি দেশগুলোকে ধর্মহীন বানাচ্ছে!
.................................................................................
বর্বর মার্কিন সৈন্যরা ভিয়েতনামের কমিউনিস্ট গেরিলাদের উপর যেসব পদ্ধতিতে অত্যাচার করতো সেগুলোর মধ্যে একটি ছিল অতিশয় বিকৃত। তারা প্রথমে তাদের আন্ডারওয়ার খুলে দিতো। এরপর অনেকগুলো বিষাক্ত টিকটিকি প্যান্টের ভিতর ঢুকিয়ে জিপার বন্ধ করে দিতো। টিকটিকিগুলো বের হতে না পেরে পুরুষাঙ্গের উপর আক্রমণ করে গেরিলাদের মেরে ফেলতো।
....................................................................................
![]() |
| কারা যেন সোভিয়েতদের বিরুদ্ধে বাক স্বাধীনতার প্রশ্ন তুলে? |
.......................................................................................
যুক্তরাষ্ট্রের 'গ্রেটার মিডল ইস্ট পলিসি'তে সুস্পষ্টভাবে তাদের গৃহপালিত সরকারে তথাকথিত তরুণ প্রতিনিধি ও এনজিও কর্মীদের রাখার কথা বলা আছে।
....................................................................................
মাইকেলেঞ্জেলো'র আরবিনো নামে ১৪ বছরের একজন কিশোর শিষ্য ছিল। ইতিহাসবিদদের মতে এই কিশোরের সাথে তাঁর সমকামিতার সম্পর্ক ছিল। ছেলেটির অসুখ হলে তিনি আর কাউকে দিয়ে সেবা না করিয়ে নিজেই সেবা করতেন। ছেলেটি মারা যাওয়ার পর তিনি প্রচন্ড বদমেজাজি হয়ে যান। তিনি নার্সিসিজমে আক্রান্ত ছিলেন। যেমন- তাঁর মতে সেন্ট পিটারের ব্যাসিলিকাতে সাংগালোর (Giuliano da Sangallo) নকশা নাকি ভালো হয়নি। তিনি সরাসরি বলেছিলেন এটা নাকি সেসব গরু-গাধাদের জন্য যারা শিল্প সম্পর্কে কিছু বুঝে না।
..................................................................................
জন কোটসওয়ার্থ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত 'History of the Cold War' এ দেখিয়েছেন সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপ থেকে তথাকথিত 'ভিন্ন মতাবলম্বীরা' ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ভিড় করেছিল এবং তাদের ব্যবহার করে পশ্চিমারা কিভাবে সাম্রাজ্যবাদবিরোধী প্রগতিশীলদের দুনিয়া থেকে গায়েব করে দিয়েছিল।
..................................................................................
যেই ডিজাইনার কাতারে জেনারেল টমি ফ্র্যাঙ্কস এর জন্য আড়াই লক্ষ ডলারের সেট তৈরী করে দিয়েছিলেন; সেই একই ডিজাইনার ডিজনি, এমজিএম ও গুড মর্নিং আমেরিকা'র সেট তৈরী করে দেন। কাতারের ঐ নিউজ কাভারেজ এর সেট থেকেই 'অপারেশন শক এন্ড অ' এর উপর মিথ্যাচারগুলো প্রচারিত হতো।
https://en.m.wikipedia.org/wiki/Tommy_Franks
https://en.m.wikipedia.org/wiki/Metro-Goldwyn-Mayer
https://en.m.wikipedia.org/wiki/Shock_and_awe
.....................................................................................
![]() |
| এই নারী ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ'কে ফেসবুকে 'ট্র্যাশ' বলায় তার এক বছরের জেল এবং ১৫ হাজার ইউরো জরিমানা হয়! |
..........................................................................................
"দক্ষিণ ভিয়েতনাম দখল করে আমেরিকা যখন গ্রামাঞ্চলে বোমাবর্ষণ শুরু করলো, অসংখ্য মানুষ হত্যা করলো এবং বেঁচে থাকা হাজার হাজার মানুষকে বাধ্য করলো নগরে এসে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে, স্যামুয়েল হান্টিংটন পুরো প্রক্রিয়ার নাম দিলেন 'নগরায়ন'।"
- দ্য শেপ অব দ্য বিস্ট, অরুন্ধতী রায়
...............................................................................................
১৯৪১ সালে অধিকৃত ফ্রান্সে নাৎসিরা স্থানীয় পতিতাদের কাছ থেকে ব্যাপকভাবে সিফিলিস রোগে আক্রান্ত হতে শুরু করে। সমস্যা এতটাই বড় ছিল যে তা হিটলার পর্যন্ত পৌঁছেছিল। তিনি এমন একটি পুতুল তৈরির আদেশ দিয়েছিলেন যা বাড়ি থেকে অনেক দূরে অবস্থানরত সৈন্যদের চাহিদা মেটাতে পারে। কয়েক মাস পর তাকে বোরগিল্ড দেখানো হয়েছিল, যা ছিল একজন মহিলার প্রায় নিখুঁত কৃত্রিম মূর্ত রূপ। হিমলার বৃহৎ সংখ্যায় পুতুলটি অর্ডার করেছিলেন এবং সেগুলোকে ফ্রন্টে পাঠাতে শুরু করেছিলেন।
https://en.m.wikipedia.org/wiki/Heinrich_Himmler
......................................................................................
"আমার মনে আছে, আমি যখন ১৯৭০ সালে লিঙ্গ বৈষম্য নিয়ে প্রথম কাজ করি, তখন দেখে প্রায় হতবাক হয়ে গিয়েছিলাম যে বহু ব্যবহৃত Handbook of Human Nutrition Requirement বইটিতে ভিন্ন ভিন্ন পেশায় নিযুক্ত লোকেদের 'ক্যালোরির প্রয়োজনীয়তা' সম্বন্ধে বলতে গিয়ে গৃহকর্মকে বেছে নেওয়া হয়েছে একটি 'পরিশ্রমহীন কাজ' হিসাবে, যাতে নাকি খুব সামান্যই শক্তির দরকার হয়ে থাকে। এই প্রভাবশালী নির্দেশিকা WHO (World Health Organisation) ও FAO (Food and Agriculture Organisation) দ্বারা যৌথভাবে নিযুক্ত একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে লেখা হয়েছিল।"
- 'দি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান', অমর্ত্য সেন
...........................................................................................
১৯৯০-২০০২ সালের মধ্যে ১০ জন ট্রেড ইউনিয়ন নেতাকে ভাড়াটিয়া হত্যাকারীর দ্বারা খুন করানোর অভিযোগ আছে কোকা কোলা কোম্পানির বিরুদ্ধে।
.......................................................................................
ব্রিটিশ ঐতিহাসিক নিয়াল ফার্গুসন তার 'এম্পায়ার' বইটিতে নির্লজ্জের মতো সাম্রাজ্যবাদের 'উপকারিতা' (বিশেষ করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের) তুলে ধরেছেন।
.....................................................................................
পার্সি বিশি শেলি নিধার্মিক হওয়ার কারণে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাঁকে বহিষ্কার করে।
....................................................................................
মার্কিন কবি এজরা পাউন্ড হিটলার ও মুসোলিনির ফ্যাসিস্ট মতবাদ সমর্থন করতেন প্রকাশ্যেই! টি এস এলিয়ট, আর্নেস্ট হেমিংওয়ে এবং জেমস জয়েস এর মতো লেখক নিজেদের লেখা প্রকাশের সময় তাকে দিয়ে সম্পাদনার কাজ করিয়েছেন!
...................................................................................
১৯৪৪ সালে Waffen-SS নামক হিটলারের প্যারা মিলিটারি বাহিনীতে যোগ দিলেও সাহিত্যিক গুন্টার গ্রাসকে ১৯৯৯ সালে নোবেল পুরস্কার দেয়া হয়!
...................................................................................
'Agricultural' শব্দটির ইংরেজিতে আরো কিছু অর্থ আছে যেগুলোর বাংলা করলে দাঁড়ায় অনার্য, অসভ্য, অসংস্কৃত!
..................................................................................
স্তালিন ও সোভিয়েত বিরোধী উপন্যাসের 'Animal Farm' এর লেখক অরওয়েল উপমহাদেশে অত্যাচার চালাতে ব্রিটিশদের তৈরী 'ইন্ডিয়ান ইম্পেরিয়াল পুলিশ ফোর্স' এর 'এসিস্টেন্ট সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ' ছিলেন। অবধারিতভাবেই কোল্ড ওয়ারের সময় এটি পশ্চিমা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পায়।
...................................................................................
পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে পাওলো কোয়েলহো নিচের কথাগুলো বলে টিটকারি দিয়েছেন 'Like the Flowing River' বইয়ে-
ধন্যবাদ, রাষ্ট্রপতি বুশ*
ধন্যবাদ, মহান নেতা জর্জ ডব্লিউ বুশ।
সাদ্দাম হোসেন কতটা বিপদের প্রতিনিধিত্ব করেন তা সবাইকে দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। অন্যথায় আমাদের অনেকেই হয়তো ভুলে যেতাম যে তিনি তার নিজের জনগণের বিরুদ্ধে, কুর্দিদের বিরুদ্ধে এবং ইরানিদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিলেন। হুসেন একজন রক্তপিপাসু স্বৈরশাসক এবং আজকের বিশ্বের মন্দের সবচেয়ে স্পষ্ট প্রকাশগুলির মধ্যে একটি। কিন্তু আপনাকে ধন্যবাদ জানানোর এটাই আমার একমাত্র কারণ নয়। ২০০৩ সালের প্রথম দুই মাসে, আপনি বিশ্বকে আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়েছেন এবং তাই আমার কৃতজ্ঞতা প্রাপ্য। তাই, ছোটবেলায় শেখা একটি কবিতা মনে রেখে, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। সবাইকে দেখানোর জন্য ধন্যবাদ যে তুর্কি জনগণ এবং তাদের সংসদ বিক্রির জন্য নয়, এমনকি ২৬ বিলিয়ন ডলারের জন্যও নয়। ক্ষমতায় থাকা ব্যক্তিদের সিদ্ধান্ত এবং জনগণের ইচ্ছার মধ্যে যে ব্যবধান রয়েছে তা বিশ্বকে প্রকাশ করার জন্য ধন্যবাদ। হোসে মারিয়া আজনার বা টনি ব্লেয়ার কেউই তাদের প্রাপ্ত ভোটের প্রতি সামান্যতম গুরুত্ব দেন না বা সামান্যতম সম্মানও দেখান না তা স্পষ্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। আজনার এই সত্যটিকে উপেক্ষা করতে পুরোপুরি সক্ষম যে ৯০ শতাংশ স্পেনীয় যুদ্ধের বিরুদ্ধে, এবং ব্লেয়ার গত ত্রিশ বছরে ব্রিটেনে সংঘটিত সবচেয়ে বড় জনসমক্ষে বিক্ষোভে অটল। দশ বছর আগে একজন ছাত্রের লেখা একটি জাল ডসিয়ার নিয়ে টনি ব্লেয়ারকে ব্রিটিশ পার্লামেন্টে যেতে এবং এটিকে 'ব্রিটিশ সিক্রেট সার্ভিস দ্বারা সংগৃহীত জঘন্য প্রমাণ' হিসাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ। কলিন পাওয়েলকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রমাণ এবং ছবি সহ পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ, যার ফলে এক সপ্তাহ পরে ইরাককে নিরস্ত্রীকরণের জন্য দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক হ্যান্স ব্লিক্স কর্তৃক জনসমক্ষে এগুলো খণ্ডন করার সুযোগ করে দেওয়া হয়। আপনার বর্তমান অবস্থান গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ, এইভাবে নিশ্চিত করার জন্য যে, পূর্ণাঙ্গ অধিবেশনে, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক ডি ভিলেপিনের যুদ্ধবিরোধী ভাষণটি করতালির মাধ্যমে স্বাগত জানানো হয়েছে - আমার জানা মতে, নেলসন ম্যান্ডেলার বক্তৃতার সময় জাতিসংঘের ইতিহাসে এমনটি কেবল একবারই ঘটেছে। আপনাকেও ধন্যবাদ, কারণ, যুদ্ধকে উৎসাহিত করার জন্য আপনার সমস্ত প্রচেষ্টার পরে, সাধারণত বিভক্ত আরব দেশগুলি, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কায়রোতে তাদের সভায়, প্রথমবারের মতো, যেকোনো আক্রমণের নিন্দায় সর্বসম্মত ছিল। 'জাতিসংঘের এখন তার প্রাসঙ্গিকতা প্রদর্শনের সুযোগ রয়েছে' এই বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ, এমন একটি বিবৃতি যা সবচেয়ে অনিচ্ছুক দেশগুলিকেও ইরাকের উপর যেকোনো আক্রমণের বিরোধিতা করার অবস্থান নিতে বাধ্য করেছে। আপনার পররাষ্ট্র নীতির জন্য ধন্যবাদ, যা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্রকে এই ঘোষণা করতে প্ররোচিত করেছিল যে, একবিংশ শতাব্দীতে 'একটি যুদ্ধের নৈতিক ন্যায্যতা থাকতে পারে', যার ফলে তিনি সমস্ত বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেন। বর্তমানে ঐক্যের জন্য সংগ্রামরত একটি ইউরোপকে বিভক্ত করার চেষ্টা করার জন্য আপনাকে ধন্যবাদ। এটি ছিল একটি সতর্কবাণী যা উপেক্ষা করা হবে না। এই শতাব্দীতে খুব কম লোকই যা করতে পেরেছে তা অর্জন করার জন্য আপনাকে ধন্যবাদ: একই ধারণার জন্য লড়াই করার জন্য সমস্ত মহাদেশের লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করা, যদিও সেই ধারণাটি আপনার ধারণার বিরোধিতা করে। আমাদের আবারও অনুভব করানোর জন্য আপনাকে ধন্যবাদ যে, আমাদের কথা শোনা না গেলেও, অন্তত উচ্চারিত হয়। এটি ভবিষ্যতে আমাদের আরও শক্তিশালী করবে। আমাদের উপেক্ষা করার জন্য, আপনার সিদ্ধান্তের বিরোধিতাকারীদের সকলকে প্রান্তিক করার জন্য আপনাকে ধন্যবাদ, কারণ পৃথিবীর ভবিষ্যৎ বর্জিতদের। আপনাকে ধন্যবাদ, কারণ, আপনি ছাড়া, আমরা আমাদের নিজস্ব সমাবেশ করার ক্ষমতা উপলব্ধি করতে পারতাম না। এবার হয়তো এটি কোনও কাজে আসবে না, তবে এটি নিঃসন্দেহে পরবর্তীকালে কার্যকর হবে। এখন যেহেতু যুদ্ধের ঢোল থামানোর কোনও উপায় মনে হচ্ছে না, তাই আমি বলতে চাই, যেমন একজন প্রাচীন ইউরোপীয় রাজা একজন আক্রমণকারীকে বলেছিলেন: 'তোমার সকাল সুন্দর হোক, এবং তোমার সৈন্যদের বর্মে সূর্য জ্বলুক, কারণ বিকেলে, আমি তোমাকে পরাজিত করবো।' শক্তিহীন থাকার অনুভূতি কেমন তা জানার জন্য এবং সেই অনুভূতির সাথে লড়াই করে তা রূপান্তরিত করার জন্য ইতিমধ্যেই চলমান একটি প্রক্রিয়া বন্ধ করতে রাস্তায় নেমে আসা আমাদের অজ্ঞাতনামা লোকদের একটি বাহিনীকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তাই, আপনার সকাল উপভোগ করুন এবং এটি আপনাকে যে গৌরব এনে দিতে পারে তা উপভোগ করুন। আমাদের কথা না শোনার জন্য এবং আমাদের গুরুত্ব সহকারে না নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ; তবে জেনে রাখুন যে আমরা আপনার কথা শুনছি এবং আমরা আপনার কথা ভুলবো না। ধন্যবাদ, মহান নেতা, জর্জ ডব্লিউ বুশ। আপনাকে অনেক ধন্যবাদ।



Comments